New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/pathan-pakistan-bangladesh.jpg)
Irfan Pathan-ICC U-19 World Cup: এবছর জুনিয়র চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছিল পাকিস্তানও। কিন্তু, তাদের হারিয়েছে অস্ট্রেলিয়া। (ছবি- শমীক সাহেব এক্স এবং টুইটার)
India lost to Australia in ICC u19 World cup final: অনূর্ধ্ব-১৯ আইসিসি জুনিয়র বিশ্বকাপে ভারত গতবারের চ্যাম্পিয়ন। রবিবার সেই ভারতকেই দক্ষিণ আফ্রিকার উইলোমুর পার্কে ৭৯ রানে হারাল জুনিয়র অস্ট্রেলিয়া।
Irfan Pathan-ICC U-19 World Cup: এবছর জুনিয়র চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছিল পাকিস্তানও। কিন্তু, তাদের হারিয়েছে অস্ট্রেলিয়া। (ছবি- শমীক সাহেব এক্স এবং টুইটার)
Irfan Pathan and India vs Australia u19 world cup final: রবিবারই শেষ হয়েছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। কয়েক মাস আগে ঘটে যাওয়া সিনিয়রদের পরাজয়ের ধারা অব্যাহত রেখে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে টিম জুনিয়র ইন্ডিয়াও। আর, তারপরই যত না অস্ট্রেলিয়ার সমর্থকরা উচ্ছ্বাস দেখিয়েছেন, তার চেয়ে বেশি উচ্ছ্বাস দেখা গেল কাঁটাতারের ওপারে পাকিস্তান এবং বাংলাদেশে।
অস্ট্রেলিয়ার জয়ের চেয়েও ভারতের হারেই যেন বেশি খুশি হয়ে উঠেছিলেন সীমান্তপারের নেটিজেনরা। অবশ্য ভারতের গোলায় তাদের রীতিমতো কুপোকাতই হতে হত। আর, ভারতের হয়ে এই গোলাগুলি যিনি চালালেন তিনি আর কেউ নন, স্বয়ং ইরফান পাঠান।
অনূর্ধ্ব-১৯ আইসিসি জুনিয়র বিশ্বকাপে ভারত গতবারের চ্যাম্পিয়ন। রবিবার সেই ভারতকেই দক্ষিণ আফ্রিকার উইলোমুর পার্কে ৭৯ রানে হারাল জুনিয়র অস্ট্রেলিয়া। এবছর জুনিয়র চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছিল পাকিস্তানও। কিন্তু, তাদের হারিয়েছে অস্ট্রেলিয়া। আর, উদয় সাহারানের নেতৃত্বাধীন ভারত হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
এবারও ভারতও ফাইনালে হারায় তাই বেশ মজাই পেয়েছিল পাকিস্তান-বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের একাংশ। জবাবে ইরফান তাঁর এক্সবার্তায় লিখেছেন, 'তাদের অনূর্ধ্ব ১৯ টিম ফাইনালে উঠতে না-পারলেও, সীমান্তের ওপারের কীবোর্ড যোদ্ধারা আমাদের তরুণদের পরাজয়ে আনন্দ পায়। এই নেতিবাচক মনোভাব তাদের খারাপ মানসিকতাই তুলে ধরেছে। #পড়শি।'
এই আগে গত বিশ্বকাপ ফাইনালে ভারতের হারে কার্যত উৎসবের মেজাজে সেলিব্রেট করা হয়েছিল ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্ত্বরে উদযাপন পর্ব হয়েছিল নজরকাড়া। আর তাই পাকিস্তান এবং বাংলাদেশকে ধুয়ে দিতে দুইবার ভাবলেন না ইরফান পাঠান।
Despite their U19 team not making it to the final, keyboard warriors from across the border find pleasure in our youngsters’ defeat. This negative attitude reflects poorly on their nation’s mindset. #padosi
— Irfan Pathan (@IrfanPathan) February 11, 2024
পাঠানের এই সোজাসাপটা কথাবার্তা অবশ্য নতুন কিছু না। এর আগে তিনি সোশ্যাল সাইটে দেশের দলের হয়ে বারবার সোচ্চার হয়েছেন। তার জন্য পাকিস্তানের নেটিজেনদের কুনজরেও তাঁকে বারবার পড়তে হয়েছে। এশিয়া কাপের ফাইনালের পরে তাঁর ভাইরাল এক্সবার্তার জন্য পাঠানকে তো রীতিমতো তলবও করা হয়েছিল।
আরও পড়ুন- ফের চোটের ঝড়ে লন্ডভন্ড টিম ইন্ডিয়া! তৃতীয় টেস্টের আগেই শক্তি হারিয়ে একদম ধস রোহিতদের
রবিবারের ফাইনালে অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করে ৭ উইকেটে তুলেছিল ২৫৩ রান। হ্যারি ডিক্সন করেছেন ৪২ রান। অধিনায়ক ওয়েবগেন করেছেন ৪৮ রান। হারজাস সিং তুলেছেন ৫৫ রান। অলিভার পিক করেছেন অপরাজিত ৪৬। জবাবে সাহারান অ্যান্ড কোং ৪৩.৫ ওভারে ১৭৪ রানে গুটিয়ে যায়। তার মধ্যেই ওপেনার আদর্শ সিং করেছেন ৪৭ রান। মুরুগান অভিষেক করেছেন ৪২ রান। অস্ট্রেলিয়ার হয়ে ফাইনালে তিন উইকেট নিয়েছেন মাহলি বেয়ার্ডম্যান। তিনিই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন।