Advertisment

IPL 2024: IPL শুরুর আগেই ICC-র ধাক্কা! নিষিদ্ধ সানরাইজার্স হায়দরাবাদের বিদেশি, ব্যাপক আনন্দ বাংলাদেশে

Wanindu Hasaranga IPL participation for Sunrisers Hyderabad : চার সাসপেনশন পয়েন্ট যোগ হওয়ার অর্থ চারটে ওয়ানডে/টি২০ অথবা দুটো টেস্টে অংশ নিতে পারবেন না তিনি। আন্তর্জাতিক সূচি অনুযায়ী সংশ্লিস্ট দেশের যে ম্যাচ আগে পড়বে নিয়মভঙ্গকারী ক্রিকেটারের উপর সেই নিষেধাজ্ঞা বলবৎ হবে। হাসারাঙ্গা যদি বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে অংশ নেন, তাহলে টি২০ বিশ্বকাপের প্ৰথম চার ম্যাচ তাঁকে বাইরে থাকতে হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL, Sunrisers Hyderabad, SRH, Bangladesh Cricket

Sunrisers Hyderabad in IPL: আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ (টুইটার)

Bangladesh vs Sri Lanka test series: শুক্রবার থেকেই সিলেটে শুরু হচ্ছে শ্রীলঙ্কার দুই ম্যাচের টেস্ট সিরিজ। বাংলাদেশের বিপক্ষে। তবে দুই ম্যাচেই খেলতে পারবেন না তারকা লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

Advertisment

তৃতীয় ওয়ানডে চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন। ৩৭তম ওভারে হাসারাঙ্গা নাকি আম্পায়ারকে ব্যঙ্গ করেন। এমনটাই জানিয়েছে আইসিসি। তারপরেই হাসারাঙ্গাকে আইসিসির তরফে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়। নামের সঙ্গে পাঁচ ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়।

আইসিসি নিজেদের বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে আইসিসির শৃঙ্খলাভঙ্গ করেছেন আর্টিকেল ২.৮ ধারা অনুযায়ী। গত মাসের ডাম্বুলায় আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি২০ চলাকালীন একইভাবে শৃঙ্খলাভঙ্গ করে ইতিমধ্যেই তাঁর নামের পাশে তিনটে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছিল। সেই কারণে বাংলাদেশের বিরুদ্ধে দুটো টি২০ ম্যাচেও খেলা হয়নি তারকার।

আরও পড়ুন- গম্ভীরের বায়নাক্কা সহ্য করে নিয়েছেন শাহরুখ! IPL শুরুর আগেই নাইটদের সম্পর্কের সমীকরণ প্রকাশ্যে

চার সাসপেনশন পয়েন্ট যোগ হওয়ার অর্থ চারটে ওয়ানডে/টি২০ অথবা দুটো টেস্টে অংশ নিতে পারবেন না তিনি। আন্তর্জাতিক সূচি অনুযায়ী সংশ্লিস্ট দেশের যে ম্যাচ আগে পড়বে নিয়মভঙ্গকারী ক্রিকেটারের উপর সেই নিষেধাজ্ঞা বলবৎ হবে। হাসারাঙ্গা যদি বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে অংশ নেন, তাহলে টি২০ বিশ্বকাপের প্ৰথম চার ম্যাচ তাঁকে বাইরে থাকতে হবে।

হাসারাঙ্গার সঙ্গেই আইসিসির শাস্তির কবলে কুশল মেন্ডিস। ওয়ানডে সিরিজ শেষের পর কুশল মেন্ডিস আম্পায়ারদের সঙ্গে করমর্দনের সময় কুকথা বলেছিলেন। সেই জন্যই শাস্তির খাড়া নেমে এল তাঁর ওপর।

আর হাসারাঙ্গা আন্তর্জাতিক ক্রিকেটে সাসপেন্ড হওয়ায় আইপিএলের প্ৰথম থেকেই হায়দরাবাদের হয়ে খেলতে পারবেন। টেস্টে খেললে আইপিএলের প্ৰথম কয়েকটি ম্যাচ মিস করতেন তিনি। তবে এবার সাসপেন্ড হওয়ায় আইপিএলের সেই দরজা খুলে গেল তাঁর। লাভ হল সানরাইজার্স হায়দরাবাদের।

আইপিএলের প্ৰথম ম্যাচে হায়দরাবাদ খেলবে কেকেআরের বিপক্ষে ইডেন গার্ডেন্স-এ। মার্চের ২৭ তারিখে অরেঞ্জ বাহিনী লিগের দ্বিতীয় ম্যাচে নামবে মুম্বই ইন্ডিয়ান্স-এর বিপক্ষে। ৩১ মার্চ হায়দরাবাদ তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে গুজরাট টাইটান্স-এর বিপক্ষে, আহমেদাবাদে।

IPL Sri Lanka Sunrisers Hyderabad Bangladesh Cricket ICC Bangladesh Cricket Team
Advertisment