Advertisment

MS Dhoni mother in law: ধোনির শাশুড়ি ধোনির থেকেও ধনী! কোটি কোটি টাকার সম্পদ, কী করেন, জানলে চমকে উঠবেন

MS Dhoni's mother-in-law Sheila Singh: শীলা সিং-কে কোম্পানির সিইও বানানোয় ধোনি এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের নেট মূল্য মাত্র চার বছরে ৮০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। এই ধোনি এন্টারটেনমেন্ট লিমিটেড হল মহেন্দ্র সিং ধোনির মোট বিজনেস এম্পায়ারের একটা অংশ। সব মিলিয়ে এমএস ধোনির মালিকানাধীন সংস্থাগুলোর মোট মূল্য ১,০৩০ কোটি টাকা।

author-image
IE Bangla Sports Desk
New Update
MS Dhoni, Sakshi Dhoni, Sheila Singh

MS Dhoni-Sakshi Dhoni-Sheila Singh: চেন্নাই সুপার কিংসের পোশাকে মহেন্দ্র সিং ধোনি (ডানদিকে)। সাক্ষী ধোনি ও তাঁর মা শীলা সিং (ডানদিকে)। (ছবি- টুইটার)

MS Dhoni mother in law net worth: কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির ২২ গজে ক্যারিশমায় মুগ্ধ ক্রিকেট দুনিয়া। আর, এই ক্যারিশমার ওপর ভর করে তাঁর রোজগারও চোখধাঁধানো। ক্রিকেট খেলা থেকে বিজ্ঞাপন, দু'হাতে আয় করেন ধোনি। সন্তান আর স্ত্রীকে নিয়ে এককথায় সুখের সংসার মহেন্দ্র সিং ধোনির। সেটা তাঁর অনুরাগী মাত্রেই জানে। কিন্তু, অনেকেই জানেন না যে ধোনির শাশুড়ি তাঁর জামাইয়ের চেয়েও ধনী। ৮০০ কোটি টাকার কোম্পানির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (সিইও), ধোনির শাশুড়ি শীলা সিং। এই শীলা সিংয়ের মেয়ে সাক্ষীই হলেন ধোনির স্ত্রী।

Advertisment

শীলা সিং যে কোম্পানির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (সিইও), সেটা অবশ্য ধোনির নামেই। কোম্পানিটির নাম ধোনি এন্টারটেইনমেন্ট লিমিটেড। পরিবারের সদস্যকে ব্যবসার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তটা অবশ্যই মহেন্দ্র সিং ধোনির। তিনি তাঁর স্ত্রী সাক্ষী ও শাশুড়ি শীলা সিং, দু'জনকেই ধোনি ধোনি এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের সিইও হিসেবে ২০২০ সালে নিযুক্ত করেছেন। সেই নিয়োগের সিদ্ধান্তটা যে রীতিমতো কাজে দিয়েছে, তা কোম্পানির আর্থিক বৃদ্ধিই প্রমাণ।

ধোনির শ্বশুর আরকে সিং, কানোই গ্রুপের বিনাগুড়ি চা কোম্পানিতে মহেন্দ্র সিং ধোনির বাবার সঙ্গে কাজ করেছেন। আর, শাশুড়ি শীলা ছিলেন গৃহবধূ। সেই শীলা সিং-কে কোম্পানির সিইও বানানোয় ধোনি এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের নেট মূল্য মাত্র চার বছরে ৮০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। এই ধোনি এন্টারটেনমেন্ট লিমিটেড হল মহেন্দ্র সিং ধোনির মোট বিজনেস এম্পায়ারের একটা অংশ। সব মিলিয়ে এমএস ধোনির মালিকানাধীন সংস্থাগুলোর মোট মূল্য ১,০৩০ কোটি টাকা। অর্থাৎ, ক্রিকেটের ক্রিজে দুর্দান্ত ব্যাটিং আর উইকেটরক্ষণের পাশাপাশি ব্যবসায়িক দুনিয়াতেও রীতিমতো খেল দেখাচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

আরও পড়ুন- কপাল পুড়তে চলেছে KKR তারকার! বিশ্বকাপের ভারতীয় দল থেকেই হয়ত বাদ, বড় আপডেটে হৃদয় চুরমার

বিভিন্ন মহলের দাবি, আইপিএলে ধোনির এবারই শেষ বছর। চেন্নাই সুপার কিংস দলও ধোনিকে এবার অধিনায়ক পদ থেকে অব্যাহতি দিয়েছে। তাঁর বদলে অধিনায়ক করা হয়েছে রুতুরাজ গায়কোয়াড়কে। আর, এই জল্পনাতেই অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে, খেলোয়াড় জীবন থেকে অবসর নেওয়ার পর ধোনি ঠিক কী করবেন? তিনি কি অনেক প্রাক্তন খেলোয়াড়ের মত ধারাভাষ্যকারের ভূমিকা নেবেন? তিনি কি ক্রিকেট কোচিং করবেন? নাকি ক্রিকেট আকাদেমিকে সময় দেবেন? তবে, ধোনি ভবিষ্যতে যাই করুন না কেন, সেটা কিন্তু ধোনি এন্টারটেনমেন্ট লিমিটেডের সঙ্গে চুক্তির ভিত্তিতেই করবেন।

IPL jharkhand Mahendra Sing Dhoni MS DHONI Chennai Super Kings
Advertisment