জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার কিরণ মোরেকে 'হ্যালো' বলেননি। সেই কারণেই নাকি বরোদার হেড কোচ করা হয়নি কোনর উইলিয়ামসকে। এমনই বিষ্ফোরক অভিযোগ করে বসলেন স্বয়ং ইরফান পাঠান। বরোদা ক্রিকেট সংস্থাকে পাঠানো পাঠানের ইমেল ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে রয়েছে। সেখানেই পাঠান মোরের বিরুদ্ধে অভিযোগ করে বলে দিয়েছেন, গোটা ঘটনায় তিনি রীতিমতো নড়ে গিয়েছেন।
বরোদা ক্রিকেট সংস্থার উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কিরণ মোরে। সেই কমিটির অন্যতম সদস্য ছিলেন ইরফান পাঠান। কয়েকদিন আগেই বরোদার হেড কোচ বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল এই উপদেষ্টা কমিটিকে। পাঠান স্থানীয় কোচ নেওয়ায় উৎসাহী ছিলেন। পাঠানের পছন্দের শীর্ষে ছিলেন বরোদার প্রাক্তন ক্রিকেটার কোনর উইলিয়ামস। তবে পাঠানের পরামর্শে কর্ণপাত করেনি বরোদার ক্রিকেট উপদেষ্টা কমিটি।
পাঠান এরপরেই বরোদা ক্রিকেট সংস্থাকে পাঠানো ইমেলে লিখে দিয়েছেন, "ক্রিকেট উপদেষ্টা কমিটির বৈঠকে একটি বিষয়ে আমি সকলকে অবহিত করতে চাই। বরোদা ক্রিকেট কমিটির এক সদস্যকে জড়িয়ে একটি বিষয় নজরে এল যা আমাদের ক্রিকেটের উন্নতির পক্ষে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। বৈঠকের সময় কিরণ মোরের ব্যবহার আমাকে নড়িয়ে দিয়েছে।"
"মোরের পূর্বপরিকল্পনাই ছিল কোনর উইলিয়ামসকে কোনওভাবেই কোচিং সেট আপে যেন অন্তর্ভুক্ত করা হয়। কারণ ওঁকে সম্ভাষণ করা হয়নি। এমনকি কোনর আমাকেও হ্যালো বলেনি। সংস্থার এক সিনিয়র ব্যক্তিত্ব হিসাবে মোরের এমন আচরণ আমাদের সংস্থার মূল্যবোধের সঙ্গে মোটেই খাপ খায়না।"
পাঠানের বক্তব্য, এরকম তুচ্ছ ঘটনার ঊর্ধ্বে উঠে বৃহত্তর ভালোর জন্য কাজ করা উচিত। পাঠান আরও লিখেছেন, "উইলিমাস নিজে একজন রঞ্জি চ্যাম্পিয়ন। একদশকের বেশি সময় ধরে বরোদার প্রতিনিধিত্ব করেছেন। ওঁর অবদানকে সম্মান জানানো যথার্থ হবে। কোনও ব্যক্তির ঊর্ধ্বে আমাদের প্রতিষ্ঠান। এই মূল্যবোধকে আমাদের সম্মান জানাতে হবে।"
এই বিষয়ে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, সেইজন্যও আর্জি জানিয়েছেন তিনি। বরোদা ক্রিকেট সংস্থার উপদেষ্টা কমিটি শেষমেশ গুজরাটের মুকুন্দ পারমারকে কোচ হিসেবে বেছে নিয়েছে।
Read the full article in ENGLISH