IPL 2024 Match 47, Kolkata Knight Riders vs Delhi Capitals Playing XI head-to-head stats, key players, pitch report and weather update: সোমবার মেগা লড়াইয়ে ইডেন গার্ডেন্সে কেকেআর মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ঋষভ পন্থের দিল্লি শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয় পেয়েছে। অন্যদিকে, হঠাৎ করেই যেন ফর্ম হারিয়েছে নাইট রাইডার্স শিবির। শেষ পাঁচ ম্যাচের তিনটিতে হার হজম করতে হয়েছে কেকেআরকে। হাইস্কোরিং ম্যাচে বোলিং ব্যর্থতার অভাব প্রকট হয়েছে।
Playing XI predictions for the KKR vs DC IPL 2024 match
দিল্লি ক্যাপিটালস সম্ভাব্য প্রথম একাদশ: অভিষেক পোড়েল, জ্যেক ফেসার ম্যাকগার্ক, সাই হোপ, ঋষভ পন্থ, ট্রিস্টান স্টাবস, কুমার কুশাগ্র, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, লিজার্ড উইলিয়ামস, মুকেশ কুমার, খলিল আহমেদ
ইমপ্যাক্ট পরিবর্ত: রসিক সালাম
দিল্লির যে তারকার দিকে নজর থাকবে:
লুঙ্গি এনজিদির পরিবর্ত হিসাবে সই করানো হয়েছিল জেক ফ্রেশার ম্যাকগার্ককে। তিনিই এখন দিল্লির এক্স ফ্যাক্টর হয়ে উঠেছেন টপ অর্ডারে। দুর্ধর্ষ হ্যান্ড আই কোঅর্ডিনেশন সেই সঙ্গে স্বভাবজাত পাওয়ার হিটার। এতেই প্রতিপক্ষ বোলারদের কালঘাম ছুটিয়ে দিচ্ছেন। মাত্র ৫ ম্যাচেই ২৩৭.৫০ স্ট্রাইক রেটে ২৪৭ রান করে ফেলেছেন।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ: ফিল সল্ট, সুনীল নারিন, অঙ্গকৃশ রঘুবংশী, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা
ইমপ্যাক্ট পরিবর্ত: অনুকূল রায়
কেকেআরের যে তারকার দিকে নজর থাকবে:
নাইট শিবিরে সদর্থক বিষয়ের সংখ্যা একাধিক। ব্যাট হাতে অপ্রতিরোধ্য ছন্দে রয়েছেন সুনীল নারিন। ৮ ম্যাচে ৩৫৭ রান করে ফেলেছেন। দুই হাফসেঞ্চুরি, একটা সেঞ্চুরিতে নারিন যেন বোলারদের ত্রাস হয়ে উঠেছেন।
KKR vs DC head-to-head stats
আইপিএল ইতিহাসে দুই দল মোট ৩৩ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে কেকেআর জয় পেয়েছে ১৭টিতে। দিল্লির জয়ের সংখ্যা ১৫টি। একটি ম্যাচে কোনও ফলাফল মেলেনি।
KKR vs DC pitch report
চলতি সিজনে ইডেনে রানের বন্যা বয়ে গিয়েছে। সোমবারের ম্যাচেও হাইস্কোরিং ফলাফল হবে। এমনটাই ধরা হচ্ছে।
KKR vs DC Weather Report
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যের সময় তাপমাত্রা ৩০-৩৫ ডিগ্রির আশেপাশে থাকবে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৭০ শতাংশ থাকবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনাই নেই।
KKR vs DC livestreaming
টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে ম্যাচ সরাসরি উপভোগ করা যাবে। ডিজিটাল প্ল্যাটফর্ম-এ ম্যাচের লাইভ সম্প্রচার করা হবে জিও সিনেমা এপ-এ।