Advertisment

Irfan Pathan on Kohli vs Sachin: শচীনের সঙ্গে কেউ কীভাবে তুলনা করে কোহলির! বিরাটকে চরম অপমান করে মুখ খুললেন পাঠান

India vs Australia: বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজ শুরু হওয়ার পর থেকে অনুরাগীরা কোহলিকে পরামর্শ দিয়েছেন, শচীনের থেকে শিখতে। শচীন কখনও অফ স্টাম্পের বাইরের বলে কখনও কভার ড্রাইভ খেলেননি।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Pathan on Kohli vs Sachin

Pathan on Kohli vs Sachin: কোহলির ওপর ক্ষুব্ধ ইরফান পাঠান (টুইটার)

Irfan Pathan on Virat Kohli vs Sachin Tendulkar: বিরাট কোহলি বারবার একই ভুলে আউট হওয়ার পর তাঁর সঙ্গে শচীন তেন্ডুলকরের তুলনার বিরোধিতা করলেন প্রাক্তন পেসার ইরফান পাঠান। গত কয়েকটি ইনিংসের মত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টের প্রথম ইনিংসেও একই ভুলে আউট হয়েছেন বিরাট।

Advertisment

ওয়াইড বল মারতে গিয়ে ৩৬ বছর কোহলি সিডনির প্রথম ইনিংসে আউট হয়েছেন। ৩২তম ওভারে স্কট বোল্যান্ডের বল মারতে গিয়ে কোহলি আউট হন। তার আগে তিনি ১৭ রান করেছিলেন। কোহলির এইভাবে অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে বারবার আউট হওয়া দেখেই ক্ষুব্ধ পাঠান।

কোহলি অবশ্য আগেই আউট হয়ে যেতেন। সেই সময় স্টিভ স্মিথ তাঁর ক্যাচও ধরেছিলেন। অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা কোহলিকে আউট করার জন্য আনন্দ করাও শুরু করে দিয়েছিল। কিন্তু, তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন টিভি রিপ্লেতে দেখেন যে স্মিথের বল মাটি ছুঁয়েছে। আর, সেই কারণেই তিনি কোহলি 'নট আউট' বলে জানিয়ে দেন।

তারপরও অবশ্য নিজস্ব ভুলেই কোহলি বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। আর, সেই কারণেই পাঠানের ধারণা, কোহলির মধ্যে শৃঙ্খলার অভাব আছে। তাঁকে টেস্ট ক্রিকেটে বড় রান করতে হলে কিছু শৃঙ্খলাবোধ দেখাতে হবে।

Advertisment

এই ব্যাপারে পাঠান বলেছেন, 'নিঃসন্দেহে কোহলি একজন দুর্দান্ত খেলোয়াড়। কিন্তু, ও বারবার একই ভুল করছে। এত পরপর এভাবে ভুল হতে পারে না। দুর্দান্ত খেলোয়াড়দের অন্তত হয় না। কিন্তু, কোহলির সেটাই হচ্ছে। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে চলতি সিরিজে প্রায় ছ'বার একইভাবে আউট হয়েছেন কোহলি। কখনও তিনি অফ স্ট্যাম্পের বাইরের বলকে সামনের দিকে মারতে গিয়েছেন। কখনও ব্যাকফুটে খেলতে গিয়েছেন। কখনও আবার অন্যভাবে ওই বল খেলার চেষ্টা করেছেন। কিন্তু, আউটগুলো সব অফ স্ট্যাম্পের বাইরের বলেই হয়েছে।'

এই ব্যাপারে ইরফান পাঠান বলেছেন, 'এবারও ও চাইলে বলের লাইনে যেতে পারত। কিন্তু, ও সেটা করেনি। লাইনটা অনেক দূরে ছিল। এজন্য শৃঙ্খলাবোধ দরকার। বিরাট কোহলির উচিত অফ স্ট্যাম্পের বাইরের বল ছেড়ে দেওয়ার মত শৃঙ্খলাবোধ দেখানো। শচীন তেন্ডুলকরের সেই শৃঙ্খলাবোধটা ছিল।'

পাশাপাশি পাঠান আরও বলেন, 'তাছাড়া শচীনের অনেক ধরনের শট ছিল। কাট ছিল, আপারকাট ছিল। কিন্তু, বিরাট কখনও সেই সব শট খেলেন না। এমন না যে ও সেগুলো খেলতেই পারে না। এর আগে খেলেছে। কিন্তু, বিরাট সহজে ওই সব শট মারতে চায় না। আর, সেই কারণেই ও ড্রাইভ মারতে যায়। প্রতিবার বল ওঁর ব্যাটের বাইরের প্রান্তে লাগে আর ও আউট হয়ে যায়।'

বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজ শুরু হওয়ার পর থেকে অনুরাগীরা কোহলিকে পরামর্শ দিয়েছেন, শচীনের থেকে শিখতে। শচীন কখনও অফ স্টাম্পের বাইরের বলে কখনও কভার ড্রাইভ খেলেননি। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট পার্থের ম্যাচে কোহলি দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। কিন্তু, তারপর থেকে তিনি রানের খরায় ভুগছেন। গত সাত ইনিংসে তাঁর রান- ৫, ৭, ১১, ৩, ৩৬, ৫, ১৭।

Team India Team-India Sachin Tendulkar Irfan Pathan Border-Gavaskar Trophy Virat Kohli Indian Cricket Team
Advertisment