Afg-Irfan Pathan: আফগানিস্তানের ঐতিহাসিক জয়ে ইরফান পাঠানের 'আফগান জলেবি' নাচ ভাইরাল! রশিদ খানের মজাদার প্রতিক্রিয়া

Irfan Pathan’s celebratory dance to ‘Afghan Jalebi’ goes viral after Afghanistan’s thrilling 8-run victory over England in the ICC Champions Trophy 2025. Rashid Khan reacts with a heartfelt comment. Watch the viral video and get the full match highlights! আফগানদের জয়ে 'জলেবি' নাচ ইরফানের

author-image
IE Bangla Sports Desk
New Update
Afganistan Team_Irfan Pathan: আফগানিস্তান দল ও ইরফান পাঠান

Afganistan Team_Irfan Pathan: আফগানিস্তান দল এবং ইরফান পাঠান। (ছবি- স্ক্রিনগ্যাব)

Afghanistan’s Thrilling Victory Over England – Irfan Pathan Dances, Rashid Khan Reacts: শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও দুর্দান্ত খেলছে আফগানিস্তান। কিন্তু, তার আগে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই আফগানিস্তান যেভাবে ইংল্যান্ডকে হারিয়েছে, তাতে রীতিমতো উচ্ছ্বসিত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর এক গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান দল ইংল্যান্ডকে আট রানে হারিয়েছে। এই জয়ের পর প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান নিজের উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি।

Advertisment

আফগান দলের বড় ভক্ত হিসেবে পরিচিত পাঠান ইনস্টাগ্রামে ‘আফগান জলেবি’ গানে নাচের একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে, যেখানে পাঠানের আফগানিস্তানের প্রতি ভালোবাসা এবং আনন্দ স্পষ্ট ধরা পড়েছে।

রশিদ খানের প্রতিক্রিয়া

ইরফানের এই ভিডিওতে আফগানিস্তানের তারকা লেগ-স্পিনার রশিদ খান প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন—
'ভাইজান, আমাকে ছাড়াই নাচছ ! তোমার সবসময় ভালোবাসা ও সমর্থনের জন্য,ধন্যবাদ ভাই।'

Advertisment

অনুরাগীরাও ইরফানের এই ভিডিও দেখে দ্রুত প্রতিক্রিয়া দিয়েছেন। একজন মন্তব্য করেছেন, 'আফগানিস্তানের জয়ে ভারতীয়রাও খুশি হয়!' আরেকজন লিখেছেন, 'আমি এই ভিডিওর অপেক্ষায় ছিলাম, ধন্যবাদ পাঠান সাহেব!'

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: রোহিতের বিশ্রাম, ক্যাপ্টেন গিল!

আফগানিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচে কী ঘটেছিল?

  • প্রথম ইনিংস: ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে টস জিতে ব্যাটিং নেওয়া আফগানিস্তান শুরুর দিকে চাপে পড়ে গিয়েছিল। প্রথম ১০ ওভারে তিনটি উইকেট হারিয়েছিল আফগানিস্তান। তবে ইব্রাহিম জাদরান দুর্দান্ত ১৭৭ রান করে দলকে চ্যালেঞ্জিং স্কোর ৩২৫/৭-এ পৌঁছে দেন।
  • দ্বিতীয় ইনিংস: ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুট ১২০ রান করলেও, আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই অসাধারণ বোলিং করেন, পাঁচ উইকেট নিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান।

এই জয়ের ফলে আফগানিস্তান তাদের সেমিফাইনালে যাওয়ার স্বপ্নকে বাঁচিয়ে তুলেছে। আজ, ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার- লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে আফগানিস্তান দল। এই ম্যাচে যে দল জিতবে, সেই দলই সেমিফাইনালে যাবে। চ্যাম্পিয়ন্স ট্রফির অন্য গ্রুপ থেকে নিউজিল্যান্ড এবং ভারত ইতিমধ্যে সেমিফাইনালে চলে গিয়েছে। ওই গ্রুপে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচ এখনও বাকি। রবিবার ওই ম্যাচ হবে। সেই ম্যাচেই ঠিক হবে, ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে কোন দল গ্রুপের চ্যাম্পিয়ন এবং কোন দল রানার্স। নিয়ম অনুযায়ী, গ্রুপ-এ এর রানার্স খেলবে গ্রুপ বি-এর চ্যাম্পিয়ন দলের সঙ্গে। আর, গ্রুপ বি-এর চ্য়াম্পিয়নরা খেলবে গ্রুপ এ-এর রানার্সের সঙ্গে।  

cricket ICC Champions Trophy Cricket News England Cricket Team Afganistan Cricket Team