scorecardresearch

প্রচারে আসার জন্যই উমরানকে অপমান! পাকিস্তানি তারকাকে কষিয়ে চড় এবার পাঠানের

উমরান মালিককে অপমান করতেই ‘সপাটে চড়’ ইরফান পাঠানের

প্রচারে আসার জন্যই উমরানকে অপমান! পাকিস্তানি তারকাকে কষিয়ে চড় এবার পাঠানের

বিতর্কের জন্যই বারবার শিরোনামে উঠে এসেছেন পাকিস্তানের প্রাক্তন পেসার সোহেল খান। ধোনির সঙ্গে তো বটেই ২০১৫ বিশ্বকাপে বিরাট কোহলির সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তারকা।

এবার পাক পেসার নিশানা করেছেন ভারতের পেসার উমরান মালিককে। বিষ্ফোরক সাক্ষাৎকারে বলে দিয়েছেন, উমরানের মত পেসার পাকিস্তানের অলিতে গলিতে রয়েছে। উমরানকে অপমান করার পরেই এবার ফুঁসে উঠলেন ইরফান পাঠান।

মেজর গৌরব আর্য সোহেল খানকে ধুয়ে দিয়ে বলেন, এর আগে একইভাবে ইরফান পাঠানকে অপমান করেছিলেন জাভেদ মিয়াঁদাদ। মেজরের পোস্টেই ইরফান পাঠান কমেন্ট করেন, “মেজর সাহেব এসব কমেন্ট করে এঁদের স্রেফ এটেনশন পাওয়ার জন্য। পুরোপুরি উপেক্ষা করুন।”

বিতর্কের সূত্রপাত এক পডকাস্ট থেকে। সোহেল খান দ্য নাদির আলি পডকাস্টে বলে দিয়েছেন, “বোলিং মেশিন ছাড়া কেউই শোয়েব আখতারের রেকর্ড ভাঙতে পারবে না। কোনও মানুষের পক্ষে এই কীর্তি করা সম্ভব নয়। উমরান মালিক নিঃসন্দেহে ভালো বোলার। ওঁর দু-একটা ম্যাচে বোলিং দেখেছি। খুব দ্রুত রান আপ। সবকিছুই ভালো। তবে যদি ১৫০+ বোলারদের বিষয় বিবেচ্য হয়, আমি এখনই পাকিস্তানের ঘরোয়া স্তরে টেপ বলে কমপক্ষে ১০-১২ জনের নাম বলতে পারি, যারা দেড়শ প্লাস স্পিডে বল করে। লাহোর কালান্ডার্স-এর ট্রায়ালে গেলেই অনেক এরকম বোলার দেখা যাবে।”

“উমরানের মত বোলার এখানে অনেক রয়েছে। ঘরোয়া ক্রিকেটে এরকম বোলার ভর্তি। ঘরোয়া ক্রিকেট স্তর অতিক্রম করে যখন কোনও বোলার জাতীয় দলে সুযোগ পায়, তখন সে সেরা বোলার হিসাবেই নিজেকে প্রমাণ করে আন্তর্জাতিক স্তরে খেলতে নামে। শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ- নিজেদের দক্ষতা প্রমাণ করেছে। এরকম অনেক নাম বলতে পারি।”

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Irfan pathan slams pakistans sohail khan for insulting team india pacer umran malik