Shah Rukh Khan bats for Rinku Singh in t20 World Cup squad: রিঙ্কুকে বিশ্বকাপ দলে নেওয়া হোক। ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে এমনই আর্জি জানালেন কেকেআর দলের মালিক শাহরুখ খান। তাঁর দাবি, সেটাই তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হবে। রিঙ্কুর সঙ্গে শাহরুখের সম্পর্ক বরাবরই ভালো। বাধার বেড়া টপকে রিঙ্কু যেভাবে সাফল্যের পথে হেঁটেছেন, তাতে শাহরুখ রীতিমতো উজ্জ্বীবিত।
কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক শাহরুখের ছেলের সঙ্গেও রিঙ্কুকে খেলতে দেখা গিয়েছে। পাশাপাশি, রিঙ্কু এবং শাহরুখকে বহুবার একসঙ্গে দেখা গিয়েছে। রিঙ্কুকে সঙ্গে নিয়েই মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের জন্য কলকাতা ছেড়েছেন বলিউড বাদশা। সেই রিঙ্কুই আসন্ন টি-২০ বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াডে জায়গা পাননি। তাঁকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে। যাতে রিঙ্কু রীতিমতো ভেঙে পড়েছেন। আর, প্রাক্তন তারকারাও অভিযোগ করেছেন যে, রিঙ্কুর প্রতি বৈষম্য বা অন্যায় করা হয়েছে। এই পরিস্থিতিতেই রিঙ্কু সিংয়ের পাশে দাঁড়িয়ে মুখ খুললেন বলিউডের কিং খান। অতীতে তিনি বলেছেন যে রিঙ্কুকে জাতীয় দলে দেখতে চান। এবার তার থেকে এককদম এগিয়ে সরাসরি রিঙ্কুকে বিশ্বকাপ দলে নেওয়ার আর্জিও জানালেন।
আইপিএল ২০২৩-এ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের শেষ ওভারের জয়ের সময় রিঙ্কু টানা পাঁচটি ছক্কা মেরেছিলেন। তারপর থেকে দেশের ক্রিকেটভক্ত এবং বিসিসিআই নির্বাচকদের চোখে পড়েছেন রিঙ্কু সিং। গত আইপিএলে তিনি ৪৭৪ রান করেছিলেন। আর, গত মরশুমেই তাঁর ভারতীয় দলে অভিষেক হয়েছিল। ১৫টি-১০ ম্যাচের মধ্যে ১১টিতে ফিনিশার হিসেবে নেমে রিঙ্কুর স্ট্রাইক রেট ১৭৬ প্লাস।
আর, সেই কারণেই রিঙ্কুকে নিয়ে শাহরুখের বিরাট আশা। সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'রিঙ্কুর মত অসাধারণ খেলোয়াড়রা দেশের জন্য খেলছেন। আমি, সত্যিই রিঙ্কুর বিশ্বকাপ দলে ডাক পাওয়ার অপেক্ষায় আছি। অনেকেই হয়তো যোগ্য। কিন্তু, আমার ব্যক্তিগত ইচ্ছা যে রিঙ্কু সেখানে ডাক পাক। ও ডাক পেলে আমি খুশি হব। সেটাই আমার সর্বোচ্চ প্রাপ্তিও হবে।'
চলতি আইপিএলে রিঙ্কু বিরাট কিছু করে দেখানোর সুযোগ পাননি। কেকেআরের হয়ে ওপেনার ফিল সল্ট এবং সুনীল নারিনই যাবতীয় কাজ করেছেন। অভিষেক মরশুমে আলিগড়ে হার্ড হিটার জাতীয় দলের হয়ে ৩৫৬ রান করেছেন। সাতটি ম্যাচে অপরাজিত ছিলেন। চাপের পরিস্থিতিতে ধোনির মতই তাঁর শান্ত থাকার আশ্চর্য ক্ষমতা রয়েছে বলেই ক্রিকেট বিশেষজ্ঞদের দাবি।
আরও পড়ুন- ওঁর বুক ভেঙে গিয়েছে! ভারতীয় দলে অন্যায়ের পর মুখ খুললেন রিঙ্কু সিংয়ের বাবা
শাহরুখ জানিয়েছেন, রিঙ্কু খুব নীচুতলা থেকে উঠে এসেছেন। তাঁর বাবা এলপিজি গ্যাসের ডেলিভারিম্যান। ঝাড়ুদার হিসেবে রিঙ্কু চাকরির প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু, ক্রিকেটের প্রতি ভালোবাসা তাঁকে ক্রিজে টেনে এনেছে। সেই প্রসঙ্গে শাহরুখ বলেন, 'এই ধরনের ছেলেদের খেলতে দেখলে আমার মনে ক্রীড়াবিদ সত্ত্বা জেগে ওঠে। বিশেষ করে রিঙ্কু সিং আর নীতীশ রানার মত খেলোয়াড়দের মধ্যে আমি নিজেকে দেখতে পাই। তাঁরা যখন ভালো পারফর্ম করে, আমার সত্যিই ভালো লাগে।'