Pakistan tour of Ireland: বিশ্বকাপের প্রস্তুতিতে পাকিস্তান বড়সড় ধাক্কা খেল। পাঁচ ম্যাচের সিরিজ খেলতে গিয়ে প্ৰথম ম্যাচেই আয়ারল্যান্ডের কাছে ৫ উইকেটে হার হজম করতে হল পাকিস্তানকে।
টসে জিতে আইরিশরা প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল পাকিস্তানকে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করে যান বাবর আজম (৫৭)। ২০ ওভারে মেন ইন গ্রিন-রা ১৮২/৬ পোস্ট করেছিল। এন্ড্রু বলবির্নির (৭৭) সাহায্যে আয়ারল্যান্ড সেই স্কোর চেজ করে দেয় এক বল বাকি থাকতে।
বাবর ছাড়া পাকিস্তানের হয়ে রান পেয়েছেন ওপেনার সাইম আয়ুব এবং ইফতিকার আহমেদ। বাকি গোটা ব্যাটিং লাইনআপ ধসে গিয়েছে। মহম্মদ রিজওয়ান (০), ফখর জামান (২০), আজম খান (০), শাবাদ খান (০) সকলেই ব্যর্থ হয়েছেন।
শাহিন আফ্রিদি নেতা হিসেবে মাত্র একটা সিরিজ অধিনায়কত্ব করেছিলেন। তারপর নেতৃত্ব ফের তুলে দেওয়া হয়েছে বাবর আজমের হাতে। বিশ্বকাপে পাকিস্তান গ্রুপ এ-তে খেলবে আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ভারতের বিপক্ষে। ভারত-পাকিস্তান মেগা ম্যাচ ৯ জুন।
কয়েক সপ্তাহ আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে নতুন কোচিং প্যানেল ঘোষণা করা হয়েছে। টেস্টে হেড কোচ হয়েছেন জেসন গিলেসপি। সীমিত ওভারের ফরম্যাটে কোচ বাছা হয়েছে গ্যারি কার্স্টেনকে। তিন ফরম্যাটেই সহকারী কোচ হিসাবে বাছা হয়েছে আহাজার মেহমুদকে।
দুই বছরের জন্য তিন কোচ নিয়োগ করা হয়েছে। এর আগে ভারতের কোচ হিসেবে গ্যারি কার্স্টেন বিশ্বজয় করেছেন। টেস্টে ভারত তাঁর কোচিংয়ে একনম্বর ক্রমতালিকাও অর্জন করেছিল। কার্স্টেনের কোচিং পাকিস্তানে শুরু হচ্ছে গুরুত্বপূর্ণ সময়ে। সামনেই টি২০ বিশ্বকাপ রয়েছে। তারপর আগামী বছর ২০২৫-এ ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে পাক দল। এই দুই বৈশ্বিক ইভেন্টে পাকিস্তানের হারানো গৌরব ফিরিয়ে আনতে পারবেন প্রোটিয়াজ মহাগুরু, সময়ই উত্তর দেবে।