Advertisment

Irfan Pathan Safa Baig: পর্দার মধ্যে আর নয়, প্রকাশ্যে মুখ দেখালেন পাঠানের স্ত্রী! হাঁ করে দেখল দুনিয়া

Irfan Pathan Safa Baig viral picture: এর আগে ইরফান পাঠানের সঙ্গে যতবার সাফাকে দেখা গিয়েছিল, ততবার-ই পর্দার আড়ালে ছিলেন সুন্দরী। এই কারণে ইরফানকে দমনকারী হিসাবেও দাগিয়ে দেওয়া হয়েছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Irfan Pathan, Safa Baig, Safa Baig viral picture, irfan pathan wife

Irfan Pathan wife: স্ত্রীর ছবি প্রকাশ্যে আনলেন ইরফান পাঠান (টুইটার)

Irfan Pathan Safa Baig wedding anniversary: দীর্ঘদিন পর্দার আড়ালে ছিলেন। ক্রিকেট মহলে তো বটেই গোটা দেশ জুড়েই আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন সাফা বেইগ। সামাজিক যোগাযোগ মাধ্যম হোক জনসমক্ষে কখনই পর্দার আড়াল ছাড়েননি। কে তিনি? ইরফান পাঠানের স্ত্রী।

Advertisment

আর এই পর্দানশীন স্ত্রীর জন্যই সমাজমাধ্যমে একাধিকবার ট্রোলের মুখে পড়তে হয়েছে জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডারকে। তবে সমস্ত ট্যাবু সরিয়ে অবশেষে স্ত্রীকে প্রকাশ্যে আনলেন ইরফান পাঠান। নিজেদের অষ্টম বিবাহবার্ষিকীতে স্ত্রী সাফা বেইগের ছবি উন্মুক্ত করলেন ইরফান পাঠান। ক্যাপশনে লিখলেন, "বহুমুখী ভূমিকার নিয়ন্ত্রণে এক এক হৃদয় - মেজাজ ঠিক করা, হাস্যরস সৃষ্টিকারী, সমস্যার উদ্ভাবক, এবং আমার সন্তানদের সবসময়ের বন্ধু এবং মা। এই সুন্দর যাত্রায়, আমি তোমাকে আমার স্ত্রী হিসাবে পেয়ে আনন্দিত। শুভ অষ্টম (বিবাহবার্ষিকী) আমার ভালবাসা।"

২০১৬ সালেই ইরফান পাঠানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সৌদি আরবের মডেল সাফা বেগ। তাঁদের দুই পুত্র সন্তানও রয়েছে- ইমরান এবং সুলেইমান। সাফা বেইগ বিখ্যাত মডেল। পরবর্তীতে নেইল আর্টিস্ট, জনসংযোগ এক কোম্পানির আধিকারিক এবং সাংবাদিক হিসাবেও কাজ করেছেন।

আরও পড়ুন: ‘দাদা’ পাকিস্তানের কাছে হেরে মুখ পুড়ল ‘ভাই’ বাংলাদেশের! থ্রিলারে হেরে বিশ্বকাপ থেকেই ছুটি টাইগারদের

এর আগে ইরফান পাঠানের সঙ্গে যতবার সাফাকে দেখা গিয়েছিল, ততবার-ই পর্দার আড়ালে ছিলেন সুন্দরী। এই কারণে ইরফানকে দমনকারী হিসাবেও দাগিয়ে দেওয়া হয়েছিল।

সাফা এই বিষয়ে মুখ খুলেছিলেন টাইমস অফ ইন্ডিয়ায়। এক সাক্ষাৎকারে পাঠানের স্ত্রী বলেছিলেন, "ইমরানের (ইরফান-সাফার পুত্র) জন্য একটা ইনস্টাগ্রাম একাউন্ট বানিয়েছিলাম আমরা। ওখানে পোস্ট করার উদ্দেশ্যই হল, ভবিষ্যতের জন্য যেন দুরন্ত স্মৃতি জমিয়ে রাখা যায়। আমিই ওই একাউন্টটি ব্যবহার করি। ওখানে পোস্ট করার সময় নিজের ছবি আবছা করে দেওয়ার সিদ্ধান্তও আমার। ইরফানের কোনো হাত-ই নেই এই পোস্টিংয়ে।”

পাঠানকে ট্রোল করা ব্যক্তিদের একহাত নিয়ে সাফা আরও বলেন, "কীভাবে পোশাক পরা উচিত, নিজের ছবি সর্বসমক্ষে দেখাবো কিনা- তা নিয়ে যে কোনো ব্যক্তির সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট অধিকার রয়েছে। আর সাইবার বুলিং কিন্তু একদমই গ্রহণযোগ্য নয়।”

Irfan Pathan Cricket News Sports News
Advertisment