Advertisment

MS Dhoni-Shivam Dube: বরাবরের ফ্লপ দুবে CSK-তে এত বিধ্বংসী কীভাবে, ধোনি-ম্যাজিকের ইঙ্গিত কিংবদন্তির

Shivam Dube Improvement: মঙ্গলবার গুজরাট টাইটানসের বিরুদ্ধে ২৩ বলে ৫১ রান করে সিএসকেকে ৬৩ রানে জয়ী করেছেন শিবম। হয়েছেন, 'প্লেয়ার অফ দ্য ম্যাচ'। তাঁর এই ভোলবদলে ধোনি ম্যাজিক খুঁজে পেয়েছেন অনেকেই। মঙ্গলবারের ম্যাচের পরেই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় দুবের এই উন্নতিতে এমএস ধোনির ভূমিকার প্রকাশ করেছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Dhoni Transform Shivam Dubey: মহেন্দ্র সিং ধোনি, শিবম দুবে, সিএসকে

MSD-shivam Dube: দুবের বদলে যাওয়ার নেপথ্যে ধোনি, বলছেন এবিডি (টুইটার)

Dhoni Transform Shivam Dubey: বরাবরের ফ্লপ। ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে শুরু করেছিলেন আইপিএল কেরিয়ার। বিরাট কোহলির নেতৃত্বাধীন ফ্যাঞ্চাইজির হয়ে দুই মরশুমে খেলেছেন। কিন্তু, ১৫ ম্যাচে ১২২ স্ট্রাইক রেটে করেছিলেন মাত্র ১৬৯। সেই শিবম দুবেই যেন চেন্নাই সুপার কিংসে (সিএসকে) এসে আমূল বদলে গিয়েছেন।

Advertisment

মঙ্গলবার গুজরাট টাইটানসের বিরুদ্ধে ২৩ বলে ৫১ রান করে সিএসকেকে ৬৩ রানে জয়ী করেছেন শিবম। হয়েছেন, 'প্লেয়ার অফ দ্য ম্যাচ'। তাঁর এই ভোলবদলে ধোনি ম্যাজিক খুঁজে পেয়েছেন অনেকেই। মঙ্গলবারের ম্যাচের পরেই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় দুবের এই উন্নতিতে এমএস ধোনির ভূমিকার প্রকাশ করেছিলেন।

একই কথা শোনা গিয়েছে আরসিবি কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের গলাতেও। তিনি স্পষ্টই জানিয়েছেন যে 'ধোনি এবং সিএসকে'র ম্যাজিক রেসিপি'র অংশ শিবম দুবে। ডি ভিলিয়ার্স জানান, এই ম্যাজিক রেসিপির জন্যই চেন্নাইয়ের সঙ্গে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর আকাশ-পাতাল তফাত।

ডি ভিলিয়ার্সের কথায়, 'আমি আরসিবিতে দুবের সঙ্গে সময় কাটিয়েছি। সিএসকে-তে ওকে এভাবে জ্বলে উঠতে দেখে আমি একেবারে চমকে গেছি। আরসিবি ড্রেসিংরুমে ও কখনও মুক্ত পরিবেশ পায়নি। বেশ লাজুক ছিল। খুব পরিশ্রম করত। অনেক প্রশ্নও করত। ওখান থেকে অনেক কিছুই শিখেছে। কিন্তু কখনও স্বাচ্ছন্দ্য বোধ করেনি। দুবে সিএসকে-তে একেবারে মুক্ত পরিবেশে থাকে। এমএসডি (ধোনি), রুতুরাজ গায়কোয়াড়, স্টিফেন ফ্লেমিংরা সিএসকেতে এই মুক্ত পরিবেশের ম্যাজিক রেসিপিটা বানিয়েছে। যেখানে, নতুন খেলোয়াড়রা এসেও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে।'

শুধু রুতুরাজ বা ডি ভিলিয়ার্সই না। দুবে নিজেও স্বীকার করেছেন, কীভাবে ধোনি তাঁর মধ্যে একটা সাহস এনে দিয়েছে। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ পুরস্কার জেতার পর শিবম দুবে বলেন, 'এই ফ্র্যাঞ্চাইজি (সিএসকে) অন্যদের থেকে আলাদা। ওরা আমাকে স্বাধীনতা দিচ্ছে। ওরা চায় আমি আরও ভালো খেলি। আমিও আরও বেশি করে ম্যাচ জিততে চাই।'

চেন্নাই অধিনায়ক রুতুরাজের কথায়, 'শুধু আত্মবিশ্বাস। ও যখন এখানে আসে, টিম ম্যানেজমেন্ট পাশে দাঁড়িয়েছে। মাহি ভাই নিজে ওঁকে নানা সাহায্য করছে। ও জানে, ওকে এখানে কী করতে হবে। কোন বোলারকে ভালো খেলতে হবে। এটাই আমাদের একটা বড় প্লাস পয়েন্ট।'

আরও পড়ুন- একই সঙ্গে ‘দুই নেতার’ নির্দেশ! CSK-তে ধোনি-রুতুরাজকে নিয়ে চরম জটিলতায় দীপক চাহার

একইসুরে, শিবম দুবের অগ্রগতিতে ধোনির প্রশংসা করেছেন চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসিও। তিনি বলেন, 'শর্ট বল কীভাবে খেলতে হবে, সেটা ঠিক করতে দুবে অক্লান্ত পরিশ্রম করেছে। এই জন্য ওকে কৃতিত্ব দিতেই হবে। ওকে হ্যাটস অফ যে, ও এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে খেলছে। স্পিন ও বরাবরই ভালোই খেলত। সেই জন্য দলগুলো আগে ওকে শর্ট বল দিত। আর, ও সেগুলোকে এড়িয়ে যেত। এখন ও যে শুধু শর্ট বলটা ভালো খেলে, তা-ই নয়। বাউন্ডারিতেও পাঠিয়ে দেয়। এটা বিরাট ব্যাপার।'

RCB Chennai Super Kings CSK MS DHONI Mahendra Sing Dhoni IPL IPL 2024
Advertisment