Advertisment

BCB IPL NOC: মুস্তাফিজে 'না', সাকিবে 'হ্যাঁ'! বিসিবির দু-মুখো নীতিতে ক্ষোভের আগুন দাউদাউ, জড়িয়ে গেল আইপিএল-ও

Shakib Al Hasan DPL NOC: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের গুরুত্বপূর্ণ খেলোয়াড় মুস্তাফিজুর রহমান। তাঁকে ১ মে পর্যন্ত আইপিএলে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে তারা ৩০ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দিয়েছিল। চেন্নাই সুপার কিংস এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অনেক বলেকয়ে সেই অনুমতি আরও একদিন বাড়িয়ে ১ মে করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mustafizur Rahman, Shakib Al Hasan

Mustafizur Rahman-Shakib Al Hasan: মুস্তাফিজ না পেলেও শাকিব ছাড়পত্র পেয়েছে। (ছবি- টুইটার)

BCB Hypocrisy, IPL 2024: মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলতে না-পারলেও বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান ডিপিএলে খেললে কোনও আপত্তি নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-র। এই তথ্য ফাঁস হওয়ার পরই ফাঁস হয়ে গিয়েছে বিসিবির ভারত বিরোধিতা এবং ভন্ডামি।

Advertisment

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের গুরুত্বপূর্ণ খেলোয়াড় মুস্তাফিজুর রহমান। তাঁকে ১ মে পর্যন্ত আইপিএলে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে তারা ৩০ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দিয়েছিল। চেন্নাই সুপার কিংস এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অনেক বলেকয়ে সেই অনুমতি আরও একদিন বাড়িয়ে ১মে করেছে। ২ মে বাংলাদেশ ফিরে যাবেন মুস্তাফিজুর। ৩ মে তাঁর জিম্বাবোয়ে সফরে অংশ নেওয়ার কথা।

এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা জালাল ইউনুস বলেছেন, 'আইপিএল থেকে মুস্তাফিজের ফিরে আসার মানে এই নয় যে সে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলবে। আমরা কেবল ওঁর কাজের চাপ কমাব। ও দলের সঙ্গে সফর করবে। তাতে খেলোয়াড়দের সঙ্গে ওঁর বোঝাপড়ায় সুবিধা করবে। ওঁকে মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হবে। ওখানে আমরা মে মাসে তিনটে টি-২০ ম্যাচ খেলব।'

পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবোয়ে। বিসিবি চায় পেস বোলার মুস্তাফিজুর জিম্বাবোয়ের সঙ্গে ম্যাচের পাশাপাশি টি-২০ বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকুক। এই প্রস্তুতির জন্য মুস্তাফিজুরের ফিট থাকা জরুরি। এমনটাই জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তা জালাল ইউনুস। আইপিএল শেষের পরই জুনে ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকায় শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ।

এই ব্যাপারে জালাল বলেছেন, 'আইপিএলে খেলা মুস্তাফিজের জন্য কতটা ভালো? আমার মনে হয় না আইপিএল থেকে ওঁর কিছু শেখার আছে। ওঁর শেখার সময় শেষ হয়ে গেছে। বরং, আইপিএলের খেলোয়াড়রাই মুস্তাফিজের কাছ থেকে শিখতে পারে। মুস্তাফিজের আইপিএল খেলায় বাংলাদেশের কোনও লাভ হবে না। চার ওভার মাত্র বল করতে পাচ্ছে। আর ওরা ওঁকে ১০০ শতাংশ নিংড়ে নিচ্ছে। ওঁর ফিটনেস নিয়েই এখন আমাদের চিন্তাটা বেশি।'

আরও পড়ুন- কেকেআর সংসারে নতুন রহস্য স্পিনার, কাঁপাবেন IPL! লিগের মাঝপথেই ঝড় তুলল নাইটদের ছোট্ট ভিডিও

Shakib Al Hasan NOC: মুস্তাফিজের ব্যাপারে বাংলাদেশ এতটা কড়া হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, ঢাকা প্রিমিয়ার লিগ বা ডিপিএলের জন্য তারা সাকিব আল হাসানকে ছেড়ে দেবে। সাকিব ঢাকার ধানমন্ডির শেখ জামাল ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলছেন। সেই ব্যাপারে বিসিবি কর্তা জালাল বলেছেন, 'আমি যতটা জানি, তা হল- সাকিব আল হাসান চট্টগ্রামে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে পারবে না। কারণ, ও তখন সুপার লিগে খেলবে।'

Bangladesh Chennai Super Kings CSK IPL IPL 2024
Advertisment