IPL 2024 Playoffs Ticket Booking: মঙ্গলবার থেকেই আইপিএলের প্লে অফের অনলাইন টিকিট বিক্রি শুরু হয়ে গেল। সহজেই পাওয়া যাবে আইপিএলের টিকিট।
মঙ্গলবার আইপিএলে খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টস। আইপিএল প্লে অফের দৌড়ে কেকেআরের সঙ্গে বাকি তিন জায়গার জন্য লড়াইয়ে রয়েছে হাফডজন দল- রাজস্থান রয়্যালস, সিএসকে, আরসিবি, লখনৌ সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দরাবাদ।
আইপিএল প্লে অফে এক দলই আপাতত যোগ্যতা অর্জন করেছে- কেকেআর। প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স।
প্রথম কোয়ালিফায়ার (মে ২১, মঙ্গলবার) এবং এলিমিনেটর (বুধবার ২২ মে) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে। দ্বিতীয় কোয়ালিফায়ার (২৪ মে) এবং ফাইনাল (২৬ মে) হবে চিপকে।
কীভাবে আইপিএল ম্যাচের টিকিট কিনবেন?
আইপিএল প্লে অফ পর্বের জন্য বোর্ডের তরফে টিকেটিং পার্টনার করা হয়েছে পেটিএম-কে। রুপে কার্ড ব্যবহারকারীরা এলিমিনেটর এবং দুই কোয়ালিফায়ার ম্যাচের জন্য টিকিট কেনার সময় বিশেষ সুবিধা পাবেন। এছাড়াও ২০২৪ আইপিএল ফাইনালের টিকিট কেনার সময় বিশেষ সুবিধা পাবেন রূপে কার্ড গ্রাহকরা।
মে মাসের ১৫ তারিখ থেকে দুই কোয়ালিফায়ার এবং এলিমিনেটর-এর নন-এক্সক্লুসিভ প্ৰথম পর্বের ম্যাচ টিকিট বিক্রি শুরু হবে। ফাইনালের টিকিট পাওয়া যাবে ২১ মে। পরবর্তী মঙ্গলবার।
আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট কেনা যাবে। এছাড়াও পেটিএম এপ, পেটিএম ইনসাইডার এপ থেকে টিকিট বুক করা যাবে।