Shah Rukh Khan on Virat Kohli: প্রাক্তন ভারত অধিনায়ক তথা আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবির) প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি 'আমাদের জামাই'। বলিউড বাদশা তথা কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খানের এই মন্তব্যে তোলপাড় হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর মধ্যেই। বর্তমানে আইপিএল চলছে। শাহরুখের দল কেকেআর বেশ ভালো জায়গায় আছে। আর, আরসিবির এখনও ১০ দলীয় টুর্নামেন্টে তালিকার তলানিতে।
কোহলির স্ত্রী অনুষ্কা বলিউড অভিনেত্রী। সেই সূত্রেই কোহলিকে জামাই বলেছেন শাহরুখ। দু'জনে আলাদা দলের প্রতিনিধিত্ব করলেও কোহলির সঙ্গে শাহরুখের সম্পর্ক বরাবরই বেশ ভালো। গত মরশুমে কেকেআর-আরসিবি ম্যাচের পর কোহলির সঙ্গে শাহরুখকে কথা বলতে দেখা গেছে। দু'জনে একসঙ্গে মাঠে নাচের ছন্দও অনুশীলন করছিলেন। এমনটাও ক্যামেরায় ধরা পড়েছে। আর, তারপর এবার কোহলি সম্পর্কে বিরাট (জামাই) কথা শোনা গেল শাহরুখের মুখ থেকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কোহলিকে বলিউড বাদশা 'জামাই' বলেছেন। এই ব্যাপারে কোহলির সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা বলতে গিয়ে শাহরুখ বলেছেন, 'আমি ওঁর সঙ্গে অনেক সময় কাটিয়েছি, আমি ওঁকে বেশ পছন্দ করি। আমরা ওঁকে আমাদের জামাই বলি। একেবারে ভাইয়ের মত। অন্যান্য খেলোয়াড়দের তুলনায় আমি কোহলিকেই বেশি চিনি। আমি বিরাট আর অনুষ্কাকে অনেকদিন ধরে চিনি। ওঁদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। ওঁদের যখন ডেটিং পিরিয়ড চলছিল, তখন আমি অনুষ্কার সঙ্গে ছবির শুটিং করছিলাম। তাই, কোহলিও আমাদের সঙ্গে অনেকগুলো দিন কাটিয়েছেন। আমরা খুব ভালো বন্ধু হয়ে উঠেছিলাম।'
শাহরুখ আরও বলেন, 'আমি ওঁকে (বিরাট কোহলি) পাঠান ছবির টাইটেল গানের সঙ্গে নাচের স্টেপ শিখিয়েছি। তারপর ভারতের একটা ম্যাচে দেখছিলাম যে, ও রবীন্দ্র জাদেজার সঙ্গে ওটা নাচার চেষ্টা করেছিল। ঠিকমতো করতে পারছিল না বলে আমার খারাপ লাগছিল। আমি ওঁকে বলেছিলাম, নাচটা শিখিয়ে দেব। যাতে পরবর্তী বিশ্বকাপ বা অন্যান্য চ্যাম্পিয়নশিপে, এই নাচটা ভালোভাবে নাচতে পারেন। দরকার হলে আমাকে ফোন করবেন, আমি বলে দেব।'
আরও পড়ুন- ভয়ঙ্কর অন্যায় হল! রিঙ্কু বিশ্বকাপে বাদ পড়তেই ফুঁসে উঠলেন এবার ইরফান পাঠান
চলতি মরশুমে শাহরুখকে কেকেআরের ম্যাচগুলোয় স্টেডিয়ামে দেখা যাচ্ছে। নিজের দলের খেলোয়াড়দের পাশাপাশি, বিরোধী দলের খেলোয়াড়দের সঙ্গেও ম্যাচ শেষে শাহরুখকে রীতিমতো কোলাকুলি, করমর্দন করতে দেখা যাচ্ছে। শাহরুখের দল কেকেআর বর্তমানে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে। আর, কোহলির দল আরসিবি ১০ ম্যাচে মাত্র তিনটিতে জিতেছে।
Shah Rukh Khan-Virat Kohli: কোহলি আমাদের জামাই! শাহরুখের ঢেউ তোলা মন্তব্য তোলপাড় ফেলল IPL-এর মধ্যেই
Virat Kohli bollywood daamad: গত মরশুমে কেকেআর-আরসিবি ম্যাচের পর কোহলির সঙ্গে শাহরুখকে কথা বলতে দেখা গেছে। দু'জনে একসঙ্গে মাঠে নাচের ছন্দও অনুশীলন করছিলেন।
Follow Us
Shah Rukh Khan on Virat Kohli: প্রাক্তন ভারত অধিনায়ক তথা আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবির) প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি 'আমাদের জামাই'। বলিউড বাদশা তথা কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খানের এই মন্তব্যে তোলপাড় হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর মধ্যেই। বর্তমানে আইপিএল চলছে। শাহরুখের দল কেকেআর বেশ ভালো জায়গায় আছে। আর, আরসিবির এখনও ১০ দলীয় টুর্নামেন্টে তালিকার তলানিতে।
কোহলির স্ত্রী অনুষ্কা বলিউড অভিনেত্রী। সেই সূত্রেই কোহলিকে জামাই বলেছেন শাহরুখ। দু'জনে আলাদা দলের প্রতিনিধিত্ব করলেও কোহলির সঙ্গে শাহরুখের সম্পর্ক বরাবরই বেশ ভালো। গত মরশুমে কেকেআর-আরসিবি ম্যাচের পর কোহলির সঙ্গে শাহরুখকে কথা বলতে দেখা গেছে। দু'জনে একসঙ্গে মাঠে নাচের ছন্দও অনুশীলন করছিলেন। এমনটাও ক্যামেরায় ধরা পড়েছে। আর, তারপর এবার কোহলি সম্পর্কে বিরাট (জামাই) কথা শোনা গেল শাহরুখের মুখ থেকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কোহলিকে বলিউড বাদশা 'জামাই' বলেছেন। এই ব্যাপারে কোহলির সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা বলতে গিয়ে শাহরুখ বলেছেন, 'আমি ওঁর সঙ্গে অনেক সময় কাটিয়েছি, আমি ওঁকে বেশ পছন্দ করি। আমরা ওঁকে আমাদের জামাই বলি। একেবারে ভাইয়ের মত। অন্যান্য খেলোয়াড়দের তুলনায় আমি কোহলিকেই বেশি চিনি। আমি বিরাট আর অনুষ্কাকে অনেকদিন ধরে চিনি। ওঁদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। ওঁদের যখন ডেটিং পিরিয়ড চলছিল, তখন আমি অনুষ্কার সঙ্গে ছবির শুটিং করছিলাম। তাই, কোহলিও আমাদের সঙ্গে অনেকগুলো দিন কাটিয়েছেন। আমরা খুব ভালো বন্ধু হয়ে উঠেছিলাম।'
শাহরুখ আরও বলেন, 'আমি ওঁকে (বিরাট কোহলি) পাঠান ছবির টাইটেল গানের সঙ্গে নাচের স্টেপ শিখিয়েছি। তারপর ভারতের একটা ম্যাচে দেখছিলাম যে, ও রবীন্দ্র জাদেজার সঙ্গে ওটা নাচার চেষ্টা করেছিল। ঠিকমতো করতে পারছিল না বলে আমার খারাপ লাগছিল। আমি ওঁকে বলেছিলাম, নাচটা শিখিয়ে দেব। যাতে পরবর্তী বিশ্বকাপ বা অন্যান্য চ্যাম্পিয়নশিপে, এই নাচটা ভালোভাবে নাচতে পারেন। দরকার হলে আমাকে ফোন করবেন, আমি বলে দেব।'
আরও পড়ুন- ভয়ঙ্কর অন্যায় হল! রিঙ্কু বিশ্বকাপে বাদ পড়তেই ফুঁসে উঠলেন এবার ইরফান পাঠান
চলতি মরশুমে শাহরুখকে কেকেআরের ম্যাচগুলোয় স্টেডিয়ামে দেখা যাচ্ছে। নিজের দলের খেলোয়াড়দের পাশাপাশি, বিরোধী দলের খেলোয়াড়দের সঙ্গেও ম্যাচ শেষে শাহরুখকে রীতিমতো কোলাকুলি, করমর্দন করতে দেখা যাচ্ছে। শাহরুখের দল কেকেআর বর্তমানে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে। আর, কোহলির দল আরসিবি ১০ ম্যাচে মাত্র তিনটিতে জিতেছে।