MS Dhoni injury: আইপিএলে এবারের মত তাঁর দল সিএসকের দৌড় শেষ। এবার চিকিৎসা করাতে দেশ ছাড়ছেন মহেন্দ্র সিং ধোনি। সেই চিকিৎসা করানোর পরই তিনি অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেই দাবি করা হয়েছে প্রতিবেদনে। তাতে বলা হয়েছে, এমএস ধোনি লন্ডনে অস্ত্রোপচারের পরেই তাঁর অবসরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
৪৩ বছরের ধোনি কবে অবসর নেবেন, সে নিয়ে জল্পনা নতুন নয়। এবার প্রতিবেদনটির দৌলতে সেই জল্পনাই তীব্র হয়েছে। ভারত এবং চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক ধোনির পেশী ছিঁড়ে গিয়েছে। এমনটাই জানা গিয়েছে ওই প্রতিবেদনে। আর, সেই আঘাতের চিকিত্সার জন্যই লন্ডনে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি। সিএসকে (CSK) সূত্রে এমনটানা খবর। সেই সূত্রের দাবি, ওই চিকিৎসার পরই তাঁর ভবিষ্যৎ পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
এই প্রতিবেদন প্রকাশের আগে, শনিবার একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র কাছে হেরে চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর প্লে অফের দৌড় থেকে বাদ পড়েছে। এই নিয়ে তৃতীয়বারের মত, পাঁচবারের চ্যাম্পিয়নরা প্লে অফের আগে ছিটকে গেল। গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই শনিবার এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির কাছে ২৭ রানে হেরেছে। এমএস ধোনি ১৩ বলে ২৫ করে আউট হন।
আরও পড়ুন- কোনও অডিও লিক হয়নি, রোহিতের অভিযোগের পরেই ফুঁসে উঠল স্টার! বেনজির সংঘাতে ভারতীয় ক্রিকেট
পরে সিএসকের একটি সূত্র সংবাদমাধ্যমকে জানায়, লন্ডনে ধোনির অস্ত্রোপচার হবে। ধোনি পুরোপুরি ফিট না থাকলেও আইপিএলের জন্য চিকিৎসা করাতে যেতে পারছিলেন না। অস্ত্রোপচারের পর তাঁর সেরে উঠতে মাস ছয়েক সময় লাগবে। ওই ম্যাচে সিএসকে টস জিতে বোলিং নিয়েছিল। প্রথমে ব্যাট করে আরসিবি ২১৮ রান তোলে। রচিন রবীন্দ্রের ৬১ এবং রবীন্দ্র জাদেজার অপরাজিত ৪২ রানও চেন্নাইকে জয়ের দোড়গোড়ায় পৌঁছে দিতে পারেনি। যার জন্য সিএসকে, প্লে-অফ থেকে ছিটকে যায়।