Advertisment

Irani Cup 2024: ১০২ জ্বর গায়ে ক্রিজে চার-ছক্কার বন্যা! ম্যাচ শেষেই টিম ইন্ডিয়ার তারকা সোজা হাসপাতালে

Shardul Thakur Hospitalized: গত অস্ট্রেলিয়া সফরে শার্দূল টিম ইন্ডিয়ার তুরুপের তাস ছিলেন। এবারেও নির্বাচকদের বার্তা দেওয়ার জন্য ইরানি ট্রফিতে তারকা খেললেন জ্বর গায়েই।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs BAN 1st Test Highlights: ভারত বনাম বাংলাদেশ

Team India: জাতীয় দলে হারিয়ে যাওয়া জায়গা পাকা করতে মরিয়া শার্দূল ঠাকুর (টুইটার)

Shardul Thakur Hospitalized, Irani Cup 2024: ইরানি ট্রফিতে মুম্বই বনাম অবশিষ্ট ভারতীয় দলের ম্যাচের দ্বিতীয় দিনের শেষেই শার্দূল ঠাকুরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হল অত্যধিক জ্বরের কারণে। ডাবল সেঞ্চুরিয়ন সরফরাজ খানের (২২১ নটআউট) সঙ্গে নবম উইকেটে জ্বর গায়েই ৭৩ রানের পার্টনারশিপ গড়লেন শার্দূল। তিনি নিজে ১০২ জ্বর গায়ে করলেন ৩৬।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন জানাচ্ছে, প্ৰথম দিনেও শার্দূলের হালকা জ্বর হয়েছিল। তবে ব্যাট করতে নেমে মিডল ওভারে প্রায় ২ ঘন্টার বেশি ব্যাটিং করায় শারীরিক তাপমাত্রা লাগামছাড়া পর্যায়ে পৌঁছে যায়। ব্যাটিং করার সময়ে দুটো ব্রেক-ও নেন শার্দূল। দুবার টিম ডক্টর তাঁকে পর্যবেক্ষণ করেন।

ম্যাচ শেষ হতেই মুম্বই টিম ম্যানেজমেন্ট শার্দূলকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। যেখানে তাঁকে বুধবার গোটা রাত পর্যবেক্ষণে রেখেছিলেন চিকিৎসকরা। বৃহস্পতিবার তাঁর খেলার বিষয়ে চূড়ান্ত সম্মতি দেবেন চিকিৎসকরা।

এক সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, "গোটা দিন ধরেই ও অসুস্থ ছিল। প্রবল জ্বর ছিল ওঁর। সেই কারণেই ও দেরিতে ব্যাট করতে নেমেছিল। দুর্বল বোধ করায় ওষুধ নিয়ে ড্রেসিংরুমে ঘুমিয়েও পড়ে। তবে দুর্বল বোধ করা স্বত্ত্বেও ব্যাট করতে নেমেছিল ও। ম্যালেরিয়া এবং ডেঙ্গুর জন্য ওঁর রক্ত পরীক্ষা করা হয়েছে। ততক্ষণ ও হাসপাতালে রাত কাটাবে।"

জ্বর এবং দুর্বলতা নিয়েই ক্রিজে নেমে শার্দূল ৫৯ বল ফেস করেন। চারটে বাউন্ডারির পাশাপাশি একটা ছক্কাও হাঁকান। ক্রিজে টিকে থাকার দিকেও ফোকাস করতে দেখা গিয়েছে। তাড়াহুড়ো করে অবিবেচকের মত শট খেলা থেকে নিজেকে বিরত রেখেছিলেন।

চলতি বছরের জুনে লন্ডনে পায়ের পাতায় অস্ত্রোপচার হয়েছিল শার্দূলের। তারপর এটাই ছিল তাঁর ঘরোয়া ক্রিকেটে প্ৰথম ম্যাচ। গত রঞ্জি মরশুমে খেলার সময় শার্দূল চোটের শিকার হয়েছিলেন। তারপর গোটা রঞ্জিতে শার্দূল মুম্বইকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের সময় শার্দূলের চোটের প্রাবল্য বৃদ্ধি পায়। সামনেই ভারতের অস্ট্রেলিয়া সফর রয়েছে। সেই সফরের আগে শার্দূল জাতীয় দলে জায়গা করে নিতে বদ্ধপরিকর।

READ THE FULL ARTICLE IN ENGLISH

cricket mumbai Ranji Trophy Cricket News
Advertisment