MI vs PBKS, IPL 2024: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 'ডিআরএস প্রতারণার' অভিযোগ আনা হয়েছে। ডিআরএস হল ডিসিশন রিভিউ সিস্টেম। যা ক্রিকেটে ব্যবহার করা একটি প্রযুক্তি। এর আগে এই প্রযুক্তি আম্পায়ার ডিসিশন রিভিউ সিস্টেম (ইউডিআরএস) নামে পরিচিত ছিল। মাঠে উপস্থিত আম্পায়ারদের পাশাপাশি ডিআরএস ক্রিকেটকে আরও স্বচ্ছ, ন্যায্য এবং নির্ভুল করেছে বলেই বিশেষজ্ঞদের দাবি।
কিন্তু, সেই প্রযুক্তিকেই কলঙ্কিত করার অভিযোগ উঠেছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। প্রকাশিত ভিডিও সেই অভিযোগেই কার্যত সিলমোহর দিয়েছে। সেই ভিডিওয় মুম্বই দলকে প্রযুক্তির সাহায্য নেওয়ার জন্য কার্যত ইঙ্গিত করতে দেখা গিয়েছে। অথচ, এই ব্যাপারে আম্পায়ার এবং ম্যাচ কমিশনারের সিদ্ধান্ত নেওয়ার কথা।
Mumbai Indians DRS Cheating Viral Video: ভিডিওতে দেখা গিয়েছে, পাঞ্জাব কিংসের অধিনায়ক স্যাম কুরান মাঠে আম্পায়ারের কাছে এনিয়ে অভিযোগও করেছেন। কুরানের অভিযোগ, মুম্বইয়ের বেঞ্চ থেকে সংকেত আসার পরই ম্যাচে রিভিউ নেওয়া হয়। কুরানের এই অভিযোগ, কার্যত আইপিএলে আম্পায়ারিংয়ের মান নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে।
বিষয়টি নজর এড়ায়নি প্রাক্তন ক্রিকেটারদেরও। প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার মুরলী কার্তিক অন এয়ারেই আম্পায়ার মেননের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার টম মুডিও সোশ্যাল মিডিয়ায় আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। মুডি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'এখন তৃতীয় বিশেষজ্ঞ আম্পায়ারের প্রয়োজনীয়তা ক্রমশ অনুভব হচ্ছে। পাশাপাশি মাঠেও বিশেষজ্ঞ মানের আম্পায়ারদের প্রয়োজন হয়ে পড়েছে।' বিশেষজ্ঞদের পাশাপাশি, সোশ্যাল মিডিয়াতেও গোটা ঘটনাটি ঝড় তুলেছে। আম্পায়ারদের বিরুদ্ধে অম্বানিদের মুম্বইয়ের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন নেটিজেনদের অনেকেই।
আরও পড়ুন- ছাড় দিল না বিসিসিআই, পাঞ্জাব ম্যাচের পরেই জয় শাহরা মনে রাখার মত শাস্তি দিল হার্দিককে
কুরানের এই অভিযোগপর্বটুকু বাদ দিয়ে অবশ্য বৃহস্পতিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ ছিল টানটান উত্তেজনায় ভরা। মুম্বইয়ের ৯ রানে জয়ের মধ্যেই উজ্জ্বল হয়ে থাকল জসপ্রিত বুমরাহর অসাধারণ পারফরম্যান্স। আশুতোষ শর্মা ও শশাঙ্ক সিংয়ের দায়িত্ব নিয়ে ম্যাচের রং বদলে দেওয়ার চেষ্টা। কিন্তু, একসের দুধে একফোঁটা গোচোনা-র মতই এই যাবতীয় ক্রিকেটীয় প্রয়াসকে মাটি করে কলঙ্কিত হয়ে উঠল বৃহস্পতিবারের ম্যাচ।