Advertisment

rcb vs kkr Playing 11: আরসিবির বিরুদ্ধে সেরা অস্ত্রকে লেলিয়ে দেবে নাইট রাইডার্স! এই চমক দিয়ে প্রথম ১১ সাজাচ্ছে কলকাতা

IPL 2024,rcb vs kkr Playing 11 Prediction: সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আন্দ্রে রাসেল প্ৰথম ম্যাচেই বিস্ফোরক ইনিংস খেলেছিলেন। ভালো ফর্মে রয়েছেন কেকেআরের ক্যারিবীয় মহাতারকা। আরসিবির বোলিং এবার খাতায় কলমে বেশ দুর্বল। এমন দুর্বল বোলিংয়ের বিরুদ্ধে চিন্নাস্বামীর মত ব্যাটিং সহায়ক পিচে নামার জন্য মুখিয়ে রাসেল।

author-image
IE Bangla Sports Desk
New Update
royal challenger bengaluru vs Kolkata Knight Riders Playing 11 Prediction: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য প্রথম একাদশ

rcb vs kkr Playing 11: হাড্ডাহাড্ডি লড়াইয়ে আইপিএল দ্বৈরথে নামছে কেকেআর-আরসিবি (এক্সপ্রেস ফটো পার্থ পাল এবং টুইটার)

IPL 2024 Match 10, royal challengers bengaluru vs Kolkata Knight Riders Playing XI: আরসিবি দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় হাসিল করেছে। তবে শুক্রবার চিন্নাস্বামীতে কেকেআরের বিপক্ষে আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে দু প্লেসিসদের আরসিবিকে। অতীতে আরসিবিকে বহুবার সমস্যায় ফেলেছে কেকেআরের শক্তিশালী ব্যাটিং লাইনআপ।

Advertisment

এবারেও চিত্র অন্য কিছু হবে না। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আন্দ্রে রাসেল প্ৰথম ম্যাচেই বিস্ফোরক ইনিংস খেলেছিলেন। ভালো ফর্মে রয়েছেন কেকেআরের ক্যারিবীয় মহাতারকা। আরসিবির বোলিং এবার খাতায় কলমে বেশ দুর্বল। এমন দুর্বল বোলিংয়ের বিরুদ্ধে চিন্নাস্বামীর মত ব্যাটিং সহায়ক পিচে নামার জন্য মুখিয়ে রাসেল।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে, দেখে নেওয়া যাক:

ফর্মে ফিরতে হবে আলজারি জোসেফকে: ওয়েস্ট ইন্ডিজের তারকা বোলার আইপিএলে যতবার নেমেছেন, বিক্ষিপ্তভাবে জ্বলে উঠেছেন। দল তারকার কাছ থেকে আরও ধারাবাহিকতা আশা করছে। রিস টপলি, লকি ফার্গুসনদের মত পরিবর্ত রয়েছে আরসিবি রিজার্ভ বেঞ্চে। এমন অবস্থায় আলজারি জোসেফকে নিজের খেলার উন্নতি করতেই হবে।

আরও পড়ুন: মুম্বইয়ের ‘ক্যাপ্টেন’ ফের রোহিত! প্রতিশোধ নিয়ে হার্দিককে পাঠালেন বাউন্ডারিতে, IPL-এ নতুন টুইস্ট, দেখুন ভিডিও

তাঁকে আরসিবি মূলত ব্যবহার করছে মিডল এবং ডেথ ওভারে। যাতে টুর্নামেন্টের নতুন বাউন্সার নিয়মের পূর্ণ সদ্ব্যবহার করতে পারেন। সিএসকের বিরুদ্ধে এই বাউন্সার অস্ত্র তিনি অতিমাত্রায় ব্যবহার করে ফেলেছিলেন। পাঞ্জাবের বিরুদ্ধে অবশ্য বাউন্সারের ক্ষেত্রে বেশ সংযত ছিলেন।

রাসেল অস্ত্র কীভাবে সামলাবে আরসিবি:

দ্রুতগতির বাউন্সারের বিরুদ্ধে রাসেলের পজিশনিংয়ে সমস্যা রয়েছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আরসিবি কিন্তু বাউন্সার-ট্যাকটিক্স সফলভাবে প্রয়োগ করেছিল। কলকাতা এবং রাসেলের বিপক্ষে একই রণকৌশল নিয়ে নামতে পারে বেঙ্গালুরু। তবে চিন্নাস্বামীর দৈর্ঘ্য অন্যান্য মাঠের তুলনায় কম। এখানে রাসেলের মিস-হিটও ছক্কা হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। তাই সতর্ক থাকতে হবে আরসিবিকে।

মিচেল স্টার্কের প্রত্যাবর্তন:

আইপিএলে শেষবার আরসিবির জার্সিতেই স্টার্ককে দেখা গিয়েছিল। সেই মাঠেই ফিরছেন তিনি। এমনিতে বয়সের ভারে স্টার্কের ক্ষিপ্রতা আগের তুলনায় অনেকটাই ম্রিয়মান। তবে এখনও নিজের সেরা ছন্দে থাকলে যে কোনও ব্যাটিং লাইনআপকে একাই পর্যুদস্ত করতে পারেন। আরসিবি ব্যাটিং লাইনআপে একের পর এক ডান হাতি তারকা। এঁদের বিপক্ষে স্টার্ক কৌণিক সুবিধা পেতে পারেন। স্টার্কের সামনে শুরুর ওভারে যাতে দ্রুত উইকেট না হারাতে হয়, সেদিকে নজর থাকবে আরসিবির।

আরসিবি সম্ভাব্য একাদশ:

ফাফ দু প্লেসিস, বিরাট কোহলি, রজত পাতিদার, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক, আলজারি জোসেফ, মহম্মদ সিরাজ, মায়াঙ্ক ডাগর, ইয়াশ দয়াল

ইমপ্যাক্ট প্লেয়ার: মহিপাল লোমরোর

কেকেআরের সম্ভাব্য প্ৰথম একাদশ:

শ্রেয়স আইয়ার, ফিল সল্ট, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, নীতিশ রানা, রামনদীপ সিং, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী

ইমপ্যাক্ট প্লেয়ার: সুয়াশ শর্মা

IPL KKR Royal Challengers Bangalore RCB Kolkata Knight Riders IPL 2024
Advertisment