Advertisment

KKR vs LSG Playing 11: লখনৌকে হারাতে এভাবেই প্ৰথম ১১ সাজাচ্ছে KKR! নারিনদের সুবিধা দিতে বড় অস্ত্র প্রয়োগ হবে ইডেনে

IPL 2024, kkr vs lsg Playing 11 Prediction: চার ম্যাচে তিন জয়, এক পরাজয় সমেত কেকেআর আপাতত লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে, পাঁচ ম্যাচে তিন জয়, দুই পরাজয় সমেত লখনৌ রয়েছে চতুর্থ স্থানে।

author-image
IE Bangla Sports Desk
New Update
kolkata knight riders Playing 11 Prediction: কলকাতা নাইট রাইডার্স

kkr vs lsg Playing 11, live streaming: গুরুত্বপূর্ণ ম্যাচে ইডেনে মুখোমুখি কেকেআর এবং লখনৌ সুপার জায়ান্টস (আইপিএল, টুইটার)

IPL 2024 Match 10, Kolkata Knight Riders vs Lucknow super giants Playing XI head-to-head stats, key players, pitch report and weather update: চলতি আইপিএলের ২৭তম ম্যাচে শ্রেয়স আইয়ারের কেকেআর ইডেন গার্ডেন্সে মুখোমুখি হচ্ছে লখনৌ সুপার জায়ান্টস-এর। টানা পাঁচ ম্যাচ যে ঘরের মাঠে খেলবে কেকেআর, এই ম্যাচের মাধ্যমেই সেই সিরিজের সূচনা হচ্ছে। এই পাঁচ ম্যাচের টানা হোম-সিরিজেই নির্ধারিত হয়ে যাবে কেকেআর প্লে অফে যোগ্যতা অর্জন করার মত পরিস্থিতি তৈরি করতে পারবে কিনা!

Advertisment

চার ম্যাচে তিন জয়, এক পরাজয় সমেত কেকেআর আপাতত লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে, পাঁচ ম্যাচে তিন জয়, দুই পরাজয় সমেত লখনৌ রয়েছে চতুর্থ স্থানে।

Playing XI predictions for the KKR vs LSG IPL 2024 match

লখনৌয়ের বিপক্ষে কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ:

সুনীল নারিন, ফিল সল্ট, ভেঙ্কটেশ আইয়ার, অঙ্গকৃশ রঘুবংশী, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক, অনুকূল রায়, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা

ইমপ্যাক্ট পরিবর্ত: সুয়াশ শর্মা, রামনদীপ সিং

নাইটদের যে তারকার দিকে নজর থাকবে:

শ্রেয়স আইয়ার: চোট থেকে প্রত্যাবর্তন করার পর শ্রেয়স আইয়ার আইপিএলে নেমেছেন। তবে এখনও সেভাবে নজর কাড়তে পারছেন না। চার ম্যাচে তাঁর রান যথাক্রমে ০, ৩৯ (নটআউট), ১৮ এবং ৩৪।

কেকেআরের বিপক্ষে লখনৌয়ের সম্ভাব্য একাদশ:

কেএল রাহুল, কুইন্টন ডিকক, দেবদূত পাড়িক্কল, মার্কাস স্টোইনিস, নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, ক্রুনাল পান্ডিয়া, আর্শাদ খান, রবি বিশ্নোই, নভিন উল হক, ইয়াশ ঠাকুর

ইমপ্যাক্ট পরিবর্ত: দীপক হুডা, এম সিদ্ধার্থ

লখনৌয়ের যে তারকার দিকে নজর থাকবে:

অধিনায়ক কেএল রাহুল রান পাননি এমন নয়। তবে বড় রানের হদিস এখনও দেয়নি তাঁর ব্যাট। এছাড়াও স্ট্রাইক রেট উন্নত করে ইডেনে ঝাঁপাবেন তিনি, যাতে টি২০ বিশ্বকাপে উইকেট-কিপার ব্যাটার হিসাবে তাঁকে ভাবতে বাধ্য হন নির্বাচকরা।

কেকেআর বনাম লখনৌ হেড টু হেড ম্যাচের ফলাফল:

তিন ম্যাচ মুখোমুখি হয়েছে দুই দল। তিনটিতেই হার হজম করেছে কেকেআর।

ইডেনে পরিসংখ্যান: ইডেনে এর আগে দুই দল একবার-ই নেমেছে। সেই ম্যাচেও হারতে হয়েছে কেকেআরকে।

কেকেআর বনাম লখনৌ ম্যাচের পিচ রিপোর্ট:

ইডেনে বড় স্কোরের ম্যাচ হতেই পারে। তবে কোন পিচে খেলা হবে তাঁর ওপর পুরোটাই নির্ভর করবে। নাইটদের তিন স্পিনারকে সহায়তা করার জন্য স্পিন সহায়ক পিচে নামতে পারে নাইট রাইডার্স।

কলকাতা নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জায়ান্টস ম্যাচের আবহাওয়ার পূর্বাভাস:

কলকাতার আকাশে মেঘের কোনও সম্ভবনাই নেই। তবে তাপমাত্রা ৩২ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। দুপুর ৩টেয় আর্দ্রতা থাকবে ৩৩ শতাংশের কাছাকাছি। সন্ধে ৭টার সময় যা বেড়ে দাঁড়াবে ৫০ শতাংশ। এমনটাই বলছে আকুওয়েদারের রিপোর্ট।

IPL LSG KKR Lucknow Super Giants Eden Gardens Kolkata Knight Riders IPL 2024
Advertisment