Advertisment

Rohit Sharma Breaks Silence: হার্দিকের কাছে নেতৃত্ব হারিয়েছেন, কেমন লাগছে! প্ৰথমবার মুখ খুলেই বিস্ফোরণ রোহিত শর্মা

Rohit Sharma Press Conference: হার্দিক পান্ডিয়া মুম্বইয়ের অধিনায়ক হওয়ার পর থেকেই রোহিতের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে জল্পনা তুঙ্গে। মুম্বই সমর্থকরা ফ্র্যাঞ্চাইজিকে পাঁচবার চ্যাম্পিয়ন করা নেতার অপসারণ মানতেই পারছেন না। হার্দিককে মাঠে নামলেই নিয়ম করে সমর্থকদের কাছ থেকে টিপ্পনি হজম করতে হচ্ছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma Press Conference: রোহিত শর্মা সাংবাদিক সম্মেলন

Rohit Sharma Breaks Silence: রোহিত শর্মা অবশেষে মুখ খুললেন নেতৃত্ব বদল ইস্যুতে (টুইটার)

Rohit Sharma on MI Captaincy: গত কয়েকমাস ধরে যেন তুফান পেরোতে হয়েছে তাঁকে। বিশ্বকাপের টানা রোমহর্ষক একের পর এক ম্যাচ। তারপরে আইপিএলের নেতৃত্ব খোঁয়ানো। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে খেলতে বাধ্য হওয়া। আর আইপিএলে একের পর এক হারে প্লে অফের ওঠার কার্যত পরিসমাপ্তি।

Advertisment

ওয়াংখেড়েতে শুক্রবার খেলতে নামছেন রোহিত শর্মা। আর সেই ম্যাচে নামার আগেই মুম্বইয়ের নেতৃত্ব-ত্যাগ নিয়ে মুখ খুললেন হিটম্যান। ৭২ ঘন্টা আগে টি২০ বিশ্বকাপে ভারতের দলনেতা নির্বাচিত হওয়া রোহিত শর্মা বলে দিয়েছেন, "এটা জীবনের অংশ। সবকিছু নিজের পছন্দ মত হয়না। তবে অভিজ্ঞতাটা খুব ভালো ছিল।"

হার্দিক পান্ডিয়া মুম্বইয়ের অধিনায়ক হওয়ার পর থেকেই রোহিতের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে জল্পনা তুঙ্গে। মুম্বই সমর্থকরা ফ্র্যাঞ্চাইজিকে পাঁচবার চ্যাম্পিয়ন করা নেতার অপসারণ মানতেই পারছেন না। হার্দিককে মাঠে নামলেই নিয়ম করে সমর্থকদের কাছ থেকে টিপ্পনি হজম করতে হচ্ছে। তবে রোহিত বিতর্কিত বিষয় নিয়ে সরাসরি কিছু বলছেন না। স্রেফ জানাচ্ছেন, "অতীতেও নেতা না থাকায় অবস্থায় খেলেছি। বহু অধিনায়কের নেতৃত্বে খেলেছি। আমার কোনও সমস্যা নেই।"

জাতীয় দলে ধোনি, কোহলি, শেওয়াগ একাধিক নেতার অধীনে যেমন খেলেছেন, তেমন আইপিএলের সূচনালগ্ন থেকে গিলক্রিস্ট, হরভজন সিং, রিকি পন্টিংদের মত মহাতারকাদের পেয়েছেন অধিনায়ক হিসেবে।

বিশ্বকাপে রোহিতকে নেতা ঘোষণা করার পর আবার ক্রিকেট মহলের একাংশ থেকে হিটম্যানের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আইপিএলে সেভাবে ফর্মে নেই। এমন অবস্থায় জাতীয় দলের দায়িত্ব অর্পণ করে নির্বাচকরা ভুল করলেন কিনা, তা নিয়ে আলোচনার জন্ম হয়েছে। "এসব নিয়ে আমাদের চলতে হয়। তারপর ক্রিকেটার হিসেবে আমাদের প্রত্যাশা যা তা পূরণ করতে হয়। গত একমাস ধরে সেটাই করার চেষ্টা করেছি।"

Mumbai Indians Hardik Pandya Rohit Sharma IPL IPL 2024
Advertisment