Virat Kohli career: নিজের অবসর নিয়ে বিরাট বার্তা দিলেন কোহলি। খোলাখুলি বলে দিলেন, 'শেষ হয়ে গেলে আর দেখতে পাবেন না আমাকে।' একইসঙ্গে তাঁর অবসরের জল্পনা জিইয়ে রেখে বিরাট বলেছেন, তাঁর মধ্যে কোন অনুশোচনা নেই। তবে যতদিন খেলছেন, নিজের পুরোটা দেবেন।
এটা সত্যি যে প্রত্যেক পেশাদার অ্যাথলিটকেই একটা সময় পরে থামতে হয়। তারপরে তিনি কী করবেন, সেনিয়ে ভাবনাচিন্তাও তাঁর মধ্যে আসে। সবচেয়ে বড় কথা একজন ক্রীড়াবিদের সেরা পারফরম্যান্স দীর্ঘস্থায়ী হয় না। আর, সেই কারণেই বুট ঝুলিয়ে রাখার দিনও অল্পবয়সেই চলে আসে।
ভারতীয় ক্রিকেটের সুপারস্টার কোহলি ইতিমধ্যেই ত্রিশোর্ধ্ব। সেই কারণে, আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অবসর নিয়ে জল্পনা চরমে উঠেছে। অবশ্য সামনেই টি২০ বিশ্বকাপ। সেই দলে ভারতীয় স্কোয়াডে কোহলি আছেন। প্রথমদিকেই নামার কথা। চলতি আইপিএলেও তিনি চুটিয়ে খেলেছেন। পারফরম্যান্সও নেহাত খারাপ হয়নি। ফ্যান, ফলোয়াররা তো বটেই। বিশেষজ্ঞরা পর্যন্ত বলছেন, কোহলি সেই আগের মতই আছেন।
আর, এই প্রসঙ্গেই কোহলি বলেছেন, 'আমার কোনও অনুশোচনা নেই। যতক্ষণ সেরাটা দিতে পারব, থাকব। না পারলে চলে যাব। তখন আর আমাকে দেখতে পাবেন না। কিন্তু, যতক্ষণ আছি, নিজের সেরাটা দিয়ে যাব। এই ভাবনাটাই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটাই আমাকে চার্জড রাখে।'
এবারের আইপিএলে কোহলির ১৫০-র বেশি স্ট্রাইক রেট। রান ৬৫০-এর ওপরে। তার মধ্যে পঞ্জাব কিংসের বিরুদ্ধে টুর্নামেন্টে তাঁর সেরা ইনিংস খেলেছেন। এই ব্যাপারে কোহলির বক্তব্য, 'আমি পরিমাণের চেয়ে সবসময় গুণমানের ওপর জোর দিই। আমি এখনও আমার খেলার বিভিন্ন দিকের উন্নতি করার কথা ভাবি। সেনিয়ে চেষ্টাও চালাচ্ছি। দীর্ঘদিন একটা খেলার মধ্যে থাকার জন্য, আমি সেই সুযোগটাও পাচ্ছি।'
আসন্ন টি২০ ক্রিকেট বিশ্বকাপে কোহলিকে নেওয়া হবে কি না, সেনিয়ে প্রথমে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু, অধিনায়ক রোহিত শর্মা স্পষ্ট জানিয়ে দেন যে কোহলিকে ছাড়া চলবে না। শুধু বড় নামই নয়, নিজের পারফরম্যান্সের জন্যই কোহলি এখনও ভারতীয় ক্রিকেটের বড় ভরসা। গত বছর একদিনের ক্রিকেট বিশ্বকাপেও তিনি দুর্দান্ত পারফরম্যান্স করে ভারতকে একের পর এক ম্যাচে সাহায্য করেছেন। শুধু তাই নয়, ফিটনেসেও কোহলি এখনও যে কোনও তরুণ এবং নতুন খেলোয়াড়কে টেক্কা দেবেন। এটাই তাঁকে বাকিদের তুলনায় এগিয়ে রেখেছে বলেই দাবি বিশেষজ্ঞদের।