Advertisment

Sania Mirza-Mohammed Shami: শামিই কি এবার সানিয়ার স্বামী! ব্যক্তিগত সম্পর্কের বিস্ফোরক আপডেট দিলেন বাবা ইমরান

Sania Mirza divorce rumour: সানিয়া-শামির বিয়ে নিয়ে জোর জল্পনা, আসল সত্যি জানা গেল অবশেষে

author-image
IE Bangla Sports Desk
New Update
Sania Mirza, Mohammed Shami, সানিয়া মির্জা, মহম্মদ শামি,

Sania Mirza-Mohammed Shami: সানিয়া এবং শামি দু'জনেই বিবাহ বিচ্ছিন্ন। (ছবি- টুইটার)

Sania Mirza and Mohammed Shami: ভারতীয় দলের তারকা বোলার মহম্মদ শামিকে কি বিয়ে করছেন প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জা? এনিয়ে বেশ কিছুদিন ধরেই ব্যাপক জল্পনা চলছে। এবার সেই গুজবে নীরবতা ভাঙলেন কিংবদন্তি টেনিস তারকার বাবা।

Advertisment

সানিয়া মির্জা ও মহম্মদ শামি, দু'জনেই ভারতের দুই সফল ক্রীড়াবিদ। তার মধ্যে সানিয়া কয়েক দশক ধরে ভারতের সর্বশ্রেষ্ঠ মহিলা টেনিস খেলোয়াড়। আর, শামি সেই চ্যাম্পিয়ন পেস বোলার, ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স, ভারতীয় ক্রিকেট দলকে ফাইনালে নিয়ে গিয়েছে। সেই সানিয়া মির্জা ও মহম্মদ শামি বিয়ে করতে চলেছেন সম্প্রতি গুঞ্জন শুরু হয়েছে।

কারণ, চলতি বছরের শুরুতে সানিয়া ও পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। আর, শামিও তাঁর স্ত্রী হাসিন জাহানের থেকে আলাদা হয়ে গিয়েছেন। তাতেই দুই তারকার বিয়ের জল্পনা তীব্র আকার নেয়। কিন্তু, সেই জল্পনা সম্পূর্ণ মিথ্য বলে উড়িয়ে দিয়েছেন সানিয়া মির্জার বাবা। ইমরান মির্জা এনডিটিভিকে বলেছেন, 'এ সব মিথ্যা কথা। উনি (মহম্মদ শামি) ওর (সানিয়া মির্জা) সঙ্গে দেখাও করেননি।'

ভারতীয় টেনিস কিংবদন্তি সম্প্রতি হজে পবিত্র যাত্রা করেছেন। বিবাহ বিচ্ছেদের প্রায় ৫ মাস পরে তিনি ঘোষণা করেছেন যে, ক্রিকেটার স্বামী শোয়েব মালিকের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে গিয়েছে। সানিয়া, ইতিমধ্যে পেশাদার টেনিস থেকেও অবসর নিয়েছেন। সম্প্রতি গুরুত্বপূর্ণ ফ্রেঞ্চ ওপেন টুর্নামেন্টে তিনি এবছরই বিশেষজ্ঞ হিসেবে মতামত দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায়, ভারতীয় স্পোর্টিং আইকন সম্প্রতি জানিয়েছেন, তিনি জীবনে এক 'নতুন অভিজ্ঞতা'র মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আর, তারপরই শামির সঙ্গে সানিয়ার বিয়ের জল্পনা তীব্র আকার ধারণ করে।

রবিবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে সানিয়া লিখেছেন, 'আমি এক নতুন ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমি বিনীতভাবে যে কোনও ভুল এবং ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি।' সানিয়া সেই পোস্টে আরও বলেছেন যে তিনি আশা করেন, আল্লাহ তাঁর প্রার্থনা কবুল করবেন। তাকে এক ভালো সুপথে পরিচালিত করবেন।'

একইসঙ্গে সানিয়া সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমি অত্যন্ত সৌভাগ্যবান এবং অপরিসীম কৃতজ্ঞ যে আপনারা আমাকে আপনাদের হৃদয়ে স্থান দিয়েছেন। প্রার্থনা করুন, যাতে আমি জীবনে সফল হই। একজন ভালো মনের এবং আত্মমর্যাদাসম্পন্ন মানুষ হয়ে উঠতে পারি।'

আরও পড়ুন- ভারতকে হারিয়ে সেমিতে উঠব, শনিবারে রোহিতদের শনি হয়ে ওঠার হুঙ্কার বাংলাদেশ ক্যাপ্টেনের

সানিয়াকে সম্প্রতি একটি বিখ্যাত কমেডি শোতেও দেখা গেছে। সেখানে তিনি কমেডিয়ান কপিল শর্মার সঙ্গে নিজের কেরিয়ার সম্পর্কে বলেছেন। ২০১৫-১৬ সালে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে তাঁর পার্টনারশিপ নিয়ে মুখ খুলেছেন। কথোপকথনে সানিয়া বলেছেন, 'মার্টিনা এবং আমি খুব ভালো পার্টনার। আমরা পার্টনার হিসেবে টানা ছয় মাস খেলেছি। আমাদের সমঝোতা এতটাই ছিল যে বলে বোঝানো যাবে না।'

marriage cricket Shoaib Malik Sania Mirza tennis Mohammed Shami Indian Cricket Team
Advertisment