Hardik Pandya Slow Over Rate Fined: কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারের পর এবার মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ফের কম ওভাররেটের জন্য আরও এক আইপিএল দলের অধিনায়ককে জরিমানা করল বিসিসিআই। বৃহস্পতিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচেই আইপিএলের ওভাররেট নিয়ম ভাঙার জন্য হার্দিককে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
MI Captain Hardik Pandya Rs 12 lakh Fine: বৃহস্পতিবারের ম্যাচ ছিল মুলানপুরে। সেখানেই স্লো ওভাররেটের কারণে দোষী সাব্যস্ত হয়েছেন পান্ডিয়া। বিসিসিআই তার বিবৃতিতে বলেছে, '১৮ এপ্রিল মুল্লানপুরে পিসিএ নিউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, পঞ্জাব কিংসের বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪-এর ম্যাচে স্লো ওভার রেটের জন্য মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে জরিমানা করা হয়েছে।'
চলতি মরশুমে এটিই মুম্বইয়ের প্রথম ওভাররেট অপরাধ। তবে, দল যেহেতু মাঠে অধিনায়কের কথায় চলে, তাই মুম্বই দলের সাজা তাদের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে দেওয়া হয়েছে। ঠিক যেমনভাবে কেকেআরের সাজা শ্রেয়স আইয়ারকে দেওয়া হয়েছিল। এই ব্যাপারে বিসিসিআই তার বিবৃতিতে জানিয়েছে, 'যেহেতু এটি তাঁর দলের আইপিএল কোড অফ কন্ডাক্টের অধীনে ন্যূনতম ওভার রেট সংক্রান্ত অপরাধ ছিল, সেই জন্যই পান্ডিয়াকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।'
শুধুমাত্র পান্ডিয়াকে জরিমানা করাই নয়। স্লো ওভার রেটের কারণে পিবিকেএসের বিরুদ্ধে এই ম্যাচে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই, ম্যাচের মধ্যেও বিপাকে পড়েছিল। শেষ দুই ওভারে তারা একজন ফিল্ডার কম রাখতে বাধ্য হয়। পিবিকেএসের যখন ১২ বলে ২৩ রানের দরকার, সেই সময় মুম্বইয়ের হার্দিক এবং ফাস্ট বোলার আকাশ মাধওয়াল বাউন্ডারিতে মাত্র চারজন ফিল্ডারকে রাখার সুযোগ পান। সেটা এই কম ওভাররেটের জন্যই।
অবশ্য তার মধ্যেই হার্দিক স্নায়ুর চাপ ধরে রাখেন। মুম্বই অধিনায়ক তার প্রথম তিন বলে মাত্র চার রান দেন। আর, চতুর্থ বলে হরপ্রীত ব্রারের গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন। হার্দিকের বলে হরপ্রীত ফাইন লেগে মহম্মদ নবির হাতে ধরা পড়েন। তবে, তাতেও ম্যাচের টুইস্ট শেষ হয়নি। পিবিকেএসের ১১ নম্বর প্লেয়ার কাগিসো রাবাদা এসে ছক্কা মেরে ম্যাচকে একপেশে থেকে ফের উত্তেজনাময় করে তোলেন।
পিবিকেএসের শেষ ওভারে ১২ রানের দরকার ছিল। আকাশ মাধওয়াল ওয়াইড দিয়ে ওভার শুরু করেন। পরেরটাও ওয়াইড ছিল। কিন্তু, রাবাবা ব্যাট চালান। ডিপ পয়েন্টে বল নবির কাছে যায়। তিনি বলটি নিয়ে স্ট্রাইকার এন্ডের দিকে ছুঁড়ে মারেন। রাবাবা দুই রান নিতে গিয়েছিলেন। কিন্তু, তার আগেই ঈশান কিষাণ তাঁকে আউট করে দেন। রিপ্লেতে তা ধরা পড়তেই বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন মুম্বইয়ের খেলোয়াড়রা। এই ম্যাচ মুম্বই নয় রানে জিতে যায়।
আরও পড়ুন- মুম্বইয়ে দলের সঙ্গেই থাকছেন না রোহিত! ঝড় তোলা কেলেঙ্কারি বেরিয়ে এল চ্যাম্পিয়ন দলের অন্দরমহল থেকে
এই নিয়ে শেষ চার ম্যাচের মধ্যে তিনটিতেই জিতল মুম্বই। পিবিকেএস অবশ্য গোড়া থেকেই নড়বড়ে ছিল। একসময় তাদের স্কোর দাঁড়িয়েছিল, ৭ উইকেটে ১১১। এই সময় আশুতোষ শর্মা, পঞ্জাবের হয়ে রুখে দাঁড়ান। তিনি ২৮ বলে ৬১ রান করেন। কিন্তু, ১৮তম ওভারের প্রথম বলে জেরাল্ড কোয়েৎজিকে ছক্কা মারতে গিয়ে আশুতোষ আউট হয়ে যান।