Advertisment

BAN vs SL: ম্যাথিউসকে অপমান করার পরেই বিপত্তি! আঙুলে বড় চোটের শিকার মুশফিকুর

Towhid Hridoy named as Mushfiqur Rahim replacement: টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেলেন নাগিন ড্যান্স খ্যাত মুশফিকুর।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mushfiqur Rahim, Bangladesh vs Sri Lanka

Mushfiqur Rahim: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলবেন না মুশফিকুর রহিম (টুইটার)

Mushfiqur Rahim ruled out: ম্যাথিউসকে অপমান করার পরেই বিপত্তি! আঙুলে বড় চোট পেলেন বাংলাদেশের মুশফিকুর রহিম। তাঁর ডান হাতের বুড়ো আঙুল ভেঙে গেছে। উইকেটরক্ষক-ব্যাটারের এই ইনজুরিতে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ।

Advertisment

শুক্রবার (২২ মার্চ) থেকেই শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। প্রথম ম্যাচ হবে সিলেটের সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। লঙ্কান লায়ন্সের বিরুদ্ধে তিনি টেস্ট সিরিজ খেলতে পারবেন না। পরিস্থিতি দেখে বাধ্য হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে মুশফিকুর রহিমের বদলির নামও ঘোষণা করে দিয়েছেন বাংলাদেশ। অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটারের পরিবর্তে দলে নেওয়া হয়েছে উদীয়মান ব্যাটসম্যান তৌহিদ হৃদয়কে।

বাংলাদেশের হয়ে ৪৪টি সাদা বলের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন হৃদয়। তার মধ্যে আছে ৩০টি একদিনের ম্যাচ এবং ১৪টি টি-২০। তবে, এতদিন স্থান পাননি। টেস্ট দলে এই প্রথমবার জায়গা পেলেন তৌহিদ। প্রথমশ্রেণির ক্রিকেটে ডানহাতি ব্যাটারের ভালো রানের রেকর্ড আছে। ২৩ বছর বয়সি তৌহিদ হৃদয় ১৪টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলেছেন। ৪৮.০৫ গড়ে ৯১৩ রান করেছেন। শুধু তাই নয়, প্রথম-শ্রেণির ক্রিকেটে তিনটি সেঞ্চুরি এবং চারটি হাফ-সেঞ্চুরি আছে। যদি তিনি প্রথম একাদশে জায়গা পান তাহলে ভালো কিছু করতে পারেন বলেই বিশ্বাস তৌহিদের অনুরাগীদের।

প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, লিটনকুমার দাস, মমিনুল হক শোরব, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন দিপু, মেহেদি হাসান মিরাজ, নঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা।

বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য শ্রীলঙ্কা স্কোয়াড:
ধনঞ্জয় ডি সিলভা (অধিনায়ক), কুসল মেন্ডিস, দিমুথ করুণারত্নে, নিশান মাদুশকা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দীনেশ চান্দিমাল, সাদিরা সমরবিক্রমা (উইকেটরক্ষক), কামিন্দু মেন্ডিস, লাহিরু উদারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রবাথ জয়সুরিয়া, রমেশ মেন্ডিস, নিশান পেইরিস, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, চামিকা গুনশেখরা।

আরও পড়ুন- মুম্বইয়ের অনুশীলনে নামলেন না রোহিত! ঝামেলার মুম্বইয়ে ফের একবার বিতর্কের দাবানল

তবে, তৌহিদ তো না হয় দলে জায়গা পেলেন। কিন্তু, মুশফিকুর কবে দলে ফিরবেন? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান স্পষ্টভাবে জানিয়েছেন যে রহিম অন্তত তিন থেকে চার সপ্তাহ খেলতে পারবেন না। বায়জেদুল বলেন, 'ম্যাচের পরে, ঢাকায় মুশফিকুরের এক্স-রে পরীক্ষা হয়েছে। দেখা গেছে, ডান হাতের বুড়ো আঙুলের এমআইপি জয়েন্টে একটি অ্যাভালশন ফ্র্যাকচার হয়েছে। বর্তমানে তাঁর এই ইনজুরির চিকিৎসা চলছে। অন্তত প্রায় তিন থেকে চার সপ্তাহ ও খেলতে পারবে না। সেই জন্যই শ্রীলঙ্কার বিরুদ্ধে ওঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।'

Sri Lanka Bangladesh Cricket Mushfiqur Rahim
Advertisment