/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/ipl-final.jpg)
KKR vs SRH IPL 2024 Final Live Updates: আইপিএল ফাইনালের মহারণে রবিবার মুখোমুখি কেকেআর এবং সানরাইজার্স শিবির (গ্রাফিক্স: প্রত্যূষ রায়)
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad IPL 2024 Final Highlights in Bengali: তৃতীয়বার আইপিএল জিতল কেকেআর। ১০ বছর ফের নাইটদের ঘরে আইপিএল ঢুকল। ৮ উইকেটে এবারের আইপিএল ফাইনাল জিতল কেকেআর। সর্বোচ্চ রান করেছেন ভেঙ্কটেশ আইয়ার। তিনি ২৬ বলে ৫২ রান করেছেন। ৪টে চার, ৩টে ছয় মেরেছেন। ৩ বলে ১টি চার-সহ ৬ রান করে ভেঙ্কটেশের সঙ্গেই অপরাজিত থাকেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার।
ব্যাটিং করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করে কেকেআর। যদিও ব্যক্তিগত ৬ রানে প্যাট কামিন্সের বলে শাহবাজ আহমেদের হাতে ধরা পড়েন সুনীল নারিন। কিন্তু, ভেঙ্কটেশ আইয়ার এবং রহমনুল্লাহ গুরবাজ চালিয়ে খেলতে থাকেন। যার সাহায্যে কেকেআর ৬ ওভারে পৌঁছে যায় ৭২ রানে। কেকেআরের দ্বিতীয় উইকেটের পতন হয় দলের রান ১০০ পেরনোর পর। ৩২ বলে ৩৯ রান করে আউট রহমনুল্লাহ গুরবাজ। ৯ ওভার ২ উইকেটে কেকেআর ১০৬। শাহবাজ আহমেদের বলে এলবিডব্লিউ হওয়ার আগে গুরবাজ ৫টা চার এবং ২টো ছয় মেরেছেন।
এর আগে রবিবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স। সানরাইজার্সের প্রথম উইকেটের পতন ঘটে শুরুতেই। স্টার্কের বলে ২ রান করে আউট হয়ে যান অভিষেক শর্মা। বৈভব অরোরার বলে কোনও রান না করেই রহমনুল্লাহ গুরবাজের হাতে ধরা পড়েন ট্রাভিস হেড। স্টার্কের বলে ৯ রান করে রমনদীপ সিংয়ের হাতে ধরা পড়েন রাহুল ত্রিপাঠী। হর্ষিত রানার বলে ব্যক্তিগত ১৩ রানে রহমনুল্লাহ গুরবাজের হাতে ধরা পড়েন নীতীশকুমার রেড্ডি। আন্দ্রে রাসেলের বলে ব্যক্তিগত ২০ রানে মিচেল স্টার্কের হাতে ধরা পড়লেন এইডেন মার্করাম। বরুণ চক্রবর্তীর বলে ব্যক্তিগত ৮ রানে সুনীল নারিনের হাতে ধরা পড়েন শাহবাজ আহমেদ। আন্দ্রে রাসেলের বলে ব্যক্তিগত ৪ রানে রহমনুল্লাহ গুরবাজের হাতে ধরা পড়লেন আবদুল সামাদ।
ব্যক্তিগত ১৬ রানে হর্ষিত রানার বলে বোল্ড হন হেনরিক ক্লাসেন। সুনীল নারিনের বলে ব্যক্তিগত ৪ রানে এলবিডব্লিউ হন জয়দেব উনাদকাট। প্যাট কামিন্স আন্দ্রে রাসেলের বলে ব্যক্তিগত ২৪ রানে মিচেল স্টার্কের হাতে ধরা পড়েন। এতে হায়দরাবাদের ১০ম উইকেটের পতন হয়। কামিন্স হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ রান করেছেন। সব মিলিয়ে সানরাইজার্স হায়দরাবাদের ইনিংস শেষ হয় ১১৩ রানে। যা কোনও আইপিএল ফাইনালে সবচেয়ে কম রানের রেকর্ড। এর ফলে আইপিএলে কোনও ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড এবং ফাইনালে সর্বনিম্ন রানের রেকর্ড, দুটোই সানরাইজার্স হায়দরাবাদের ঝুলিতে ঢুকল।
দুই দলের প্রথম একাদশ
কলকাতা নাইট রাইডার্স: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিংকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। পরিবর্ত খেলোয়াড়: অনুকুল রায়, মনীশ পান্ডে, নীতীশ রানা, কেএস ভরত, শেরফাইন রাদারফোর্ড
সানরাইজার্স হায়দ্রাবাদ: ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, নীতীশ রেড্ডি, হেনরিক ক্লাসেন (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, টি নটরাজন। পরিবর্ত খেলোয়াড়: উমরান মালিক, গ্লেন ফিলিপস, মায়াঙ্ক মারকান্ডে, আব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দর
AN ABSOLUTE RIPPER! 🤩
As spectacular as it gets from Mitchell Starc ⚡️
He gets the in-form Abhishek Sharma early 🔥
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia 💻📱#TATAIPL | #KKRvSRH | #Final | #TheFinalCall pic.twitter.com/K5w9WIywuR— IndianPremierLeague (@IPL) May 26, 2024
রবিবার আইপিএল ফাইনালে এম চিদাম্বরম স্টেডিয়ামে কেকেআর মুখোমুখি হয়েছিল প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ। এর আগে কেকেআর ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল জিতেছে। হায়দরাবাদ জিতেছে ২০১৬ সালে। কেকেআরের দু'বারের ট্রফিজয়ী দলের অধিনায়ক গৌতম গম্ভীর বর্তমানে দলের মেন্টর। শ্রেয়স আইয়ার অধিনায়ক হিসেবে দ্বিতীয়বার ফাইনাল খেলছেন। প্রথমবার দিল্লিকে ফাইনালে তুলেছিলেন। এবার তুলেছেন কেকেআরকে।
কোয়ালিফায়ারের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে সানরাইজার্স শিবির অস্ত্র করেছিল নিজেদের পেসারদের স্লোয়ার বলের বৈচিত্র্য। তবে হায়দরাবাদের দুর্বল অংশ স্পিন বোলিং। রাজস্থানের বিপক্ষে হায়দরাবাদকে ভরসা করতে হয়েছিল ইমপ্যাক্ট প্লেয়ার শাহবাজ আহমেদ এবং পার্টটাইম স্পিনার অভিষেক শর্মার ওপর। এই দুই স্পিনারই ঘোল খাইয়ে ছেড়েছেন রাজস্থানকে।
-
May 26, 2024 23:12 IST
KKR vs SRH Live Score IPL 2024 Final Live: গম্ভীরের সাফল্যের রহস্য
গৌতম গম্ভীরের সাফল্যের রহস্য সম্পর্কে ২০১২ সালের ফাইনালে কেকেআরের আইপিএল জয়ের নায়ক মানবিন্দর বিসলা বলেছেন, 'কেউ ওঁকে ম্যাচ জেতাতে পারলে ও তাঁর জন্য গুলিও খেতে পারে।' পীযূষ চাওলা ও রজত ভাটিয়া মনে করেন, গম্ভীরের সাফল্যের রহস্য হল ভারতীয় খেলোয়াড়দের মনে করানো যে তাঁরা বিদেশি তারকাদের চেয়ে কোনও অংশে কম নয়। তাঁরা জানিয়েছেন, আনক্যাপড ভারতীয় খেলোয়াড়দের পাশে দাঁড়াতেও দ্বিধা করেন না গম্ভীর।
-
May 26, 2024 22:55 IST
Kolkata Knight Riders Vs Sunrisers Hyderabad Final Live Updates: ৮ উইকেটে জয়ী কেকেআর
৮ উইকেটে আইপিএল ফাইনাল জিতল কেকেআর। সর্বোচ্চ রান করেছেন ভেঙ্কটেশ আইয়ার। তিনি ২৬ বলে ৫২ রান করেছেন। ৪টে চার, ৩টে ছয় মেরেছেন। এনিয়ে তৃতীয়বার আইপিএল জিতল কেকেআর। ১০ বছর ফের নাইটদের ঘরে আইপিএল ঢুকল। এর আগে কেকেআর ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল জিতেছিল। কেকেআরের দু'বারের ট্রফিজয়ী দলের অধিনায়ক গৌতম গম্ভীর এবারে দলের মেন্টর ছিলেন।
-
May 26, 2024 22:29 IST
Kolkata Knight Riders Vs Sunrisers Hyderabad Final Live Updates: ৮ উইকেটে জয়ী কেকেআর
৮ উইকেটে আইপিএল ফাইনাল জিতল কেকেআর। সর্বোচ্চ রান করেছেন ভেঙ্কটেশ আইয়ার। তিনি ২৬ বলে ৫২ রান করেছেন। তিনি ৪টে চার, ৩টে ছয় মেরেছেন।
-
May 26, 2024 22:28 IST
Kolkata Knight Riders Vs Sunrisers Hyderabad Final Live Updates: ৮ উইকেটে জয়ী কেকেআর
৮ উইকেটে আইপিএল ফাইনাল জিতল কেকেআর। সর্বোচ্চ রান করেছেন ভেঙ্কটেশ আইয়ার। তিনি ২৬ বলে ৫২ রান করেছেন। ৪টে চার, ৩টে ছয় মেরেছেন। এনিয়ে তৃতীয়বার আইপিএল জিতল কেকেআর। ১০ বছর ফের নাইটদের ঘরে আইপিএল ঢুকল। এর আগে কেকেআর ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল জিতেছিল। কেকেআরের দু'বারের ট্রফিজয়ী দলের অধিনায়ক গৌতম গম্ভীর এবারে দলের মেন্টর ছিলেন।
-
May 26, 2024 22:24 IST
KKR vs SRH Live Score IPL 2024 Final Live: ২৪ বলে ৫০ রান ভেঙ্কটেশ আইয়ার
২৪ বলে অর্ধশতক পূর্ণ করলেন ভেঙ্কটেশ আইয়ার।
-
May 26, 2024 22:22 IST
KKR vs SRH IPL Final 2024 Live Updates: কেকেআরের দ্বিতীয় উইকেটের পতন
কেকেআরের দ্বিতীয় উইকেটের পতন। ৩২ বলে ৩৯ রান করে আউট রহমনুল্লাহ গুরবাজ। ৯ ওভার ২ উইকেটে কেকেআর ১০৬। শাহবাজ আহমেদের বলে এলবিডব্লিউ হওয়ার আগে গুরবাজ ৫টা চার এবং ২টো ছয় মেরেছেন।
-
May 26, 2024 22:04 IST
Kolkata Knight Riders Vs Sunrisers Hyderabad Final Live Updates: ৬ ওভার ১ উইকেটে ৭২ কেকেআর
কেকেআর ৬ ওভারে ১ উইকেটে ৭২ রান তুলেছেন। ভেঙ্কটেশ আইয়ার ১২ বলে ৪০ রান করেছেন। ৪টে চার ও ৩টে ছয় মেরেছেন। রহমনুল্লাহ গুরবাজ ২২ বলে ২১ রান করেছেন। তিনি ৪টে চার মেরেছেন।
-
May 26, 2024 21:54 IST
KKR vs SRH Live Score IPL 2024 Final Live: ৪ ওভার ১ উইকেেট কেকেআর ৪৬
ব্যাট করছেন রহমনুল্লাহ গুরবাজ ও ভেঙ্কটেশ আইয়ার। গুরবাজ করেছেন ১৭ বলে ১৯। আর, আইয়ার ৬ বলে করেছেন ২০।
-
May 26, 2024 21:53 IST
KKR vs SRH Live Score IPL 2024 Final Live: ৪ ওভার ১ উইকেেট কেকেআর ৪৬
ব্যাট করছেন রহমনুল্লাহ গুরবাজ ও ভেঙ্কটেশ আইয়ার। গুরবাজ করেছেন ১৭ বলে ১৯। আর, আইয়ার ৬ বলে করেছেন ২০।
-
May 26, 2024 21:38 IST
KKR vs SRH IPL Final 2024 Live Updates: কেকেআরের প্রথম উইকেটের পতন
ব্যক্তিগত ৬ রানে প্যাট কামিন্সের বলে শাহবাজ আহমেদের হাতে ধরা পড়লেন সুনীল নারিন।
-
May 26, 2024 21:33 IST
Kolkata Knight Riders Vs Sunrisers Hyderabad Final Live Updates: বোলিং ক্ষুরধার করেছেন নারিন
তাঁর বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক ছিল। যা নিয়ে অভিযোগও জমা পড়েছিল। কিন্তু, সেই দিনগুলো সুনীল নারিনকে যেন আরও পরিণত করেছে। তাঁর বোলিং অ্যাকশন বদলেছেন। তাতে নারিনের অ্যাকশন আরও ক্ষুরধার হয়েছে। বল সময়ের চেয়ে দেরিতে ব্যাটে আসছে। আর, তাতেই ঠকে যাচ্ছেন ব্যাটাররা।
সম্প্রতি এই ব্যাপারে নারিন বলেছেন, 'এটাই এখন আমার তুরুপের তাস হয়ে উঠেছে। আমার রান দেওয়ার পরিমাণ কমেছে। ব্যাটসম্যানরা দেরিতে বল পাচ্ছেন। তাতে তাঁদের ব্যাটিংয়ে অসুবিধা হচ্ছে।' আর, এতেই রবিবার ঠকে গেলেন জয়দেব উনাদকাট। তার আগে প্যাট কামিন্সও ক্যাচ তুলে দিয়েছিলেন। কিন্তু, সেই সময় মিচেল স্টার্ক ধরতে পারেননি।
-
May 26, 2024 21:17 IST
KKR vs SRH Live Score IPL 2024 Final Live: হায়দরাবাদের ইনিংস শেষ ১১৩ রানে
প্যাট কামিন্স আন্দ্রে রাসেলের বলে ব্যক্তিগত ২৪ রানে মিচেল স্টার্কের হাতে ধরা পড়েন। এতে হায়দরাবাদের ১০ম উইকেটের পতন হয়। আইপিএল ফাইনালে সবচেয়ে কম রানের রেকর্ড এসআরএইচের।
-
May 26, 2024 21:16 IST
KKR vs SRH Live Score IPL 2024 Final Live: হায়দরাবাদের ইনিংস শেষ ১১৩ রানে
প্যাট কামিন্স আন্দ্রে রাসেলের বলে ব্যক্তিগত ২৪ রানে মিচেল স্টার্কের হাতে ধরা পড়েন। এতে হায়দরাবাদের ১০ম উইকেটের পতন হয়। আইপিএল ফাইনালে সবচেয়ে কম রানের রেকর্ড এসআরএইচের।
-
May 26, 2024 21:13 IST
KKR vs SRH IPL Final 2024 Live Updates: সানরাইজার্সের নবম উইকেটের পতন
ব্যক্তিগত ৪ রানে সুনীল নারিনের বলে এলবিডব্লিউ হলেন জয়দেব উনাদকাট।
-
May 26, 2024 21:13 IST
KKR vs SRH IPL Final 2024 Live Updates: সানরাইজার্সের নবম উইকেটের পতন
ব্যক্তিগত ৪ রানে সুনীল নারিনের বলে এলবিডব্লিউ হলেন জয়দেব উনাদকাট।
-
May 26, 2024 21:05 IST
Kolkata Knight Riders Vs Sunrisers Hyderabad Final Live Updates: কেকেআরের ক্যাচ মিস
নারিনের বল কামিন্স আকাশে তুলে দিলেও মিচেল স্টার্ক লং অনে ক্যাচ ধরতে পারেননি। জয়দেব উনাদকাটের রিভার্স সুইপ, শর্ট ফাইনে ফিল্ডার ধরতে পারেননি।
-
May 26, 2024 20:58 IST
Kolkata Knight Riders Vs Sunrisers Hyderabad Final Live Updates: সানরাইজার্সের ষষ্ঠ উইকেটের পতন
বরুণ চক্রবর্তীর বলে ব্যক্তিগত ৮ রানে সুনীল নারিনের হাতে ধরা পড়লেন শাহবাজ আহমেদ।
-
May 26, 2024 20:56 IST
KKR vs SRH IPL Final 2024 Live Updates: সানরাইজার্সের সপ্তম উইকেটের পতন
আন্দ্রে রাসেলের বলে ব্যক্তিগত ৪ রানে রহমনুল্লাহ গুরবাজের হাতে ধরা পড়েন আবদুল সামাদ।
-
May 26, 2024 20:55 IST
KKR vs SRH Live Score IPL 2024 Final Live: সানরাইজার্সের অষ্টম উইকেটের পতন
ব্যক্তিগত ১৬ রানে হর্ষিত রানার বলে বোল্ড হলেন হেনরিক ক্লাসেন।
-
May 26, 2024 20:43 IST
KKR vs SRH IPL Final 2024 Live Updates: সানরাইজার্সের সপ্তম উইকেটের পতন
আন্দ্রে রাসেলের বলে ব্যক্তিগত ৪ রানে রহমনুল্লাহ গুরবাজের হাতে ধরা পড়েন আবদুল সামাদ।
-
May 26, 2024 20:38 IST
Kolkata Knight Riders Vs Sunrisers Hyderabad Final Live Updates: সানরাইজার্সের ষষ্ঠ উইকেটের পতন
বরুণ চক্রবর্তীর বলে ব্যক্তিগত ৮ রানে সুনীল নারিনের হাতে ধরা পড়লেন শাহবাজ আহমেদ।
-
May 26, 2024 20:34 IST
সানরাইজার্সের পঞ্চম উইকেটের পতন
আন্দ্রে রাসেলের বলে ব্যক্তিগত ২০ রানে মিচেল স্টার্কের হাতে ধরা পড়লেন এইডেন মার্করাম। ৭০ রানে ৫ উইকেট হারিয়েছে সানরাইজার্স।
-
May 26, 2024 20:32 IST
সানরাইজার্সের পঞ্চম উইকেটের পতন
আন্দ্রে রাসেলের বলে ব্যক্তিগত ২০ রানে মিচেল স্টার্কের হাতে ধরা পড়লেন এইডেন মার্করাম। ৭০ রানে ৫ উইকেট হারিয়েছে সানরাইজার্স।
-
May 26, 2024 20:15 IST
সানরাইজার্সের চতুর্থ উইকেটের পতন
ব্যক্তিগত ১৩ রানে হর্ষিত রানার বলে রহমনুল্লাহ গুরবাজের হাতে ধরা পড়লেন নীতীশকুমার রেড্ডি।
-
May 26, 2024 19:59 IST
সানরাইজার্সের তৃতীয় উইকেটের পতন
মিচেল স্টার্কের বলে ৯ রান করে রমনদীপ সিংয়ের হাতে ধরা পড়লেন রাহুল ত্রিপাঠী।
-
May 26, 2024 19:59 IST
সানরাইজার্সের তৃতীয় উইকেটের পতন
মিচেল স্টার্কের বলে ৯ রান করে রামনদীপ সিংয়ের হাতে ধরা পড়লেন রাহুল ত্রিপাঠী।
-
May 26, 2024 19:59 IST
সানরাইজার্সের তৃতীয় উইকেটের পতন
মিচেল স্টার্কের বলে ৯ রান করে রমনদীপ সিংয়ের হাতে ধরা পড়লেন রাহুল ত্রিপাঠী।
-
May 26, 2024 19:53 IST
অভিষেক শর্মা আউট
মিচেল স্টার্কের বলে ২ রান করে আউট অভিষেক শর্মা।
AN ABSOLUTE RIPPER! 🤩
— IndianPremierLeague (@IPL) May 26, 2024
As spectacular as it gets from Mitchell Starc ⚡️
He gets the in-form Abhishek Sharma early 🔥
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia 💻📱#TATAIPL | #KKRvSRH | #Final | #TheFinalCall pic.twitter.com/K5w9WIywuR -
May 26, 2024 19:45 IST
সানরাইজার্সের দ্বিতীয় উইকেটের পতন
বৈভব অরোরার বলে বিনা রানে রহমনুল্লাহ গুরবাজের হাতে ধরা পড়লেন ট্রাভিস হেড।
-
May 26, 2024 19:45 IST
সানরাইজার্সের দ্বিতীয় উইকেটের পতন
বৈভব অরোরার বলে বিনা রানে রহমনুল্লাহ গুরবাজের হাতে ধরা পড়লেন ট্রাভিস হেড।
-
May 26, 2024 19:42 IST
যা বললেন রিংকু সিং
দলের পরিবেশ দুর্দান্ত। যখনই আমরা ড্রেসিংরুমে ঢুকি, রমনদীপ সিং পঞ্জাবি গান বাজায়। পরিবেশই বদলে দেয়। জিজি (গৌতম গম্ভীর) স্যার এবং চন্দ্রু (চন্দ্রকান্ত পণ্ডিত) স্যার আমাদের অনেক স্বাধীনতা দিয়েছেন। ম্যাচ পরিস্থিতি অনুযায়ী খেলা হয়। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। আশা করছি আমরা ম্যাচ জিতব। আমরা এখানে আগেও একটা ম্যাচ খেলেছি। পিচের সঙ্গে পরিচয় আছে।
-
May 26, 2024 19:35 IST
অভিষেক শর্মা আউট
মিচেল স্টার্কের বলে ২ রান করে আউট অভিষেক শর্মা।
AN ABSOLUTE RIPPER! 🤩
— IndianPremierLeague (@IPL) May 26, 2024
As spectacular as it gets from Mitchell Starc ⚡️
He gets the in-form Abhishek Sharma early 🔥
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia 💻📱#TATAIPL | #KKRvSRH | #Final | #TheFinalCall pic.twitter.com/K5w9WIywuR -
May 26, 2024 19:32 IST
যা বললেন রিংকু সিং
দলের পরিবেশ দুর্দান্ত। যখনই আমরা ড্রেসিংরুমে ঢুকি, রমনদীপ সিং পঞ্জাবি গান বাজায়। পরিবেশই বদলে দেয়। জিজি (গৌতম গম্ভীর) স্যার এবং চন্দ্রু (চন্দ্রকান্ত পণ্ডিত) স্যার আমাদের অনেক স্বাধীনতা দিয়েছেন। ম্যাচ পরিস্থিতি অনুযায়ী খেলা হয়। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। আশা করছি আমরা ম্যাচ জিতব। আমরা এখানে আগেও একটা ম্যাচ খেলেছি। পিচের সঙ্গে পরিচয় আছে।
-
May 26, 2024 19:23 IST
দুই দলের প্রথম একাদশ
কলকাতা নাইট রাইডার্স: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিংকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী
পরিবর্ত খেলোয়াড়: অনুকুল রায়, মনীশ পান্ডে, নীতীশ রানা, কেএস ভরত, শেরফাইন রাদারফোর্ড
সানরাইজার্স হায়দ্রাবাদ: ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, নীতীশ রেড্ডি, হেনরিক ক্লাসেন (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, টি নটরাজন
পরিবর্ত খেলোয়াড়: উমরান মালিক, গ্লেন ফিলিপস, মায়াঙ্ক মারকান্ডে, আব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দর
-
May 26, 2024 19:20 IST
দুই দলের প্রথম একাদশ
কলকাতা নাইট রাইডার্স: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিংকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী
পরিবর্ত খেলোয়াড়: অনুকুল রায়, মনীশ পান্ডে, নীতীশ রানা, কেএস ভরত, শেরফাইন রাদারফোর্ড
সানরাইজার্স হায়দ্রাবাদ: ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, নীতীশ রেড্ডি, হেনরিক ক্লাসেন (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, টি নটরাজন
পরিবর্ত খেলোয়াড়: উমরান মালিক, গ্লেন ফিলিপস, মায়াঙ্ক মারকান্ডে, আব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দর
-
May 26, 2024 19:20 IST
দুই দলের প্রথম একাদশ
কলকাতা নাইট রাইডার্স: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিংকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী
পরিবর্ত খেলোয়াড়
অনুকুল রায়, মনীশ পান্ডে, নীতীশ রানা, কেএস ভরত, শেরফাইন রাদারফোর্ড
সানরাইজার্স হায়দ্রাবাদ: ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, নীতীশ রেড্ডি, হেনরিক ক্লাসেন (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, টি নটরাজন
পরিবর্ত খেলোয়াড়
উমরান মালিক, গ্লেন ফিলিপস, মায়াঙ্ক মারকান্ডে, আব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দর
-
May 26, 2024 19:14 IST
দুই দলের প্রথম একাদশ
কলকাতা নাইট রাইডার্স: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিংকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী
পরিবর্ত খেলোয়াড়: অনুকুল রায়, মনীশ পান্ডে, নীতীশ রানা, কেএস ভরত, শেরফাইন রাদারফোর্ড
সানরাইজার্স হায়দ্রাবাদ: ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, নীতীশ রেড্ডি, হেনরিক ক্লাসেন (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, টি নটরাজন
পরিবর্ত খেলোয়াড়: উমরান মালিক, গ্লেন ফিলিপস, মায়াঙ্ক মারকান্ডে, আব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দর
-
May 26, 2024 19:11 IST
কতটা চেনেন সুনীল নারিনকে?
সুনীল নারিন এবছর ব্যাট হাতে কেকেআরের বড় ভরসা হয়ে উঠেছেন। তাঁর গ্যারেজে তিনটি স্পোর্টস কার আছে। যার মধ্যে আছে একটি রেঞ্জ রোভার। যা চোখের পলকে ঘণ্টায় সর্বোচ্চ ২৩৪ কিলোমিটার গতিতে ছুটতে পারে। ক্যাসিনোর প্রতি তাঁর দুর্বলতা আছে। সুযোগ পেলে নারিন সতীর্থ আন্দ্রে রাসেলের হেয়ার-ড্রেসার হয়ে বসেন।
-
May 26, 2024 19:05 IST
ট্রফি জয়ে, যাঁদের লড়াইয়ের দিকে থাকবে নজর
-কামিন্স বনাম শ্রেয়াস
-স্টার্ক বনাম হেড
-ক্লাসেন বনাম চক্রবর্তী
-
May 26, 2024 19:02 IST
টস জিতল সানরাইজার্স
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত সানরাইজার্সের
-
May 26, 2024 18:59 IST
কেকেআরের প্রথম আইপিএল জয়ের সাক্ষী চিপক
সেই মে মাসের শেষ সপ্তাহ। শহর, চেন্নাই। স্থান, চিপকের এমএ চিদাম্বরম স্টেডিয়াম। ২০১২ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন কেকেআর এখানেই প্রথমবার আইপিএল জিতেছিল। সিএসকের মাঠেই হারিয়েছিল সিএসকে-কে। সেবার কেকেআরের অধিনায়ক গম্ভীর ১২ বছর পর কেকেআরের মেন্টর। ১২ বছর আগের রাতে ১৯১ রান তাড়া করার সময় কেকেআর-এর নায়ক ছিলেন ওপেনার মানবিন্দর বিসলা।
-
May 26, 2024 18:51 IST
স্টেডিয়ামে পৌঁছেছে দুই দলই
হায়দরাবাদের ১০ মিনিট পরেই কলকাতার দল স্টেডিয়ামে পৌঁছে গিয়েছে। ড্রেসিংরুমে যাওয়ার বদলে কেকেআর খেলোয়াড়রা সরাসরি মাঠে চলে যান। তাঁদের সাপোর্ট স্টাফরা তাড়াহুড়ো করে অনুশীলনের পিচে উইকেট এবং স্টাম্প বসিয়ে দেন।
-
May 26, 2024 18:47 IST
চিপকের তাপমাত্রা
তাপমাত্রা বর্তমানে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ৭০ শতাংশ।
-
May 26, 2024 18:44 IST
এবারের আইপিএলে সেরা তিন ম্যাচ!
আরসিবি বনাম সিএসকে: হতে পারে ক্রিকেটার হিসেবে এটাই আইপিএলে এমএস ধোনির শেষ ম্যাচ।
এসআরএইচ বনাম আরআর: টানটান উত্তেজনার মধ্যে শেষ হওয়া এই ম্যাচেই এসআরএইচের ফাইনালে ওঠা নিশ্চিত হয়েছে।
জিটি বনাম পিবিকেএস: এই ম্যাচ পঞ্জাব কিংসকে তাদের প্রথম ভারতীয় ফিনিশিং জুটি, শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মাকে উপহার দিয়েছে।
-
May 26, 2024 18:19 IST
চেন্নাইয়ের আবহাওয়া
আবহাওয়া দফতর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মাঠের চারপাশে মেঘ, আকাশ কালো করে আছে। তবে, সন্ধ্যার পর আবহাওয়ার ব্যাপক দুর্যোগের কোনও সম্ভাবনা নেই। এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। স্টেডিয়ামের ডান দিকেও কোনও কালো মেঘ নেই। মাঠকর্মীরা বৃষ্টির আশঙ্কায় বিকেল ৫.৪৫ পর্যন্ত পিচ ঢেকে রেখেছিলেন।
A few dark clouds from the Bay of Bengal is parking over the MA Chidambaram stadium. Let's see what it does. pic.twitter.com/kUyqlKGcZx
— Venkata Krishna B (@venkatatweets) May 26, 2024 -
May 26, 2024 18:16 IST
চেন্নাইয়ের আবহাওয়া
আবহাওয়া দফতর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মাঠের চারপাশে মেঘ, আকাশ কালো করে আছে। তবে, সন্ধ্যার পর আবহাওয়ার ব্যাপক দুর্যোগের কোনও সম্ভাবনা নেই।
A few dark clouds from the Bay of Bengal is parking over the MA Chidambaram stadium. Let's see what it does. pic.twitter.com/kUyqlKGcZx
— Venkata Krishna B (@venkatatweets) May 26, 2024 -
May 26, 2024 18:15 IST
চেন্নাইয়ের আবহাওয়া
আবহাওয়া দফতর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মাঠের চারপাশে মেঘ, আকাশ কালো করে আছে। তবে, সন্ধ্যার পর আবহাওয়ার ব্যাপক দুর্যোগের কোনও সম্ভাবনা নেই। এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। স্টেডিয়ামের ডান দিকেও কোনও কালো মেঘ নেই। মাঠকর্মীরা বৃষ্টির আশঙ্কায় বিকেল ৫.৪৫ পর্যন্ত পিচ ঢেকে রেখেছিলেন।
A few dark clouds from the Bay of Bengal is parking over the MA Chidambaram stadium. Let's see what it does. pic.twitter.com/kUyqlKGcZx
— Venkata Krishna B (@venkatatweets) May 26, 2024 -
May 26, 2024 18:12 IST
একসঙ্গে ছবি তুলেছেন দুই অধিনায়ক
শনিবার বিকেলে, কেকেআর ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার ও এসআরএইচের ক্যাপ্টেন প্যাট কামিন্স, আইপিএল ফাইনালের আগে অফিসিয়াল ফটো-শুটের জন্য চেন্নাইয়ের মেরিনা সৈকতে গিয়েছিলেন। বঙ্গোপসাগরের সৈকতে সেই ছবি তোলার পর এবার তাঁরা ফাইনালে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হবেন। এখানেই এবারের আইপিএলের সেরা দুই দল কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দরাবাদ ট্রফির জন্য লড়বে।
-
May 26, 2024 17:46 IST
বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠান!
বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্তি হবে ১৭তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। থাকছে আমেরিকান পপ ব্যান্ড, 'ইমাজিন ড্রাগনস'। ব্যান্ডের প্রধান গায়ক ড্যান রেনল্ডস স্টার স্পোর্টসকে এমনটাই জানিয়েছেন।
"Virat the GOAT, he's the God of all fans" - Dan Reynolds
— Star Sports (@StarSportsIndia) May 22, 2024
Can you 𝙄𝙈𝘼𝙂𝙄𝙉𝙀? They are ready to light up the night! 😍🥳
From 'Believer' to 'Bones', get ready to feel 'Natural' as we face the 'Thunder' at the #IPL finale with @Imaginedragons! 🎤🔥
Tune into Cricket Live… pic.twitter.com/pne0Yey3dK -
May 26, 2024 17:45 IST
বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠান!
বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্তি হবে ১৭তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। থাকছে আমেরিকান পপ ব্যান্ড, 'ইমাজিন ড্রাগনস'। ব্যান্ডের প্রধান গায়ক ড্যান রেনল্ডস স্টার স্পোর্টসকে এমনটাই জানিয়েছেন।
"Virat the GOAT, he's the God of all fans" - Dan Reynolds
— Star Sports (@StarSportsIndia) May 22, 2024
Can you 𝙄𝙈𝘼𝙂𝙄𝙉𝙀? They are ready to light up the night! 😍🥳
From 'Believer' to 'Bones', get ready to feel 'Natural' as we face the 'Thunder' at the #IPL finale with @Imaginedragons! 🎤🔥
Tune into Cricket Live… pic.twitter.com/pne0Yey3dK