Advertisment

MI vs CSK Playing 11: স্কাই-ঈশান-ডেভিডদের সামনে লজ্জায় পড়তে পারেন মুস্তাফিজুর, কেমনভাবে ওয়াংখেড়েতে দল সাজাচ্ছে CSK, MI

IPL 2024, mi vs csk Playing 11 Prediction: আইপিএলের দুই সফলতম দল। দুই দলের দখলেই রয়েছে পাঁচটি করে আইপিএল খেতাব। দুই দলেরই অধিনায়ক বদল হয়েছে মরশুম শুরুর আগেই। রোহিতের হাত থেকে নেতৃত্বের ব্যাটন ছিনিয়ে নিয়েছেন হার্দিক পান্ডিয়া। অন্যদিকে, ধোনি সিএসকের দায়ভার তুলে দিয়েছেন রুতুরাজ গায়কোয়াডের হাতে। নেতৃত্ব বদল হলেও প্রতিদ্বন্দ্বিতা যে একচুল-ও কম হবে না, তা বলেই দেওয়া যায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
MI vs CSK, Mumbai Indians vs Chennai Super Kings predicted playing 11

Mumbai Indians vs CSK: ওয়াংখেড়েতে আইপিএলের এল ক্ল্যাসিকোয় মুখোমুখি চেন্নাই এবং মুম্বই (আইপিএল)

IPL 2024 Match 29, Mumbai Indians vs Chennai Super Kings Playing XI head-to-head stats, key players, pitch report and weather update: আইপিএলে সুপার-ক্ল্যাসিকো। একদিকে হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে, চেন্নাই সুপার কিংস নামবেন সিএসকের অধিনায়ক হিসাবে।

Advertisment

আইপিএলের দুই সফলতম দল। দুই দলের দখলেই রয়েছে পাঁচটি করে আইপিএল খেতাব। দুই দলেরই অধিনায়ক বদল হয়েছে মরশুম শুরুর আগেই। রোহিতের হাত থেকে নেতৃত্বের ব্যাটন ছিনিয়ে নিয়েছেন হার্দিক পান্ডিয়া। অন্যদিকে, ধোনি সিএসকের দায়ভার তুলে দিয়েছেন রুতুরাজ গায়কোয়াডের হাতে। নেতৃত্ব বদল হলেও প্রতিদ্বন্দ্বিতা যে একচুল-ও কম হবে না, তা বলেই দেওয়া যায়।

Playing XI predictions for the MI vs CSK IPL 2024 match

সিএসকের বিপক্ষে মুম্বইয়ের সম্ভাব্য প্রথম একাদশ:

রোহিত শর্মা, ঈশান কিষান, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, মহম্মদ নবি, জেরাল্ড কোয়েটজে, জসপ্রীত বুমরা, আকাশ মাধওয়াল

ইমপ্যাক্ট পরিবর্ত: পীযুষ চাওলা এবং নেহাল ওয়াদেরা

মুম্বইয়ের যে তারকার দিকে নজর থাকবে: টানা হারের ধাক্কা কাটিয়ে দিল্লি ম্যাচেই জয়ের সরণিতে ফিরেছে মুম্বই ইন্ডিয়ান্স। শেষ ম্যাচে মুম্বই ব্যাটাররা দুর্ধর্ষ খেলেছে। মাত্র ১৭ বলে ফিফটি হাঁকিয়ে গিয়েছেন সূর্যকুমার যাদব। সিএসকের বোলারদের এতে চাপ বাড়বে সন্দেহ নেই। চিপকের স্লো পিচে পাথিরানা, মোস্তাফিজুর, তুষার দেশপান্ডে, থিকসানারা দুরন্ত বোলিং করেন। তবে ওয়াংখেড়ের পাটা পিচে সিএসকে বোলাররা কতটা কার্যকর হন, সেটাই দেখার।

মুম্বইয়ের বিপক্ষে সিএসকের সম্ভাব্য প্রথম একাদশ:

রুতুরাজ গায়কোয়াড, রচিন রবীন্দ্র, অজিঙ্কা রাহানে, শিবম দুবে, ড্যারেল মিচেল, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, শার্দূল ঠাকুর, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান

ইমপ্যাক্ট পরিবর্ত: মহেশ থিকসানা এবং সমীর রিজভি

সিএসকের যে তারকার দিকে নজর থাকবে: তুষার দেশপান্ডে এবং শার্দূল ঠাকুরের ওপর অনেক কিছুই নির্ভর করবে। মুম্বইয়ের ওয়াংখেড়ে তাঁদের পরিচিত ময়দান। তবে সিএসকে বোলিংয়ে উইকেট শিকারের জন্য নির্ভর করবে মুস্তাফিজ এবং জাদেজার ওপর।

MI vs CSK head-to-head stats

দুই দল আইপিএল ইতিহাসে মুখোমুখি হয়েছে ৩৬ বার। ২০ বার-ই জয় পেয়েছে মুম্বই। ১৬ বারের বিজেতা চেন্নাই। সিএসকের বিরুদ্ধে ওয়াংখেড়েতে মুম্বই নেমেছে ১১ বার। জয় পেয়েছে ৭ বার। হার ৪ ম্যাচে। সবমিলিয়ে ওয়াংখেড়েতে মুম্বই ৮০ আইপিএল ম্যাচ খেলেছে। মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে ৫০টিতে, হেরেছে ৩০টি ম্যাচ।

MI vs CSK Pitch Report

ওয়াংখেড়েতে শুরুতে ব্যাটিং করা দলকে নূন্যতম ২২০-২৩০ রান স্কোরবোর্ডে জমা করতেই হবে। নাহলে বিপদের সম্ভবনা রয়েছে।

MI vs CSK Weather Report

রবিবার মুম্বইয়ে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সন্ধ্যের সময় তাপমাত্রা ২৮ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। সন্ধ্যা ৭টায় বাতাসের আর্দ্রতা ৩৩ শতাংশ রাত ১১টায় বেড়ে দাঁড়াবে ৫০ শতাংশে।

IPL CSK Chennai Super Kings Mumbai Indians IPL 2024
Advertisment