২০০৮ সাল থেকে আইপিএলের উদ্বোধনী মরসুমে ট্রফিটি চুম্বন করার পরে, রাজস্থান রয়্যালস এটিকে আবার চুম্বন করতে আগ্রহী। গত মরসুমের ফাইনালে গুজরাটের কাছে ট্রফি হেরে যাওয়া দলটি এবার জেতার জন্য প্রস্তুতি নিচ্ছে।
রাজস্থান দলে যশস্বী জয়সওয়াল, দেবদূত পদকাল, শিমরন হেটমায়ার, রায়ান ব্যারাকের মিশ্র ব্যাটিং লাইন আপ রয়েছে। দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডের ডুসেন দলে যোগ দিলে রাজস্থান বাড়তি উৎসাহ পাবে।