Records during RCB vs SRH: নিজেদের রেকর্ড ভেঙে আইপিএলের কোনও ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল সানরাইজার্স হায়দরাবাদ। সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তিন উইকেটে ২৮৭ রান করে তারা আইপিএলের কোনও ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রহে নিজেদের রেকর্ড ভাঙল। মাত্র ৩৯ বলে সেঞ্চুরি হাঁকালেন ট্রাভিস হেড। ব্যাটিংয়ের ঝড় তুলে হেনরিক ক্লাসেনও অর্ধশতক পূর্ণ করলেন। আর, তাতেই রানের পাহাড়ে চাপল হায়দরাবাদের দল।
এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হায়দরাবাদ ৩ উইকেটে ২৭৭ রান করেছিল। সেটাই ছিল টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান। আর, টি-২০ ক্রিকেটের কোনও একটা ম্যাচে সবচেয়ে বেশি ছয় মারার নজির। পরে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বিশাখাপত্তনমে সাত উইকেটে ২৭২ রান করেছিল। আইপিএলে ২৫০-র বেশি রান করার নজির রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লখনউ সুপার জায়ান্টসও। একটা সময় অবশ্য বেঙ্গালুরুর দলেরই সর্বোচ্চ রান করার রেকর্ড ছিল। সৌজন্যে ক্রিস গেইলসের অপরাজিত ১৭৫ রান। যার দৌলতে ২০১৩ সালে বেঙ্গালুরু ২৬৩ রান করেছিল। সেই রেকর্ড একদশক অক্ষত ছিল।
সোমবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি মাত্র ১২ ওভারেই ১৫০ রান পেরিয়ে যায়। সৌজন্যে হেডের অবিশ্বাস্য সেঞ্চুরি। হেড চলে যাওয়ার পর, ব্যাটিংয়ের এই দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রাখেন হেনরিক ক্লাসেন ও এইডেন মার্করাম। যার দৌলতে মাত্র ১৫ ওভারেই হায়দরাবাদ ২০০ রান পূর্ণ করে। নতুন রানের রেকর্ডের দৌলতে বিশ্বের টি-২০ ক্রিকেটে হায়দরাবাদের আগে থাকল স্রেফ নেপাল। মঙ্গোলিয়ার বিরুদ্ধে নেপাল ৩ উইকেটে ৩১৪ রান করে রেকর্ড গড়েছে।
আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর:
২০২৪ সালে SRH ২৮৭/৩ বনাম RCB
২০২৪ সালে SRH ২৭৭/৩ বনাম MI
২০২৪ সালে KKR ২৭২/৭ বনাম DC
২০১৩ সালে RCB ২৬৩/৫ বনাম PWI
২০২৩ সালে LSG ২৫৬/৫ বনাম PBKS
২০১৬ সালে RCB ২৪৮/৩ বনাম GL
২০১০ সালে CSK ২৪৬/৫ বনাম RR
২০২৪ সালে MI ২৪৬/৫ বনাম SRH
২০১৮ সালে KKR ২৪৫/৬ বনাম KXIP
২০০৮ সালে CSK ২৪০/৫ বনাম KXIP
২০২৩ সালে CSK ২৩৫/৪ বনাম KKR
এদিন ৩৯ বলে সেঞ্চুরি করে ট্রাভিস হেড, আইপিএলের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির তালিকায় প্রথম পাঁচে ঢুকে পড়লেন। এদিন ছিল এবারের আইপিএলের ৩০তম ম্যাচ। ২০২৩ একদিনের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য হেড ম্যাচের শুরু থেকেই ব্যাটিংয়ে ঝড় তোলেন। ২০১৬-র আইপিএল জয়ী হায়দরাবাদ হেডের ব্যাটিং তাণ্ডবের ভরসাতেই রানের পাহাড়ে চড়তে শুরু করে।
মাত্র ২০ বলে অর্ধশতক পূর্ণ করার পর হেড আরও বিধ্বংসী হয়ে ওঠেন। পাওয়ারপ্লেতে আরসিবি বোলারদের বেধড়ক পেটান। আর, তাতেই আইপিএলের ইতিহাসে চতুর্থ দ্রুততম সেঞ্চুরি আসে মাত্র ৩৯ বলে। আইপিএলের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করার ব্যাপারে হেডের পরেই রয়েছেন তাঁর স্বদেশীয় উইকেটরক্ষক-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। তিনি আইপিএলের উদ্বোধনী মরশুমে পঞ্জাবের হয়ে ৪২ বলে সেঞ্চুরি করেছিলেন।
আরও পড়ুন- হতাশ, ক্ষুব্ধ, গা চড়চড় করছে! ধোনির হাতে ছক্কার হ্যাটট্রিক হজম করা হার্দিককে মুখ খুললেন পোলার্ড
দ্রুততম সেঞ্চুরির ব্যাপারে হেডের সামনে আছেন ডেভিড মিলার। ২০১৩ সালে মোহালিতে মিলার পঞ্জাবের হয়ে ৩৮ বলে অপরাজিত ১০১ রান করেছিলেন। ২০১০ সালে আবার রাজস্থান রয়্যালসের ইউসুফ পাঠান মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্রাবোর্নে ৩৭ বলে সেঞ্চুরি করেছিলেন। আইপিএলে দ্রুততম সেঞ্চুরির তালিকায় প্রথম স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল। তিনি ২০২৩-এ পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে বেঙ্গালুরুর হয়ে মাত্র ৩০ বলে শতরান করেছিলেন। ওই ম্যাচে গেইল ৬৬ বলে ১৭৫ রান করে অপরাজিত ছিলেন।