জাতীয় দলের বাইরে তিনি। বাইশ গজ থেকে এখনও অবসর না নিলেও ইরফান পাঠানকে বল হাতে শেষ কবে দেখা গিয়েছে, তা জানতে গুগলের শরণাপন্ন হতে হয়। সেই ইরফান পাঠানই এবার অনন্য নজির তৈরি করতে চলেছেন। প্রথম ভারতীয় হিসেবে তিনি অংশ নেবেন বিদেশের কোনও টি টোয়েন্টি লিগে।
আইপিএল ধাঁচের গোটা বিশ্ব জুড়েই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করা হয়। বাংলাদেশের বিপিএল, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ, দক্ষিণ আফ্রিকায় ঝানসি সুপার লিগ কিংবা ন্যাট ওয়েস্ট টি টোয়েন্টি ব্লাস্ট। তবে বিসিসিআইয়ের নিজস্ব নীতির কারণে কোনও টুর্নামেন্টেই অংশ নিতে পারেন না ভারতীয় কোনও ক্রিকেটার। তবে এই নিয়ম ভাঙতে চলেছেন ইরফান পাঠান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ড্রাফটে নাম রয়েছে তাঁর।
সরকারিভআবে বুধবারেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ড্রাফটে থাকা ক্রিকেটারদের নাম জানানো হয়েছে। সেই তালিকাতেই সারপ্রাইজ হিসেবে রয়েছে বরোদা তারকা অলরাউন্ডারের নাম। জাতীয় দলে একসময়ে চুটিয়ে খেলা তারকা জাতীয় দলের হয়ে শেষ খেলেছেন সাত বছর আগে- ২০১২তে। তারপর ক্রমাগত ব্রাত্য থাকতে হয়েছে তাঁকে। এমনকি বরোদা দলেও সুযোগ পান না তিনি।
সদ্য সমাপ্ত আইপিএলে ধারাভাষ্যকারের ভূমিকাতেও দেখা গিয়েছে তাঁকে। মাঝে জম্মু কাশ্মীর ক্রিকেট দলের মেন্টরের ভূমিকাও পালন করেছেন। চলতি লোকসভা ভোটেও রাজনীতিতে জড়ানোর সূক্ষ্ম ইঙ্গিত মিলেছে তাঁর কথায়। নিজের আইপিএল কেরিয়ারে আলাদা আলাদা মরশুমে হাফডজন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি- কিংস ইলেভেন পাঞ্জাব, দিল্লি ডেয়ারডেভিলস, সানরাইজার্স হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস, রাইজিং পুণে সুপার জায়ান্টস, গুজরাট লায়ন্স। তিনিই এবার চললেন প্রথম ভারতীয় হিসেবে বিদেশের টি টোয়েন্টি লিগে অংশ নিতে।
চলতি মাসের ২২ তারিখে লন্ডনে বসছে সিপিএলের ড্রাফটের আসর। ওইদিনেই রিটেনড ক্রিকেটারদের নাম ঘোষণা করা হবে। বল হাতে ইনসুইঙ্গারে মাঝে মধ্যেই ব্যাটসম্যানদের ধোঁকা দিয়েছেন। কেরিয়ারের প্রায় শেষ পর্যায়ে এসে যে এভাবে সকলকে চমকে দেবেন, তা কে ভেবেছিল!