IPL 2024 Match no 2, kolkata knight riders vs sunrisers hyderabad Playing XI: শনিবার আইপিএলের প্ৰথম ম্যাচে কেকেআর নামছে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। শ্রেয়স আইয়ার এবং গৌতম গম্ভীরের সংযোজনে কেকেআর এবার বেশ উজ্জীবিত।
হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি অবশ্য সমস্যায় দীর্ণ। স্কোয়াডে রয়েছে একের পর এক নামি বিদেশি- মার্কো জ্যানসেন, গ্লেন ফিলিপস, ট্র্যাভিস হেড, হেনরিখ ক্ল্যাসেন, ফজলহক ফারুখি এবং স্বয়ং প্যাট কামিন্স। প্রথম একাদশে সেরা চার বিদেশি বাছাই করাই আপাতত চ্যালেঞ্জ সানরাইজার্স-এর কাছে।
প্রথম একাদশ কেমন হতে পারে দেখে নেওয়া যাক:
রহমনুল্লাহ এবং ভেঙ্কটেশ আইয়ার ওপেন করবেন, বাইরে ফিল সল্ট:
ইংরেজ তারকা জেসন রয় নিজেকে আইপিএল থেকে সরিয়ে নেওয়ার নাইট শিবির সই করিয়েছে ফিল সল্টকে। তবে ইংরেজ কিপার-ব্যাটারের অভিষেক সম্ভবত অপেক্ষায় থাকবে। পরীক্ষিত ওপেনিং জুটি ভেঙ্কটেশ আইয়ার এবং রহমনুল্লাহ গুরবাজের ওপরেই ইনিংস শুরু করার দায়িত্ব থাকবে।
গুরবাজ আক্রমণাত্মক ব্যাটার। পাওয়ার প্লেতে দ্রুত রান তোলার দায়িত্ব থাকবে আফগান তারকার ওপর। গত সিজনে অবশ্য ওপেনিংয়ে ভালো করতে পারেননি ভেঙ্কটেশ আইয়ার। সেশনেশ জেসন রয়কে ওপেন করাতে বাধ্য হয় কেকেআর। মিডল অর্ডারে নেমে ব্রেন্ডন ম্যাককালামের পর দ্বিতীয় নাইট ব্যাটার হিসাবে শতরানের মালিকও হন ব্রেন্ডন ম্যাককালাম।
শ্রেয়স আইয়ারের চেনানোর মঞ্চ আইপিএল:
গত কয়েক মাস ধরেই শ্রেয়স আইয়ার ক্রিকেট সার্কিটে ঝড়ের সাক্ষী থেকেছেন। ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন। চলতি লিগে তিনিই আপাতত সবথেকে অভিজ্ঞ অধিনায়ক। সমালোচকদের মুখ বন্ধ করার যাবতীয় সুযোগ থাকছে তাঁর কাছে।
বাইরে বসবেন মার্কো জ্যানসেন:
গত আইপিএলে মার্কো জ্যানসেন ৮ ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন। বিশ্বকাপও দারুণ কেটেছিল প্রোটিয়াজ স্পিডস্টারের। ট্র্যাভিস হেড সম্ভবত ইনিংসের সূচনা করবেন অভিষেক ত্রিপাঠির সঙ্গে। মিডল অর্ডারে ভরসা জোগাতে থাকবেন আইডেন মারক্রাম, হেনরিখ ক্ল্যাসেন। ক্ল্যাসেনের বাড়তি দায়িত্ব থাকবে কিপিংয়ের। কামিন্স পেস বিভাগের নেতৃত্ব দেবেন। চার বিদেশি এভাবেই সম্ভবত বাছবে হায়দরাবাদ। এই কারণেই তুখোড় ফর্মে থাকা জ্যানসেন বাইরে বসবেন।
কেকেআরের সম্ভাব্য প্ৰথম একাদশ:
রহমনুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মিচেল স্টার্ক, চেতন সাকারিয়া, বরুণ চক্রবর্তী, সুয়াশ শর্মা
সানরাইজার্স হায়দরাবাদ সম্ভাব্য প্ৰথম একাদশ:
ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, আইডেন মারক্রাম, হেনরিখ ক্ল্যাসেন, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স, মায়াঙ্ক মার্কণ্ডে, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন