Advertisment

Narine Retirement: কেকেআরের বিধ্বংসী সুপারস্টার নেই টি২০ বিশ্বকাপে! অবসর না ভাঙার সিদ্ধান্তেই মন ভাঙলেন ক্রিকেটবিশ্বের

Sunil Narine decision for t20 World cup: নারিন বলেছেন যে তাঁকে অবসর ভাঙার অনুরোধ করায় তিনি কৃতজ্ঞ। তবে, তিনি সিদ্ধান্ত ভেবেচিন্তেই নিয়েছেন। বাইরে থেকেই নিজের দেশের দলকে সমর্থন করবেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
KKR, Sunil Narine

KKR-Sunil Narine: নারিন গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। (ছবি- আইপিএল ওয়েবসাইট)

Sunil Narine performance in IPL 2024: কেকেআরের বিধ্বংসী সুপারস্টার সুনীল নারিন টি২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলে নেই! অবসর না ভাঙার সিদ্ধান্তে অনড়ই থাকলেন সুনীল। তাঁর এই সিদ্ধান্তে মন ভাঙল ক্রিকেট বিশ্বের। চলতি বছরের জুনে আসন্ন টি-২০ বিশ্বকাপ। তার মধ্যেই নারিন ২৩ এপ্রিল, মঙ্গলবার প্রকাশ করা দীর্ঘ বিবৃতিতে তাঁর অবসরের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছেন।

Advertisment

কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড় সুনীল নারিন চলতি আইপিএল মরশুমে দুর্দান্ত ফর্মে আছেন। গত বছরের শেষের দিকে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু, এই মরশুমে তাঁর পারফরম্যান্স নজর কাড়ায়, অনেকেই চাইছিলেন নারিন অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসুন। কিন্তু, ভক্তদের সেই ইচ্ছা পূরণ করলেন না কেকেআর ক্রিকেটার।

এই ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোভম্যান পাওয়েল জানিয়েছেন, তিনি নারিনকে একবছর ধরে অবসর ভাঙার অনুরোধ করছেন। কিন্তু, তাঁকে রাজি করাতে পারেননি। তারমধ্যেই নারিন মঙ্গলবার তাঁর দীর্ঘ ইনস্টাগ্রাম বিবৃতিতে অবসর প্রসঙ্গে মুখ খুলেছেন। নারিন বলেছেন যে তাঁকে অবসর ভাঙার অনুরোধ করায় তিনি কৃতজ্ঞ। তবে, তিনি সিদ্ধান্ত ভেবেচিন্তেই নিয়েছেন। বাইরে থেকেই নিজের দেশের দলকে সমর্থন করবেন।

অনুরাগীদের উদ্দেশ্যে নারিন বলেছেন, 'আমি আশা করি, আপনারা আমার সিদ্ধান্তকে খোলা মনেই গ্রহণ করবেন। আমি সত্যিই খুশি যে সম্প্রতি আমার পারফরম্যান্স দেখে অনেকই আমাকে অবসর থেকে বেরিয়ে আসতে অনুরোধ করছেন। আসন্ন টি-২০ বিশ্বকাপে দেশের হয়ে খেলতে বলছেন। এই অনুরোধ আমাকে অনুপ্রাণিত করেছে। কিন্তু, আমি সবদিক ভেবেচিন্তেই যাবতীয় সিদ্ধান্ত নিয়েছি। তাই, সেই সিদ্ধান্ত পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। তবে, যাঁরা জুনে ওয়েস্ট ইন্ডিজের হয়ে নামবেন, আমি তাঁদের সমর্থন করব। এই ছেলেরা গত কয়েক মাসে প্রচণ্ড পরিশ্রম করছেন। তাই দলে সুযোগ পাওয়াটা তাঁদের অধিকারের মধ্যেই পড়ে। আমার মনে হয়, তাদের ট্রফি জয়ের ক্ষমতা আছে। সেজন্য তাঁদের আগাম অভিনন্দন জানাই।'

আরও পড়ুন- কোহলির বিরুদ্ধে ব্যবস্থা নিল বোর্ড! ছাড়া হবে না মহাতারকাকে, ঠিক করে ফেললেন জয় শাহরা

এবারের আইপিএলে কেকেআর-এর হয় ব্যাটিং ওপেন করছেন নারিন। ৭ ম্যাচে ১৭৬.৫৪ স্ট্রাইক-রেটে তিনি ২৮৬ রান করেছেন। বল হাতে, ৯ উইকেট নিয়েছেন। যা কেকেআরকে আইপিএল ট্রফিতে পয়েন্ট টেবিলে এখনও পর্যন্ত দ্বিতীয় স্থান ধরে রাখতে সাহায্য করছে।

IPL KKR West Indies Kolkata Knight Riders IPL 2024
Advertisment