Rohit Sharma, Suryakumar Yadav, BCCI, Hardik Pandya: বৃহস্পতিবারই ভারতের টি২০ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব। তাঁর নেতৃত্বেই দল শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছে। এর আগে টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের সহ-অধিনায়ক করা হয়েছিল হার্দিক পান্ডিয়াকে। স্বভাবতই ধরে নেওয়া হয়েছিল রোহিত শর্মা ও বিরাট কোহলি টি২০ ফরম্যাট থেকে অবসর ঘোষণার পর রোহিতের জায়গায় অধিনায়ক হবেন হার্দিক। তাঁর নেতৃত্বেই ভারতীয় দল শ্রীলঙ্কায় খেলতে যাবে। কিন্তু, চলতি সপ্তাহেই ধীরে ধীরে সেই সম্ভাব্য ছবিটা বদলে গেল।
বিসিসিআই সূত্র দাবি করেছিল যে হার্দিককে কোচ গৌতম গম্ভীর অধিনায়ক হিসেবে চাননি। কারণ, হার্দিকের চোট আঘাতের প্রবণতা। আর, রোহিত-বিরাটের অবর্তমানে ভারতীয় দলের সেরা টি২০ ব্যাটার সূর্যকুমার যাদব। গম্ভীরের সঙ্গে নাকি এই ব্যাপারে একমত ছিলেন জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকারও। কিন্তু, এবার উঠে এল নতুন তথ্য। তাতে জানা গিয়েছে, হার্দিক যাতে তাঁর অবর্তমানে ভারতের টি২০ দলের অধিনায়ক হতে না পারেন, সেজন্য পিছন থেকে কলকাঠি নেড়েছেন আসলে রোহিত শর্মাই।
আইপিএলে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করেছে মুম্বই ইন্ডিয়ান্স দল। তার আগে মুম্বই থেকে দুই বছরের জন্য গুজরাট টাইটান্সে গিয়ে হার্দিক প্রথমবার গুজরাটকে চ্যাম্পিয়ন করেছেন। দ্বিতীয়বার করেছেন রানার্স। সূর্যকুমার যাদব এখনও আইপিএলের কোনও দলের অধিনায়ক নন। সেই কারণেও ধরে নেওয়া হয়েছিল যে হার্দিকই ভারতের টি২০ দলের পরবর্তী অধিনায়ক হতে চলেছেন।
কিন্তু, গোটা পরিস্থিতিটাই গত মঙ্গলবার থেকে ক্রমশ বদলে যেতে শুরু করে। নতুন কোচ গৌতম গম্ভীরকে খোলা হাতে দল চালানোর স্বাধীনতা দিতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। আর, সেই কারণে দল নির্বাচনে গম্ভীরের মতামতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গৌতম গম্ভীর মঙ্গলবার থেকে নানাভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা শুরু করেন যে হার্দিকের চোট-আঘাত লেগেই থাকে। তাকে জাতীয় দলের নেতা করাটা বুদ্ধিমানের কাজ নয়। তাছাড়া রোহিত-কোহলির পরবর্তীতে হার্দিক ভারতীয় দলের সেরা খেলোয়াড়ও নন।
তবে সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বোর্ডের এই আচমকা সিদ্ধান্ত বদলের পিছনে কলকাঠি নেড়েছেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। তবে, এটাও সত্যি যে সূর্যকুমার যাদবের সঙ্গে গৌতম গম্ভীরের সম্পর্ক দীর্ঘদিনের। গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক থাকাকালীন সূর্যকুমার যাদবকে ব্যর্থতা সত্ত্বেও নিয়মিত খেলিয়ে গিয়েছিলেন। আর, গম্ভীরের নেতৃত্বে নাইটরা দুইবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। যার ফলে, সূর্যকুমারকে খেলানো নিয়ে কেউ আর গম্ভীরের বিরোধিতা করেননি। আর, সূর্যকুমারও শেষ পর্যন্ত গম্ভীরের মুখ রেখেছিলেন তাঁর দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে।
এক সংবাদমাধ্যমকে এই ব্যাপারে গম্ভীর সাক্ষাৎকারে বলেছিলেন, 'একজন নেতার কাজ সেরা ক্ষমতাসম্পন্নকে বেছে নেওয়া। আর, বিশ্বের কাছে তা তুলে ধরা। আমার সাত বছরের অধিনায়কত্বে যদি কোনও খেদ থাকে, তবে সেটা হল সূর্যকুমার যাদবের সেরাটাকে ব্যবহার করতে না পারা।' শুভমান গিলকে সূর্যকুমারের সহকারি অধিনায়ক করা হয়েছে। কারণ, বছর ২৪-এর গিলের নেতৃত্বে ভারতীয় দল জিম্বাবুয়েতে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ ৪-১ ব্যবধানে জিতে এসেছে।
আরও পড়ুন- সৌরভকে সেরার সেরা সম্মান ইস্টবেঙ্গলের! দেবব্রত সরকারের মেসেজে ‘হ্যাঁ’ বললেন মহারাজ
আবার সূর্যকুমারও নেতা হিসেবে ভারতকে সাফল্য এনে দিয়েছেন। গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত সিরিজ জিতেছিল সূর্যকুমারের নেতৃত্বে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সূর্যকুমার। চলতি মাসেই শুরু হচ্ছে ভারতের শ্রীলঙ্কা সফর। তিনটে একদিনের ম্যাচ এবং তিনটে টি২০ ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বীপরাষ্ট্রের পিচে খেলবে ভারতীয় দল। সেখানে গম্ভীরের পাশাপাশি এবার সূর্যকুমারও তাঁর নতুন ইনিংস শুরু করবেন।