Advertisment

IPL-এ উইকেট নিয়ে ঝলক শুরু অর্জুনের! মুম্বইয়ের সামনে দাঁড়াতেই পারল না হায়দরাবাদ

Mumbai Indians vs Sunrisers Hyderabad Match Report: IPL-এ প্ৰথম উইকেট অর্জুনের! মুম্বইয়ের কাছে উড়ে গেল হায়দরাবাদ

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

IPL 2023, MI vs SRH Match Report in Bangla:

Advertisment

মুম্বই ইন্ডিয়ান্স: ১৯২/৫
সানরাইজার্স হায়দরাবাদ: ১৭৮/১০

পারল না হায়দরাবাদ। রাজীব গান্ধী স্টেডিয়ামে ঘরের মাঠে হায়দরাবাদ মুম্বইয়ের কাছে হেরে বসল রানে। রোহিতদের ১৯৩ রানের টার্গেট চেজ করে হায়দরাবাদ পুরো ২০ ওভার খেলার আগেই খতম ১৭৮ রানে। মুম্বইয়ের জয় এল ১৪ রানে।

হায়দরাবাদ ইনিংসের শুরুর দিকে ধাক্কা দিয়ে যান জেসন বেহরনডর্ফ। ইডেন গার্ডেন্সে ঝড় তোলা হ্যারি ব্রুক এবং রাহুল ত্রিপাঠিকে পরপর দু-ওভারে ঝটকা দিয়েছিলেন অজি সিমার। জোড়া উইকেট হারানোর পর আইডেন মারক্রাম এবং মায়াঙ্ক আগারওয়ালের ব্যাটে ভর করে দুর্ধর্ষভাবে ম্যাচে কামব্যাক করে নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি।

তৃতীয় উইকেটে দুজনে ৪৬ রান যোগ করে দারুণভাবে টানছিলেন দলকে। তবে ক্যামেরন গ্রিন ব্রেকথ্রু দিয়ে যান হায়দরাবাদ ক্যাপ্টেনকে আউট করে। মারক্রাম ফিরে যাওয়ার পরে ওভারেই পীযূষ চাওলা অভিষেক শর্মাকে ফিরিয়ে দেন। ৭২/৪ হয়ে গিয়ে কার্যত দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল হায়দরাবাদের। সেখান থেকেই ফের একবার অরেঞ্জ আর্মিরা ম্যাচে ফেরে হেনরিখ ক্লাসেনের ১৬ বলে ৩৬ রানের ঝড়ে ভর করে। হেনরিখ ক্লাসেন ফিরে যাওয়ার পর হায়দরাবাদ নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে শেষমেশ ম্যাচ থেকে ছিটকে যায়।

জেসন বেহরনডর্ফ, রাইলি মেরেডিথ দুজনেই দুটো করে উইকেট দখল করেন মুম্বইয়ের হয়ে। অর্জুন তেন্ডুলকর মঙ্গলবার আইপিএল কেরিয়ারে প্ৰথম উইকেট তুললেন ভুবনেশ্বর কুমারকে আউট করে। কেকেআরের বিপক্ষে ২ ওভার বল করে ১৭ রান খরচ করেছিলেন অর্জুন। হায়দরাবাদের বিরুদ্ধে সেই পরিসংখ্যান আরও উন্নত। ২.৫ ওভার বোলিং করে মাত্র ১৮ রানের বিনিময়ে তুললেন হায়দরাবাদ ইনিংসের শেষ উইকেট। অফস্ট্যাম্পের বাইরে ফুল লেংথের বল করেছিলেন অর্জুন। স্লগিং করতে গিয়ে এক্সট্রা কভারে ক্যাচ তুলে দেন। রোহিত নিতে যা বিন্দুমাত্র ভুল করেননি।

শেষ ওভারে জয়ের জন্য হায়দরাবাদের টার্গেট ছিল ২০ রানের। সেই রান ডিফেন্ড করার জন্য অর্জুনের হাতে বল তুলে দেন ক্যাপ্টেন রোহিত। ক্রিজে ছিলেন আব্দুল সামাদ এবং ভুবনেশ্বর কুমার। ওভারের প্ৰথম বলই ডট দিয়ে সূচনা করেন অর্জুন। দ্বিতীয় বলে রান আউট হয়ে যান হায়দরাবাদের শেষ স্বীকৃত ব্যাটসম্যান সামাদ। পরের বলে ওয়াইড করেন শচীন-পুত্র। তৃতীয় এবং চতুর্থ বলে খরচ করেন মাত্র তিন রান। আর পঞ্চম বলেই ভুবনেশ্বরযে আউট করে হায়দরাবাদ ইনিংসে ফুলস্টপ ফেলে দেন অর্জুন। ২০ রান ডিফেন্ড করে নজর কাড়লেন তিনি।

তার আগে টসে জিতে হায়দরাবাদ নেতা আইডেন মারক্রাম প্ৰথমে বোলিং নেন। প্ৰথম থেকেই মুম্বই ইন্ডিয়ান্স ধুঁকতে থাকে। কেকেআর ম্যাচের সেই দাপট এদিন অদৃশ্য। ঈশান কিষান ৩১ বলে ৩৮ করেন। রোহিত শর্মা শুরুটা ঝড়ের গতিতে করেছিলেন। হিটম্যানের ইনিংস স্থায়ী হল মাত্র ১৮ বল। শেষপর্যন্ত টি নটরাজনের শিকার হয়ে ২৮ করে প্যাভিলিয়নে ফেরেন।

সূর্যকুমার যাদব মঙ্গলবার টিকলেন মাত্র ৩ বল। একটা ছক্কা হাঁকিয়েই জারিজুরি খতম তারকার। ঈশান কিষান এবং সূর্যকুমার দুজনকেই একই ওভারে ফেরান মার্কো জ্যানসেন। দুজনেই ক্যাপ্টেন মারক্রামের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন।

মুম্বই ইনিংসের সেরা সময় উপহার দেন তিলক ভার্মা। যতদিন যাচ্ছে, তিলক আরও পরিণত হয়ে উঠছেন। প্রবল ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা মুম্বই ব্যাটিং অর্ডারে তিনি নিয়মিত রান করে যাচ্ছেন। এদিন ১৭ বলে ৩৭ রানের বিষ্ফোরক ইনিংস খেলে গেলেন তিনি। ডেথ ওভারের আগে মুম্বই ইনিংসের রান তোলার যে গতি দিয়ে গিয়েছিলেন তিলক, সেটাই শেষমেশ ঝড় হয়ে আছড়ে পড়ে ক্যামেরন গ্রিনের ব্যাটিংয়ে।

৪০ বলে ৬৪ রানের কার্যকরী ইনিংস খেলে যান অজি তারকা। হাফসেঞ্চুরি করে যান ৩৩ বলে। ১১ বলে ১৬ রানের ক্যামিও ইনিংস খেলে যান টিম ডেভিডও। শেষ পাঁচ ওভারে মুম্বই স্কোরবোর্ডে ৬০ রান যোগ করে ১৯২/৫ তুলে দেয়।

Mumbai Indians Sunrisers Hyderabad IPL Arjun Tendulkar
Advertisment