Advertisment

Virat Kohli T20 World Cup: বিশ্বকাপে কোহলিকে নতুন ভূমিকায় প্ল্যানিং রোহিতদের! ধ্বংস হয়ে যেতে চলেছে যশস্বী জয়সওয়ালের স্বপ্ন

T20 World Cup 2024: এর আগে ভারতের টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে কোহলির জায়গা পাওয়া নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা চলছিল। তবে, গত সপ্তাহের বৈঠকের পর আশা করা যায়, সেই জল্পনার অবসান ঘটেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
T20 World Cup 2024: বিরাট কোহলি

Virat Kohli World Cup Spot: টি-২০ ক্রিকেটে কোহলির পারফরম্যান্স বেশ ভালোই। (ছবি- টুইটার)

Virat Kohli World Cup Spot: আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য কোহলিকে নিয়ে বিরাট পরিকল্পনা রয়েছে রোহিত শর্মাদের। আর, তার জেরে ধ্বংস হয়ে যেতে চলেছে যশস্বী জয়সওয়ালের স্বপ্ন। ইতিমধ্যেই কোহলি নির্বাচকদের কাছে জানতে চেয়েছেন, তিনি আসন্ন টি-২০ বিশ্বকাপে থাকবেন কি না। অধিনায়ক রোহিত শর্মা চান, কোহলিকে যেন অবশ্যই দলে রাখা হয়। এব্যাপারে বিশেষজ্ঞদের একাংশ একমত না-হলেও রোহিত তাঁর মনের কথা স্পষ্টভাবেই বিসিসিআই সচিব তথা বোর্ডের হর্তা-কর্তা-বিধাতা জয় শাহকে জানিয়ে দিয়েছেন।

Advertisment

Virat Kohli News: রোহিতের এই চাওয়াকে উপেক্ষাও করতে পারছেন না বোর্ড কর্তারা। কারণ, এবারের আইপিএল দেখাচ্ছে যো কোহলি দুর্দান্ত ফর্মে আছেন। তাঁর দল ব়য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একের পর এক ম্যাচ হারলেও গোটা দলকে একা কোহলিই টেনে নিয়ে যাচ্ছেন। একাধিক ম্যাচে এমনই দৃশ্য দেখা গিয়েছে। সেই তুলনায় ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে একাধিক টেস্ট ম্যাচে দ্বিশতরান করা যশস্বী জয়সওয়াল আইপিএলে প্রায় কিছুই করে দেখাতে পারেননি।

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত সপ্তাহেই মুম্বইয়ে একটি বৈঠক হয়েছে। সেখানে কোহলিকে দলে নেওয়া নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। বৈঠকে অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় ও প্রধান নির্বাচক অজিত আগরকার ছিলেন। অধিনায়কের দাবি মেনে নির্বাচক কমিটিও কোহলিকে দলে নিতে আগ্রহী বলেই জানা গেছে। যার অর্থ যশস্বী জয়সওয়াল নন। ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় জুনে শুরু হতে চলা টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে দেখা যাবে বিরাট কোহলিকে।

এর আগে ভারতের টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে কোহলির জায়গা পাওয়া নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা চলছিল। তবে, গত সপ্তাহের বৈঠকের পর আশা করা যায়, সেই জল্পনার অবসান ঘটেছে। আর দিন ১৫-র মধ্যেই টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিসিআই। ওপেনার হিসেবে কোহলির রেকর্ড বেশ ভালো। টি-২০ ফরম্যাটে ৯ ম্যাচে তিনি ৪০০ রান করেছেন।

আরও পড়ুন- এই ভাষার কমেন্ট্রি শুনে ছিটকে গেলেন ধোনি! ‘গজব’ মন্তব্যে ঝড় তুললেন দেশোয়ালি ভাষাতেই

সেক্ষেত্রে রোহিত-কোহলি ওপেন করলে মিডল অর্ডারে আসতে পারেন রিংকু সিং, শিবম দুবে, রিয়ান পরাগের মত বিগ হিটাররা। আবার সূর্যকুমার যাদবকে তিনে নামিয়ে আনার ভাবনাচিন্তাও রয়েছে নির্বাচকদের। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এবারের আইপিএলের পারফরম্যান্সকে বিচার করে যশস্বীর বদলে শুভমান গিলকে ব্যাকআপ ওপেনার রাখার ভাবনাচিন্তাও রয়েছে নির্বাচকদের।

T20 World Cup Yashasvi Jaiswal Virat Kohli Rohit Sharma BCCI
Advertisment