IPL 2024 Match 10, Kolkata Knight Riders vs Lucknow super giants Playing XI live streaming details: আইপিএলে কেকেআর নিজেদের প্ৰথম হার হজম করেছে চেন্নাইয়ের বিপক্ষে। টানা তিন ম্যাচ অপরাজিত ছিল নাইট বাহিনী। তবে চিপকে গিয়ে জয়ের হ্যাটট্রিক ধাক্কা খেয়েছে। এবার রবিবার কেকেআর লিগে নিজেদের পঞ্চম ম্যাচে নামছে। প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্টস।
ট্র্যাক রেকর্ড লখনৌয়ের পক্ষেই। আইপিএলে কেকেআরকে তিনটে ম্যাচেই হারিয়েছে লখনৌ। এবার রেকর্ড বদলানোর লড়াইয়ে নামছে নাইট রাইডার্স। লখনৌ এই মুহূর্তে বেশ ফর্মে রয়েছে। পাঁচ ম্যাচের মধ্যে জয় পেয়েছে তিনটিতেই। রবিবার কেকেআরকে হারালেই দুই নম্বরে পৌঁছে যাবে কেএল রাহুলের দল।
দেখে নেওয়া যাক লখনৌ সুপার জায়ান্টস-এর বিপক্ষে কেমন একাদশ সাজাতে চলেছে নাইট রাইডার্স শিবির:
টপ অর্ডার: ফিল সল্ট এবং সুনীল নারিনকে এই মুহূর্তে ওপেনিং থেকে সরানোর কোনও পরিকল্পনা ই নেই কেকেআর থিঙ্কট্যাঙ্কের। সল্ট বড় স্কোর করতে না পারলেও মারমুখী সুনীল নারিনকে যোগ্য সহায়তা করছেন। দুজনেই পাওয়ার প্লেতে নাভিশ্বাস তুলে দিচ্ছেন। সল্ট-নারিন জুটি চেন্নাইয়ের স্লো পিচে ব্যর্থ হয়েছেন। তাই এক ম্যাচের হিসাবে এখনই ওপেনিং জুটি বদলানোর কোনও প্ল্যানিং নেই নাইটদের। অর্থাৎ, রহমানউল্লাহ গুরবাজকে প্রথম একাদশে জায়গা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে।
মিডল অর্ডার: চোট পাওয়া নীতিশ রানার জায়গায় খেলতে নেমেই নজর কেড়েছেন তরুণ অঙ্গকৃশ। দিল্লির বিপক্ষে ২৭ বলে ৫৪ রানের বিস্ফোরক ইনিংসে দলের বড় রান পাওয়ার ক্ষেত্রে বড় অবদান রেখেছিলেন। তবে দিল্লি ম্যাচে তাঁকে পরিবর্ত হিসাবে ব্যবহার করা হয়েছিল। তাঁকে ভরসা জোগানোর জন্য মিডল অর্ডারে থাকবেন ক্যাপ্টেন শ্রেয়স। কেকেআর সূত্রের খবর, চোট সারিয়ে এখনও নাকি পুরোপুরি ফিট নন নীতিশ রানা। অনুশীলনেও নিজের সেরা ছন্দে লাগেনি নীতিশকে। সম্ভবত আগামী বেশ কয়েকটি ম্যাচে বাইরেই থাকতে হবে। এমনিতে এবার ভেঙ্কটেশ আইয়ারকে নিজের সেরা ছন্দে লাগেনি। নীতিশ রানা ফিরলে তাঁকেই সম্ভবত বসতে হবে। তবে যতদিন রানার প্রত্যাবর্তন না ঘটছে ততদিন ভেঙ্কটেশকেই খেলিয়ে যেতে বাধ্য হচ্ছে টিম ম্যানেজমেন্ট।
লোয়ার অর্ডার: লোয়ার অর্ডারের সামর্থ্যের বিচারে এই মুহূর্তে কেকেআর টুর্নামেন্টে সবথেকে শক্তিশালী। প্রথমে ব্যাটিং করলে ডেথ ওভারে রিঙ্কু-রাসেল যেমন দলের স্কোর প্রতিপক্ষের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছেন, তেমন রান তাড়া করার ক্ষেত্রে দুজনের সামনে কোনও টার্গেট-ই নিরাপদ নয়।
বোলিং আক্রমণ:
কেকেআরের হয়ে প্ৰথম দুই ম্যাচে নিষ্প্রভ ছিলেন মিচেল স্টার্ক। তবে দিল্লি ম্যাচে ফর্মে ফেরার বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলীয় পেসার। দিল্লি ম্যাচেই স্বদেশীয় ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শকে ফিরিয়েছিলেন। ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন স্পিনার বরুণ চক্রবর্তীও। বৈভব অরোরা, হর্ষিত রানা, মিচেল স্টার্ক এবং নারিন-বরুণ স্পিন জুটিকে রেখেই প্রথম এগারো সাজাচ্ছে নাইটরা।
ইমপ্যাক্ট প্লেয়ার:
ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ইমপ্যাক্ট প্লেয়ার বাছাই করতে পারে কেকেআর। অতিরিক্ত বোলারের প্রয়োজন হলে সুয়াশ শর্মাকে ব্যবহার করা হতে পারে। রামনদীপকে প্রথম একাদশে রেখে ভেঙ্কটেশ আইয়ারকেও ইমপ্যাক্ট বদলি হিসাবে নামানো হতে পারে।
কেকেআর সম্ভাব্য প্রথম একাদশ:
ফিল সল্ট, সুনীল নারিন, অঙ্গকৃশ রঘুবংশী, শ্রেয়স আইয়ার, রামনদীপ সিং/ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, বৈভব অরোরা
ইমপ্যাক্ট পরিবর্ত
ভেঙ্কটেশ আইয়ার/রামনদীপ সিং/সুয়াশ শর্মা/অনুকূল রায়
live-streaming details for the KKR vs LSG match
কখন হবে কেকেআর বনাম লখনৌ সুপার জায়ান্টস ম্যাচ:
কলকাতা নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জায়ান্টস ম্যাচ ইডেনে ১৪ এপ্রিল রবিবার হবে দুপুর ৩.৩০ থেকে।
কেকেআর বনাম লখনৌ ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় উপভোগ করা যাবে?
কলকাতা নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জায়ান্টস ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক-এ। লাইভ স্ট্রিমিং উপভোগ করা যাবে জিও সিনেমা এপ এবং ওয়েবসাইটে। পুরোপুরি বিনামূল্যে।