Advertisment

বিদায় ক্রিকেট, অবসর নিলেন ইরফান পাঠান

ক্রিকেটের সবক'টি ঘরানা থেকেই বিদায় নিলেন এই অল রাউন্ডার।

author-image
IE Bangla Web Desk
New Update
irfan pathan

অবসর নিলেন ইরফান পাঠান। অলঙ্করণ- অভিজিৎ বিশ্বাস

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইরফান পাঠান। ক্রিকেটের সবক'টি ঘরানা থেকেই বিদায় নিলেন এই অল রাউন্ডার।

Advertisment

শেষবার তাঁকে দেখা গিয়েছিল ২০১৯ সালে সৈয়দ মুস্তাক আলি টি-তোয়েন্টি ট্রফিতে। বাঁহাতি এই পেসার ২০০৩ সালে ভারতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার হয়ে ডেবিউ করেন। যদিও দীর্ঘদিন ধরেই ভারতীয় দলের বাইরে থেকেছেন তিনি। এরপর থেকে বেশ কিছু সময় জম্মু-কাশ্মীর ক্রিকেট দলের মেন্টরের ভূমিকাও পালন করেন পাঠান।

শেষবার তাঁকে দেখা গিয়েছিল ২০১৯ সালে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে। বাঁহাতি এই পেসার ২০০৩ সালে ভারতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার হয়ে ডেবিউ করেন। যদিও দীর্ঘদিন ধরেই ভারতীয় দলের বাইরে থেকেছেন তিনি। এরপর থেকে বেশ কিছু সময় জম্মু-কাশ্মীর ক্রিকেট দলের মেন্টরের ভূমিকাও পালন করেন পাঠান।

* ইরফান পাঠান একমাত্র খেলোয়াড়, যিনি একদিনের ম্যাচে ৯ উইকেট নিয়েছেন। ২০০৩ সালে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে অনুর্দ্ধ-১৯ দলের হয়ে ১৬ রানে ৯ উইকেট নেন এই পেসার।

* টেস্টের প্রথম ওভারে হ্যাটট্রিক নেওয়া একমাত্র বোলার ইরফান পাঠান। ২০০৬ সালে করাচি টেস্টে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।

* ইরফান পাঠান প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি টি-টোয়েন্টিতে ৪ উইকেট নেন মাত্র ২৭ রানের বিনিময়ে।

* ইরফান পাঠান একমাত্র এশিয়ান খেলোয়াড় যিনি ডাব্লুএইচএ-র একটি টেস্টে ম্যান অফ দ্য ম্যাচ পুরষ্কার অর্জন করেছিলেন। ২০০৮ সালে তাঁর অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে তিনি এই পুরষ্কার পান।

* ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনিই ছিলেন ম্যান অফ দ্য ম্যাচ। ফাইনালে ৩ উইকেট নিয়ে চুরমার করে দিয়েছিলেন পাকিস্তানের ব্যাটিং লাইন আপ।

* একদিনের ক্রিকেটে তিনিই প্রথম যিনি দ্রুততম ১০০ উইকেট নিয়েছিলেন।

Read the full story in English

cricket BCCI
Advertisment