Advertisment

ম্যাক্সওয়েল-ডুপ্লেসিসের ব্যাটে রুদ্ধশ্বাস থ্রিলার! রোমহর্ষক ম্যাচে শেষ হাসি সেই ধোনির CSK-র

Royal Challengers Bangalore vs Chennai Super Kings Match Report: আগুনে ব্যাটিং করে গেলেন ম্যাক্সওয়েল, ডুপ্লেসিস

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

সিএসকে: ২২৬/৬
আরসিবি: ২১৮/৮

Advertisment

IPL 2023, RCB vs CSK Match Report in Bangla: টার্গেট পাহাড়প্রমাণ ২২৭। ভাবা হয়েছিল রানের এভারেস্টে কার্যত চাপা পড়ে যাবে আরসিবি। তবে সিএসকে জিতলেও বুকে কাঁপুনি ধরিয়ে গেলেন অজি-প্রোটিয়াজ দুই সুপারস্টার। ২২৬/৬ এর জবাবে আরসিবি শেষমেষ থামল ২১৮/৮-এ। টানটান ম্যাচে চেন্নাইয়ের জয় এল ৮ রানে।

বিশাল রান চেজ করতে নেমে কোহলি, মহীপাল লোমরোর উইকেট হারিয়ে আরসিবি ১৫/২ হয়ে গিয়েছিল। সেখান থেকেই ম্যাচকে উত্তেজক জায়গায় দাঁড় করিয়ে দিয়ে গেল ডুপ্লেসিস-গ্লেন ম্যাক্সওয়েলের পার্টনারশিপ। ৬১ বলে ১২৬ রানের পার্টনারশিপে দুই তারকা তুলোধোনা করলেন থিকসানা, পাথিরানা, দেশপান্ডেদের। মহেশ থিকসানার বলে ম্যাক্সওয়েল আউট হওয়ার আগে তিনটে বাউন্ডারি, আটটা ছক্কার সাহায্যে ৩৬ বলে ৭৬ করে যান। ম্যাক্সওয়েল আউট হওয়ার কিছুক্ষণ পরেই ফিরে যান ডুপ্লেসিসও (৩৩ বলে ৬২)। ক্যাপ্টেন ফাফ পাঁচটা বাউন্ডারি, চারটে ওভার বাউন্ডারিও হাঁকিয়ে যান।

দুজনে কার্যত দলকে জয়ের ট্র্যাকে নিয়ে গিয়েছিলেন। তবে মাত্র দু-ওভারের ব্যবধানে দুজন আউট হওয়ার পর জয়ের রাস্তা থেকে দূরে সরে যায় কোহলির দল। দীনেশ কার্তিক শেষদিকে ১৪ বলে ২৮ করে গেলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। শাহবাজ আহমেদ, প্রভুদেশাই- কেউই আর আরসিবির হয়ে ফিনিশিং টাচ দিতে পারেননি।

প্রথমে ব্যাট করে তার আগে ঝড় তুলেছিল সিএসকে। চেন্নাইয়ের শুরুতেই আউট হয়ে যান রুতুরাজ গায়কোয়াড। তবে পাওয়ার প্লে-তে সিএসকেকে টেনে দেন দারুণ ফর্মে থাকা অজিঙ্কা রাহানে। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে রাহানে (২০ বলে ৩৭) ফেরার পর সিএসকের রানের উৎসবে যোগ দেন ডেভন কনওয়ে। শিবম দুবের সঙ্গে পার্টনারশিপে কিউই তারকা ৩৭ বলে ৮০ রান যোগ করে যান। ছয়টা করে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ৮৩ করে কনওয়ে ফিরে ফেলেও চেন্নাই বোলারদের স্বস্তিতে থাকতে দেয়নি শিবমের ব্যাট। দুটো বাউন্ডারি, পাঁচ-পাঁচটা ওভার বাউন্ডারি হাঁকিয়ে যান তিনি।

ওয়েন পার্নেলের বলে আউট হওয়ার আগে দুবে ২৭ বলে ৫২ হাঁকিয়ে যান। শেষদিকে রবীন্দ্র জাদেজা, মঈন আলি, আম্বাতি রায়ডুরা ছোটখাটো ক্যামিও ইনিংসে স্কোর ২২৬/৬ পর্যন্ত টেনে দিয়েছিলেন।

RCB Chennai Super Kings CSK Royal Challengers Bangalore IPL Faf Glenn Maxwell
Advertisment