Advertisment

Rohit Sharma News: মুম্বইয়ে দলের সঙ্গেই থাকছেন না রোহিত! ঝড় তোলা কেলেঙ্কারি বেরিয়ে এল চ্যাম্পিয়ন দলের অন্দরমহল থেকে

MI Home Matches: এই আইপিএলে রোহিত রীতিমতো ফর্মেই আছেন। মুম্বইয়ের মাঠে, চেন্নাইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন। যদি, ম্যাচটা মুম্বই জিততে পারেনি। কিন্তু, হলে হবে কী! সাম্প্রতিক বছরগুলোয় রোহিতের স্ট্রাইকিং রেট ১৬৭-এরও বেশি। যা আসন্ন টি-২০ বিশ্বকাপের সময় ভারতীয় দলের কাজে লাগবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma, Mumbai Indians

Rohit Sharma-Mumbai Indians: হার্দিক অধিনায়ক হওয়ার পর থেকেই রোহিতের সঙ্গে মুম্বইয়ের দূরত্ব বেড়েছে। (ছবি- টুইটার)

Rohit Sharma, IPL 2024: হার্দিক পান্ডিয়া মুম্বইয়ের অধিনায়ক হওয়ার পর থেকে এই ফ্র্যাঞ্চাইজি টিমের সঙ্গে দূরত্ব বেড়েছিল রোহিত শর্মার। এবার সামনে এল আরও বড় কেলেঙ্কারি। জানা গিয়েছে, হোম ম্যাচের ক্ষেত্রে দলের সঙ্গে এক হোটেলে থাকছেন না মুম্বইয়ের অপসারিত অধিনায়ক। আর তাতেই প্রশ্ন উঠেছে, তাহলে রোহিত থাকছেন কোথায়? রোহিত থাকছেন পরিবারের সঙ্গে তাঁর মুম্বইয়ের বাসায়।

Advertisment

এই তথ্য অন্য কেউ নন। খোদ রোহিতই ফাঁস করেছেন। পডকাস্ট, 'ক্লাব প্রেইরি ফায়ার'-এ তিনি বলেছেন, 'আমি ইদানিং হাতে অনেকটাই সময় পাচ্ছি। সেই সময়টা পরিবারের সঙ্গে কাটাচ্ছি। মানে বাড়িতে থাকছি। কারণ, গত চারটে ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্স ওয়াংখেড়েতেই খেলেছে। তখন আমি বাড়িতেই থেকেছি। শুধু টিম মিটিংয়ের আগে গেছি। এটা একটু অন্যরকম মনে হতে পারে। কিন্তু, ব্যাপারটা বেশ ভালো।'

এই আইপিএলে রোহিত রীতিমতো ফর্মেই আছেন। মুম্বইয়ের মাঠে, চেন্নাইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন। যদি, ম্যাচটা মুম্বই জিততে পারেনি। কিন্তু, হলে হবে কী! সাম্প্রতিক বছরগুলোয় রোহিতের স্ট্রাইকিং রেট ১৬৭-এরও বেশি। যা আসন্ন টি-২০ বিশ্বকাপের সময় ভারতীয় দলের কাজে লাগবে।

বৃহস্পতিবার রোহিত, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁর ২৫০তম ম্যাচ খেলেছেন। আইপিএলের পরিসংখ্যান বলছে, মহেন্দ্র সিং ধোনির পর এই প্রথম কেউ আইপিএলে ২৫০ ম্যাচ খেলছেন। ইতিমধ্যেই আইপিএল টিমের অধিনায়ক হিসেবে রোহিত ধোনিকে ধরে ফেলেছেন। ধোনির নেতৃত্বে চেন্নাই পাঁচবার আইপিএল জিতেছে। তেমনই রোহিতের নেতৃত্বেও মুম্বই পাঁচবার আইপিএল জিতেছে। শুধু তাই নয়, রোহিতকে এবার যেমন মুম্বই অপসারণ করেছে। ধোনিকেও চেন্নাই অধিনায়ক পদ থেকে সরিয়ে দিয়েছে।

আরও পড়ুন- রোহিত-কোহলিই প্রথম দুই শিকার! ঘাতক পেসারকে নিয়ে আইপিএলে ঝড় তুলে দিল ধোনির চেন্নাই

প্রাক্তন অধিনায়কের ২৫০তম আইপিএল ম্যাচের রাতে, বৃহস্পতিবারও মুম্বই জিতেছে। মোল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হারিয়েছে পঞ্জাব কিংস দলকে। এবারই শুধু নয়। আইপিএলে রোহিতের পারফরম্যান্স বরাবরই ধারাবাহিক। ২৪৯টি আইপিএল ম্যাচে রোহিত করেছেন ৬,৪৭২ রান। ৪২টি অর্ধশতক আছে। ঝুলিতে আছে দুটি শতরানও।

তবে, রোহিতের এভাবে দলের সঙ্গে না থাকাটা অনেকেই মেনে নিতে পারছেন না। অনেক নেটিজেনই প্রশ্ন তুলেছেন, রোহিত কি তাহলে নিজেকে মুম্বই দলে ব্রাত্য মনে করছেন? অধিনায়কত্ব থেকে সরে যাওয়ায় তাঁর কাজ কমে গিয়েছে। তার জেরেই তিনি দলের চেয়েও পরিবারকে বেশি সময় দিচ্ছেন। এমনিতেই মুম্বই শিবিরে অনৈক্যের অভিযোগ বারবার উঠেছে। দলের মধ্যে রোহিত গোষ্ঠীর সঙ্গে পান্ডিয়া গোষ্ঠীর বিভেদেই মুম্বইয়ের পারফরম্যান্স খারাপ হচ্ছে বলে অনেক বিশেষজ্ঞই অভিযোগ করেছেন। সেই পরিস্থিতিতেই রোহিতেই টিম হোটেলে না থাকার কথা প্রকাশ্যে এল।

IPL Mumbai Indians IPL 2024 Rohit Sharma
Advertisment