DC vs RCB, IPL 2024: খাতায় কলমে এখনও প্লে অফে পৌঁছনোর সুযোগ রয়েছে। তবে সেটা খাতায় কলমেই। বাস্তবের প্রেক্ষিতে বলাই যায়, দিল্লি ক্যাপিটালস-এর প্লে অফে পৌঁছনোর সম্ভবনা খতম। গত রবিবারই দিল্লি ক্যাপিটালস মরণ বাঁচন ম্যাচে মুখোমুখি হয়েছিল আরসিবির বিপক্ষে।
আর সেই ম্যাচে ঋষভ পন্থের না থাকাই ফারাক করে দিয়েছে। মন্থর ওভার রেটের কারণে বিসিসিআইয়ের নির্বাসনের কোপে পড়ে পন্থ খেলতে পারেননি। আর অক্ষরের দিল্লিকে হারাতে কোনও বেগ-ই পেতে হয়নি আরসিবিকে। টানা পাঁচ ম্যাচ জয়ে আরসিবি যেমন প্লে অফের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছে, তেমন হেরে টুর্নামেন্টের স্বপ্ন ফিকে হয়ে গিয়েছে দিল্লি ক্যাপিটালস-এর। স্রেফ হেরে যাওয়াই নয়, ৪৭ রানের পরাজয় দিল্লির নেট রানরেট শোচনীয় পর্যায়ে নামিয়ে এনেছে।
মঙ্গলবার দিল্লি ১৯ রানে লখনৌকে হারালেও পন্থের গলায় ঝড়ে পড়ছে সেই আক্ষেপ। ম্যাচের পরেই দিল্লির দলনেতা বলে দিয়েছেন, "বলব না আমি খেললেই দল জিতত। তবে আমি খেললে দলের কোয়ালিফাই করার ভালো সম্ভবনা থাকত।"
চলতি সিজনে দিল্লি আশা জাগিয়েও গুরুত্বপূর্ণ মুহূর্তে হতাশ করেছে। ধারাবাহিকতার অভাব ভুগিয়েছে দলকে। দলের একাধিক তারকাদের নিষ্প্রভ থাকার সঙ্গেই ইনজুরি সমস্যা প্রকট হয়েছে টুর্নামেন্ট এগোনোর সঙ্গেসঙ্গে। ইশান্ত শর্মা, খলিল আহমেদ, মুকেশ কুমার, ডেভিড ওয়ার্নারদের ইনজুরি দলের সর্বোপরি পারফরম্যান্স-এ প্রভাব ফেলেছে।
"অনেক আশা জাগিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলাম। দলের চড়াই-উতরাই, ইনজুরি সমস্যা দেখা দিয়েছিল। তবে ফ্র্যাঞ্চাইজি হিসাবে অভাব-অনুযোগের কোনও জায়গাই নেই। হাতের যা রয়েছে, তা দিয়েই চলতে হবে। কিছু বিষয় নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারি। কিছু বিষয় আবার নিয়ন্ত্রণের বাইরে থাকে।" বলেছেন পন্থ।
গ্রুপ পর্বের সমস্ত ম্যাচ খেলা হয়ে গিয়েছে দিল্লি ক্যাপিটালসের। লিগ টেবিলের পঞ্চম স্থানেও উঠে এসেছেন ঋষভ পন্থরা। পয়েন্ট তালিকায় সানরাইজার্স হায়দরাবাদ এবং সিএসকের সমান সমান। তবে নেট রানরেট শোচনীয় (-০.৩৭৭)। সানরাইজার্স যদি বাকি দুই ম্যাচে সম্মিলিতভাবে ২০০ বা তাঁর বেশি রানে পরাজয় বরণ করে তাহলে সুযোগ থাকছে দিল্লির। যা কার্যত অসম্ভব।