Mustafizur Rahman IPL and Bangladesh performance: বাংলাদেশ জাতীয় দলে খেলার চেয়েও ভারতে ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে খেলাটাই বেশি উপভোগ করছেন বাংলাদেশের জাতীয় দলের বোলার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ জাতীয় দলে মুস্তাফিজুরের সতীর্থ শরিফুল ইসলাম। বাঁ-হাতি বোলার মুস্তাফিজুরকে নিয়ে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট রীতিমতো সরগরম। সামনেই জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ। তার আগে মুস্তাফিজুরকে দলে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই সময়ে আইপিএলও চলছে। মুস্তাফিজুর রহমান খেলছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। বিসিবি নির্দেশ দিয়েছিল, এমাসের শেষে মুস্তাফিজুরকে বাংলাদেশে ফিরতে। চেন্নাইয়ের কর্তারা এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অনুরোধ করায় মুস্তাফিজুরকে ওই সময়সীমার পর মাত্র একদিন অতিরিক্ত সময় ভারতে থাকার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যার ফলে, আর মাত্র তিনটে ম্যাচে মুস্তাফিজুর চেন্নাইয়ের হয়ে খেলার সুযোগ পাবেন।
বছর ২৮-এর মুস্তাফিজুরকে ২মে বাংলাদেশে ফিরতেই হবে। বিসিবির নো-অবজেকশন সার্টিফিকেট (এনওসি)-এ তেমনটাই বলা আছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে বাংলাদেশ ৩ মে টি২০ সিরিজ খেলতে নামবে। জুনে টি২০ বিশ্বকাপ। তার আগে সব দেশের দলই অন্য দেশের সঙ্গে অনুশীলন সিরিজ খেলে নিচ্ছে। সেভাবেই জিম্বাবোয়ের সঙ্গে সিরিজ খেলবে বাংলাদেশ। এই ক্ষেত্রে মুস্তাফিজুরকে বেশ চাপ নিতে হতে পারে। সেকথা জানিয়ে শরিফুল ইসলাম বলেছেন, চেন্নাইয়ে মুস্তাফিজুরের ওপর তেমন একটা চাপ নেই। সেই কারণে ও নিজেকে উজাড় করে খেলছে। কিন্তু, বাংলাদেশ জাতীয় দলের হয়ে মুস্তাফিজুরকে বেশ দায়িত্ব নিতে খেলতে হবে।
তিনি আইপিএল দেখছেন বলেও বুঝিয়ে দিয়েছেন শরিফুল। তিনি বলেন, 'আমি মুস্তাফিজুরের প্রতিটা বল দেখছি। ম্যাচ শেষে ওর সঙ্গে কথাও বলছি। আমার মনে হয় ও জাতীয় দলের হয়ে খেলার চেয়েও আইপিএলটা বেশি উপভোগ করছে। তার কারণ, চেন্নাইয়ে ওর ওপর চাপ কম। কিন্তু, বাংলাদেশের হয়ে খেললে প্রত্যাশাটা বেশি থাকে। মুস্তাফিজুরের ওপর চাপটাও বেশি থাকে। ও আইপিএলে বেশ ভালোই খেলছে। কিন্তু, বাংলাদেশ জাতীয় দলের হয়ে গত দু'-তিনটি ম্যাচে কিছুই করতে পারেনি। আসলে আমি বলতে চাইছি যে, জাতীয় দলের হয়ে খেলতে প্রত্যাশাটা একটু বেশি থাকে। গত দুই-তিন বছরে এই প্রত্যাশাটা বেড়েছে।'
আরও পড়ুন- আম্বানির মুম্বইয়ে খেললে মাথা খারাপ হয়ে যাবে! বিস্ফোরক দাবি করে ঝড় এবার টিম ইন্ডিয়ার প্রাক্তনীর
শরিফুল খুব একটা বাজে কথা বলেননি। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মুস্তাফিজুর বর্তমানে চেন্নাই সুপার কিংসের অন্যতম সম্পদ। শুধু তাই নয়, এবারের আইপিএলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকাতেও রয়েছেন মুস্তাফিজুর। আইপিএলের মাত্র ছয় ম্যাচে বাঁ-হাতি এই বাংলাদেশি বোলার ১১ উইকেট পেয়েছেন। ইকোনমি রেট ৯.৪১। তার মধ্যে চিপকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে চার উইকেটও নিয়েছেন।