MS Dhoni, Pitch invader during IPL 2024: ক্রিকেট কিংবদন্তি এমএস ধোনি তাঁর ভক্তদের কাছে সর্বদাই এক বিশেষ মর্যাদা পান। কার্যত এই ক্রিকেট তারকাকে দেবতাজ্ঞানে দেখেন ভক্তদের অনেকেই। তেমনই এক ভক্ত এবার ফাঁক করে দিলেন ধোনির বিরাট কীর্তি। যে কীর্তি শুনে হতবাক হয়ে তারিফ করছেন অনেকেই।
ঘটনাটি ঘটেছে এবারের আইপিএলে ১০মে। ম্যাচটা ছিল চেন্নাই সুপার কিংসের সঙ্গে গুজরাট টাইটান্সের। সেই সময় ধোনির সঙ্গে দেখা করার জন্য এক ভক্ত স্টেডিয়ামের নিরাপত্তা লঙ্ঘন করে মাঠে ঢুকে পড়েন। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের এই ঘটনায় চমকে ওঠে গোটা দেশ। শেষ পর্যন্ত টেনে-হিঁচড়ে সেই ভক্তকে মাঠ থেকে বের করেছিলেন নিরাপত্তারক্ষীরা।
কিন্তু, তার আগে তিনি পৌঁছে গিয়েছিলেন মাঠে তাঁর ক্রিকেটদেবতা এমএস ধোনির কাছে। তাঁর পা ছুঁয়েছিলেন। ধোনি কিন্তু, মোটেও তাঁর ভক্তকে প্রত্যাখ্যান করেননি। তাঁকে দেখে মাঠের উলটো দিকে দৌড়নো শুরু করেননি। বরং, সেই সামান্য সময়ে যতটুকু ভালোভাবে পেরেছেন, ওই ক্রিকেট ভক্তের সঙ্গে কথা বলেছেন। এমনকী, তাঁর পাশে দাঁড়ানোরও আশ্বাস দিয়েছেন।
আইপিএল ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। ধোনিও তাঁর চিকিৎসার জন্য বিদেশে চিকিৎসা করাতে গিয়েছেন। এবার আইপিএল তাঁর ক্রিকেট জীবনে খেলা শেষ আইপিএল ছিল কি না, তা নিয়েও জল্পনা অব্যাহত। তারই মধ্যে ওই ভক্ত, ধোনির স্পর্শ পেয়ে এতখানি আপ্লুত যে আজও সেই দিনটির কথা গতকালের ঘটনার মতই তিনি মনে রেখেছেন।
ওই ধোনিভক্ত জানিয়েছেন, 'ধোনিকে কাছে পেয়ে আমি আনন্দে পাগল হয়ে গিয়েছিলাম। আমি ওঁকে দেখে প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। ওঁর পা স্পর্শ করেছিলাম। ও একজন কিংবদন্তি। আমার চোখে জল এসে গিয়েছিল।'
'দৌড়ে যাওয়ার জন্য আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কারণ, আমি ফেন্সিং লাফ দিয়ে টপকেছিলাম। তারপর সাইডলাইন থেকে দৌড়ে পিচে ধোনির কাছে গিয়েছিলাম। এতটা দৌড়োনোয় আমি হাঁফাচ্ছিলাম। ধোনিকে বললাম, আমার নাকের সমস্যা। সেই জন্য শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাই হাঁফিয়ে গিয়েছি।'
আরও পড়ুন- বিশ্বকাপের আগেই শনিবার মারমার কাটকাট ভারত-বাংলাদেশ লড়াই! কোথায়, কখন, কোন চ্যানেলে দেখবেন
মাহি ভাই (ধোনির অন্য নাম) শুনে বললেন, 'তোমার কিছু হবে না। চিন্তা কোর না। আমি তোমার কিছু হতে দেব না। তোমার অস্ত্রোপচারের দায়িত্ব আমার। নিরাপত্তারক্ষীরাও তোমার কোনও ক্ষতি করবে না। এমন কথা শুনে আমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছিল। এই জন্যই সকলে ওঁকে থালা বলেন।'
সেই ঘটনার ঠিক আগেই থার্ড আম্পায়ার ধোনির এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত খারিজ করে দেন। আর, তারপরও ভক্তের প্রতি, অনুরাগীর প্রতি ধোনির সেই সহৃদয় ভাব। যা আজও ভুলতে পারছেন না সেদিন মাঠে ঢুকে পড়া ওই ধোনিভক্ত।