Advertisment

Virat Kohli strike rate: কোহলিকে টিম ইন্ডিয়া থেকে বাদ দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে, বিস্ফোরণ এবার শৈশবের কোচের

Virat Kohli coach slams critics: জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কোহলি ৭২ বলে ১১৩ রান করেছেন। তবে, সেঞ্চুরি করলেও প্রশংসা দূর। তাঁকে সমালোচনায় ভরিয়ে দিয়েছেন বিশেষজ্ঞদের একাংশ।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli, Team India

Virat Kohli-Team India: ভারতীয় জাতীয় দলে কোহলি অন্যতম স্তম্ভ। (ছবি-বিসিসিআই)

Virat Kohli in Team India t20 World Cup selection: কোহলির অনেক বয়স। ওর এখন আর টি-২০ ক্রিকেট খেলার বয়স নেই। ধীরগতির হয়ে গিয়েছে। ইদানিং আকছার এসব কথাবার্তা ভেসে বেড়াচ্ছে ক্রিকেট দুনিয়ায়। আর, সেসব শুনলেই রীতিমতো চটে যাচ্ছেন কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। তাঁর অভিযোগ, প্রিয় ছাত্রকে এসব বলে টিম ইন্ডিয়া থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে।

Advertisment

সম্প্রতি, জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কোহলি ৭২ বলে ১১৩ রান করেছেন। তবে, সেঞ্চুরি করলেও প্রশংসা দূর। তাঁকে সমালোচনায় ভরিয়ে দিয়েছেন বিশেষজ্ঞদের একাংশ। কখনও অভিযোগ করেছেন, এই রান কোহলির ধীরগতির প্রমাণ। আইপিএল সবচেয়ে ধীরে সেঞ্চুরির বদনাম আছে মণীশ পাণ্ডের। তিনি ৬৭ বলে ১০০ রান করেছিলেন। কোহলিও তাই করেছেন।

তবে, এই বিশেষজ্ঞরা একবারের জন্যও এটা বলছেন না যে, কোহলি না থাকলে সেদিন আরসিবির রান অতটাও হয় না। তাঁর পাশে দাঁড়িয়ে আরসিবির অন্য কোনও প্লেয়ার সঙ্গত দিতে পারেননি। আর, সেটা রাজকুমার শর্মার চোখ এড়ায়নি। তিনি স্পষ্ট বুঝে গিয়েছেন, তাঁর ছাত্রকে আসলে টিম ইন্ডিয়া থেকে নানা অজুহাতে বাদ দেওয়ার জন্য একদল লোক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

এই ব্যাপারে রাজকুমার শর্মা বলেন, 'দেখুন একটা লবি খুব ওকে বাদ দেওয়ার খুবই চেষ্টা চালাচ্ছে। তারা শুধু একটা এজেন্ডা নিয়েই এগিয়ে যাচ্ছে যে কোহলিকে যেমন করেই হোক টিম ইন্ডিয়া থেকে ছেঁটে ফেলতে হবে। কিন্তু, আমরা যাঁরা কোহলির খেলার ভক্ত বা সত্যিকারের ক্রিকেট সমালোচক, তাঁরা কিন্তু, এসব এজেন্ডাকে পরোয়াই করছি না। রাজা সব সময় রাজাই থাকে। যে লোকটা ক্রিকেট ভালো করে শিখেছেন, তিনি কখনও এসব বাজে কথা বলবেন না।'

যে ম্যাচের পর সমালোচকদের এই সব বক্তব্য উঠে এসেছে, সেই ম্যাচকেই নিজের বক্তব্যের পক্ষে যুক্তি হিসেবে ব্যবহার করেছেন কোচ রাজকুমার শর্মা। তিনি বলেন, 'সেদিনের ম্যাচটার কথা একবার ভালো করে খেয়াল করুন। দেখবেন, কোহলি ছাড়া ওর সতীর্থরা কেউ ৫০-ও করতে পারেনি। কোহলির ওই অপরাজিত ১১৩ রান না-থাকলে আরসিবি সেদিন ১৮২ রানেও পৌঁছতে পারত না। আর, সেই কারণে যাঁরা কোহলিকে নিয়ে বাজে কথা বলছেন, আমার মনে হয় তাঁরা ম্যাচের পরিস্থিতি, প্রেক্ষাপট, দলটা কীভাবে লড়াই করেছিল, সে সম্পর্কে কিছুই জানেন না। শুধু খবরে থাকার জন্য যা নয় খুশি বলে যাচ্ছেন।'

আরও পড়ুন- শেষ ওভারে ডিফেন্ড করতে হবে ১০ রান! বুমরাকে বোলিংই দেবেন না বাবর, আজব যুক্তি পাক ক্যাপ্টেনের

শর্মা বলেন, 'তাঁরা কোহলির সম্পর্কে এসব বলছেন, তার একটাই কারণ। সাধারণ কোনও খেলোয়াড় সম্পর্কে বললে সংবাদ শিরোনামে আসতে পারবেন না। কিন্তু, কোহলিকে নিয়ে বললেই আপনি খবরের শিরোনামে উঠে আসবেন।' শর্মার ছাত্র বছর ৩৫-এর কোহলি এবারের আইপিএলে পাঁচ ম্যাচে ৩১৬ রান করেছেন। শুধু তাই নয়, দলের মোট রানের ৩৬.৩৬ শতাংশ রান এসেছে কোহলির ব্যাট থেকেই। তাঁর পারফরম্যান্সের সিকিভাগটুকুও দেখাতে পারেননি আরসিবির গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ ডু প্লেসিস, রজত পাতিদার, ক্যামেরন গ্রিনরা।

Virat Kohli Rajasthan Royals BCCI IPL Indian Cricket Team T20 World Cup IPL 2024
Advertisment