Advertisment

BCCI central contracts: ঈশান-শ্রেয়স বাদ পড়লে হার্দিককে কেন ছাড়! বোর্ডের বিরুদ্ধে 'স্বজনপোষনের' বিষ্ফোরক অভিযোগ পাঠানের

Shreyas Iyer Ishan Kishan dropped from BCCI central contracts: বিশ্বকাপে ব্যাট হাতে ফর্মে ছিলেন শ্রেয়স। তবে তারকার মিথ্যাচারিতা বেআব্রু হয়ে গিয়েছিল আগেই। চলতি ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের পর ভারতীয় দল থেকে বাদ পড়ার পর শ্রেয়সকে বলা হয়েছিল মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলতে। তবে পিঠে ব্যথার অজুহাত দেখিয়ে বরোদার বিলক্ষে কোয়ার্টার ফাইনালে নামতে রাজি হননি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Team India, BCCI, BCCI central contracts 2024, Shreyas Iyer, Ishan Kishan, Hardik Pandya

BCCI central contracts: হার্দিককে নিয়ে প্রশ্ন তুললেন ইরফান পাঠান (টুইটার)

BCCI central contracts Hardik Pandya Ishan Kishan Shreyas Iyer Irfan Pathan: বারবার বলা স্বত্ত্বেও ঘরোয়া ক্রিকেট খেলেননি দুজনে। তারপরেই বোর্ডের তরফে কড়া শাস্তির নিদান ভেসে এসেছে। ঈশান কিষান, শ্রেয়স আইয়ার দুজনই বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন। তবে একই কারণে হার্দিক পান্ডিয়া কেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে রইলেন। ঈশান-শ্রেয়সের মতই হার্দিকও চোট-মুক্ত হয়েও ঘরোয়া ক্রিকেটে খেলেননি। তা স্বত্ত্বেও হার্দিক বোর্ডের চুক্তি তালিকায় রয়েছেন। একই যাত্রায় কেন পৃথক ফল হল, এই নিয়েই এবার প্ৰশ্ন তুলে দিলেন ইরফান পাঠান।

Advertisment

বিশ্বকাপে ব্যাট হাতে ফর্মে ছিলেন শ্রেয়স। তবে তারকার মিথ্যাচারিতা বেআব্রু হয়ে গিয়েছিল আগেই। চলতি ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের পর ভারতীয় দল থেকে বাদ পড়ার পর শ্রেয়সকে বলা হয়েছিল মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলতে। তবে পিঠে ব্যথার অজুহাত দেখিয়ে বরোদার বিলক্ষে কোয়ার্টার ফাইনালে নামতে রাজি হননি। সেই সময় এনসিএ-এ মেডিক্যাল বিভাগের প্রধান নীতিন প্যাটেল রীতিমত বিবৃতি দিয়ে জানিয়েছিল শ্রেয়সের নতুন কোনও ইনজুরি নেই। শেষমেশ রঞ্জির সেমিতে তামিলনাড়ুর বিপক্ষে মুম্বইয়ের জার্সিতে শ্রেয়স খেলতে রাজি হলেও ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে।

ঈশান আবার বারবার জাতীয় দলে উপেক্ষিত থাকার কারণে অসন্তুষ্ট ছিলেন। রিজার্ভ বেঞ্চে টানা বসে থাকতে থাকতে মানসিক অবসাদে ভুগছিলেন। দক্ষিণ আফ্রিকা সফর চলাকালীন ঈশান ছুটি চেয়ে নেন বোর্ডের তরফ থেকে। তারপর ক্রিকেটে ফিরলেও ঝাড়খণ্ডের হয়ে রঞ্জিতে খেলছিলেন না তারকা। হার্দিক-ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে বরোদায় অনুশীলন করছিলেন নিজের উদ্যোগে। দ্রাবিড় আগেই বলে দিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে খেললেই ঈশানকে ভাবা হবে জাতীয় দলের জন্য। তাই এই বাদ পড়া যেন প্রত্যাশিতই ছিল।

আরও পড়ুন- বোর্ডের একের পর এক সুযোগ-সুবিধা বন্ধ! কেন্দ্রীয় চুক্তিতে বাদ পড়ে ধ্বংস হল ঈশান-শ্রেয়স ভবিষ্যৎ

ঘটনা হল, ঈশান-শ্রেয়সের মতই হার্দিকও ঘরোয়া ক্রিকেটে খেলতে রাজি হননি। বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশ ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন তারকা। তারপর আর মাঠে নামেননি। চোটমুক্ত হলেও তাঁকে দেখা যায়নি রঞ্জিতে। তারপরেই ইরফান পাঠানের প্ৰশ্ন, নিয়ম সকলের জন্য সমান হবে না কেন!

ইরফান পাঠানের টুইট, "শ্রেয়স এবং ঈশান দুজনেই প্রতিভাবান ক্রিকেটার। আশা করি, ওঁরা দারুণভাবে প্রত্যাবর্তন করবে। তবে হার্দিক পান্ডিয়ার মত ক্রিকেটাররা যদি লাল বলের ক্রিকেট না খেলতে চায়, তাহলে জাতীয় দলের হয়ে খেলা না থাকলে কারা অংশগ্রহণ করবে? নিয়ম যদি সকলের জন্য সমান না হয়, তাহলে ভারতীয় ক্রিকেট কিন্তু এগোবে না।"

সবমিলিয়ে, হার্দিককে নিয়ে বোর্ডের অস্বস্তি বাড়িয়ে দিলেন ইরফান পাঠান।

Hardik Pandya Shreyas Iyer Ishan Kishan BCCI Irfan Pathan
Advertisment