Advertisment

ওহে, হার্দিককে মাথায় তোলা বন্ধ করো! নাম না করে জয় শাহের বোর্ডকে ধুয়ে দিলেন পাঠান

Hardik Pandya criticized: একদিন আগেই সঞ্জয় মঞ্জরেকর ভারতের বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দিয়েছিলেন হার্দিক পান্ডিয়াকে। সেই সুরেই এবার ইরফান পাঠান টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টকে পরামর্শ দিলেন, হার্দিককে যেন বেশি গুরুত্ব না দেওয়া হয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Irfan Pathan, Hardik Pandya, ইরফান পাঠানজ হার্দিক পান্ডিয়া, BCCI, বিসিসিআই

Irfan Pathan slams Hardik Pandya : হার্দিককে তুলোধোনা করলেন ইরফান পাঠান (টুইটার)

Irfan Pathan slams Mumbai Indians skipper hardik pandya: টি২০ বিশ্বকাপগামী দলে হার্দিক পান্ডিয়ার জায়গা এখনও নিশ্চিত নয়। মুম্বই ইন্ডিয়ান্স-এর অধিনায়ক হিসেবে ছাপ ফেলতে পারছেন না। পারফরম্যান্স করেও সমালোচনার জবাব দিতে ব্যর্থ তারকা অলরাউন্ডার। হার্দিকের সমস্যা বাড়িয়ে দিয়েছে মাঠে নামলেই তাঁকে উদ্দেশ্য করে সমর্থকরা আগ্রাসী গালিগালাজ।

Advertisment

একদিন আগেই সঞ্জয় মঞ্জরেকর ভারতের বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দিয়েছিলেন হার্দিক পান্ডিয়াকে। সেই সুরেই এবার ইরফান পাঠান টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টকে পরামর্শ দিলেন, হার্দিককে যেন বেশি গুরুত্ব না দেওয়া হয়। এতদিন তাঁরা যা করে এসেছেন।

স্টার স্পোর্টস প্রেস রুম শো-এ ইরফান সরাসরি বলে দিয়েছেন, "এতদিন হার্দিককে যতটা টিম ম্যানেজনেন্ট গুরুত্ব দিয়ে এসেছে ততটা যেন পাত্তা দেওয়া বন্ধ করে। আমার মনে হয় দলের এটা স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার সময় এসেছে। কারণ আমরা এখনও বিশ্বকাপ জিততে পারিনি। নিজেকে যদি অলরাউন্ডার হিসাবে ও ভাবে, তাহলে আন্তর্জাতিক পর্যায়ে সেরকম প্রভাব ফেলার মত পারফর্ম করতে হবে। আমরা যতটা বলাবলি করি, হার্দিক কিন্তু আন্তর্জাতিক স্তরে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি। আমরা কেবলমাত্র সম্ভাবনা হিসাবে ওঁকে ধরি। আমরা আসলে আইপিএল এবং আন্তর্জাতিক পারফরম্যান্স-এর মধ্যে ফারাক করতে পারছি না। দুই স্তরের ক্রিকেটে বিস্তর ব্যবধান রয়েছে।"

এরপরে ইরফানের আরও সংযোজন, "প্রথমত হার্দিককে গোটা বছর ধরে খেলতে হবে। বাছাই করে খেলার জায়গায় ও নেই। ভারতীয় ক্রিকেটকেও এটা বন্ধ করতে হবে। ব্যক্তি হিসেবে প্রাধান্য দেওয়া বন্ধ হোক। এরকম করলে বড় টুর্নামেন্ট জেতা সম্ভব নয়। অস্ট্রেলিয়া বহু বছর ধরে যেটা করে আসছে, সেটা হল টিম গেমকে প্রাধান্য দেওয়া। দলের সকলেই সুপারস্টার। একজন নয় স্কোয়াডের সকলেই তারকা- এই ফর্মুলায় ওঁরা বিশ্বাস করে। এরকম যদি আমরা না করতে পারি, তাহলে মেজর টুর্নামেন্ট জিততে পারব না।"

বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক। তারপর আন্তর্জাতিক পর্যায়ে আর দেখা যায়নি তারকাকে। আইপিএলে পারফর্ম করে টি২০ বিশ্বকাপগামী দলে জায়গা করে নিতে বদ্ধপরিকর তিনি। তার আগে পাঠানের যুক্তি, "বিশ্বকাপে চিন্তার যথেষ্ট অবকাশ থাকছে। টপ অর্ডার আমাদের মোটামুটি পাকা। মিডল অর্ডার-ও ঠিক হয়ে গিয়েছে। যদি আমরা রবীন্দ্র জাদেজাকে সাত নম্বরে ভাবি, তাহলে একজন ফিনিশারের প্রয়োজন হবে। আন্তর্জাতিক পর্যায়ে জাদেজার স্ট্রাইক রেট মোটেই আশাপ্রদ নয়। এই জায়গায় এবং ফাস্ট বোলিং বিভাগ নিয়ে চিন্তা রয়েছে।"

"জসপ্রীত বুমরা ছাড়া যাঁরা আইপিএলে খেলছে গত দক্ষিণ আফ্রিকা সফরে ছিল- তাদের পারফরম্যান্স কিন্তু মোটেই আহামরি নয়। অর্শদীপ হোক বা মহম্মদ সিরাজ- কেউই কিন্তু ফর্মে নেই। এটা কিন্তু চিন্তার বিষয় হতে চলেছে। এই দুই জায়গাই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ।"

IPL Irfan Pathan Hardik Pandya
Advertisment