IPL 2024 Match 10, Kolkata Knight Riders vs royal challengers bengaluru Playing XI: রবিবার ইডেন গার্ডেনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৩৬তম ম্যাচে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র মুখোমুখি হবে। ছয় ম্যাচের মধ্যে চারটিতে জয়ী কেকেআর দুটিতে হেরেছে। পয়েন্ট টেবিলে এখন তিনে কলকাতার দল। আর, আরসিবি তাদের সাত ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে। পয়েন্ট টেবিলে সবচেয়ে নীচে।
KKR বনাম RCB আইপিএল 2024 ম্যাচে কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট, সুনীল নারিন, আঙ্কৃশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেল, রিংকু সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।
ইমপ্যাক্ট সাব: রমনদীপ সিং ও অনুকুল রায়।
কেকেআরের খেলোয়াড়দের মধ্যে সেরা তারকা: কেকেআরের তরফে আরসিবির জন্য সবচেয়ে বড় হুমকি হতে পারেন সুনীল নারিন। শুধু বল নয়, ব্যাটেও তিনি অর্ডারের শীর্ষে। নারিন, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেকেআরের শেষ ম্যাচে তাঁর প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছেন। এই মরশুমে ১৮৭-এর বেশি স্ট্রাইক রেটে ২৭৬ রান করে তিনি কেকেআরের সবচেয়ে বেশি রান সংগ্রহকারী।
আরসিবির সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, উইল জ্যাকস, রজত পতিদার, মহীপাল লোমরর, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত, মায়াঙ্ক ডাগর, রিস টপলে, লাকি ফার্গুসন, বিজয় কুমার ভিশাক
ইমপ্যাক্ট সাব: যশ দয়াল, সৌরভ চৌহান
আরসিবি খেলোয়াড়দের মধ্যে সেরা তারকা: বিরাট কোহলি ৩৬১ রান করে রান চার্টে এগিয়ে আছেন। তবে, তাঁর স্ট্রাইক রেট সাধারণ মানের, ১৩৫। পাওয়ার প্লেতে বিরাটকে বিরাট কিছু করে দেখাতে তেমন একটা দেখা যায়নি।
কেকেআর বনাম আরসিবি পরিসংখ্যান: মোট ৩৪টি ম্যাচ খেলা হয়েছে। কলকাতা নাইট রাইডার্স জিতেছে ২০টি ম্যাচে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেছে ১৪টি ম্যাচে।
ইডেন গার্ডেনে কেকেআর বনাম আরসিবি পরিসংখ্যান: মোট ১১টি ম্যাচ খেলা হয়েছে। কলকাতা নাইট রাইডার্স জিতেছে ৭টি ম্যাচে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেছে ৪টি ম্যাচে।
কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), কেএস ভারত, রহমানুল্লাহ গুরবাজ, রিংকু সিং, ফিল সল্ট, আঙ্কৃশ রঘুবংশী, শেরফেন রাদারফোর্ড, মণীশ পাণ্ডে, আন্দ্রে রাসেল, নীতীশ রানা, ভেঙ্কটেশ আইয়ার, অনুকূল রায়, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, বৈভব অরোরা, চেতন সাকারিয়া, হর্ষিত রানা, সুয়শ শর্মা, মিচেল স্টার্ক, দুষ্মন্ত চামেরা, সাকিব হুসেন ও মুজিব-উর-রহমান
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু স্কোয়াড: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, বিরাট কোহলি, রজত পাতিদার, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক, সুয়শ প্রভুদেশাই, উইল জ্যাকস, মহীপাল লোমরর, কর্ণ শর্মা, মনোজ ভন্ডগে, মায়াঙ্ক ডাগর, বিজয়কুমার ভিশক, আকাশদীপ মহম্মদ সিরাজ, রিস টপলে, হিমাংশু শর্মা, রাজন কুমার, ক্যামেরন গ্রিন, আলজারি জোসেফ, যশ দয়াল, টম কুরান, লাকি ফার্গুসন, স্বপ্নিল সিং ও সৌরভ চৌহান।
কেকেআর বনাম আরসিবি পিচ রিপোর্ট: ইডেন গার্ডেনে গত তিন ম্যাচে পিচগুলো ভিন্নরকম আচরণ করেছে। দিনের খেলায়, পিচ ব্যাটিং সহায়ক হয়নি। আবার দুটো রাতের ম্যাচে রানের বন্যা বয়ে গিয়েছে।
কেকেআর বনাম আরসিবি আবহাওয়া রিপোর্ট: রবিবার, ২১ এপ্রিল কলকাতার আকাশে মেঘ আছে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। মেঘের আবরণ ১২ শতাংশ। তবে মেঘের আবরণ বিকেল ৩টে থেকে ৭টা পর্যন্ত ৩২ শতাংশ বাড়বে। accuweather.com অনুযায়ী, তাপমাত্রা হবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা বিকেল ৩টেয় ২৩ শতাংশ থেকে সন্ধ্যা ৭টায় বেড়ে ৫৭ শতাংশ হবে।
আরও পড়ুন- বাংলাদশি তারকাকে কোটি কোটি টাকার প্রস্তাব আইপিএল ফ্র্যাঞ্চাইজির! NOC দিল না BCB
KKR বনাম RCB লাইভস্ট্রিমিং: KKR বনাম RCB আইপিএল 2024 ম্যাচটি JioCinema অ্যাপে স্ট্রিম করা হবে। পাশাপাশি, স্টার স্পোর্টস নেটওয়ার্কেও রবিবার বিকেল সাড়ে তিনটে থেকে সম্প্রচার করা হবে।