Advertisment

ভারতের কোচ হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান IPL জয়ী গুরুর! জয় শাহদের মুখের ওপর 'না' বললেন চ্যাম্পিয়ন বস

বিরাট প্রস্তাবে সাড়া দিলেন না চ্যাম্পিয়ন কোচ

author-image
IE Bangla Sports Desk
New Update
Team-india

টিম ইন্ডিয়া (বিসিসিআই, টুইটার)

তিন ফরম্যাটেই হেড কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। বিসিসিআইয়ের প্ল্যানিং ছিল দ্রাবিড়ের মেয়াদ উত্তীর্ণ হলেই টি-২০'র জন্য আলাদা কোচ নিয়োগ করা। সেই জন্যই গুজরাট টাইটান্স-এর হয়ে আইপিএল জয়ী কোচ আশিস নেহরাকে হেড কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে সেই প্রস্তাব সবিনয়ে প্রত্যাখ্যান করে দেন আশিস নেহরা।

Advertisment

ওয়ার্ল্ড কাপের পরেই রাহুল দ্রাবিড়ের কোচিং মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তবে বিসিসিআইয়ের তরফে দ্রাবিড়কে নতুন প্রস্তাব দেওয়া হচ্ছে। আগামী বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসছে টি-২০'র আসর। সেই মেগা ইভেন্টের জন্যই বোর্ডের তরফে আশিস নেহরার কাছে কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বিশ্বকাপ শেষের ঠিক পরে।

কোচ হিসেবে নেহরার প্রোফাইল বেশ উজ্জ্বল। গুজরাট টাইটান্স-এ দুটো সিজন কোচিং করিয়েছেন। এক সিজন দলকে চ্যাম্পিয়ন করেছেন। অন্য সিজনে তাঁর দল রানার্স আপ হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, নির্বাচক প্রধান অজিত আগারকার এবং ক্যাপ্টেন রোহিত শর্মার ইচ্ছা ছিল রাহুল দ্রাবিড় অন্তত আগামী টি২০ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত চালিয়ে যান। বোর্ডের এই নতুন প্রস্তাবে মিস্টার ডিপেন্ডেবল রাজি হলে তাঁর কোচিং স্টাফের বাকি সাপোর্ট স্টাফ ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পরশ মামব্রেদের সঙ্গে চুক্তিও বাড়ানো হবে।

ওয়ার্ল্ড কাপ ফাইনালের পর রাহুল দ্রাবিড় সরাসরি জানিয়েছিলেন, নিজের কোচিংয়ের ভবিষ্যৎ সম্পর্কে তিনি এতদিন ভাবার অবকাশ-ই পাননি।

IPL Indian Team Rahul Dravid BCCI Indian Cricket Team
Advertisment