/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/Mohammed-Shami-Sania-Mirza.jpg)
Sania Mirza divorce, Mohammed Shami: শামি-সানিয়া দুজনের জুটি জমে যাবে, বলছে নেট মহল। (টুইটার)
Sania Mirza and Mohammed Shami: শোয়েব মালিকের সঙ্গে সানিয়া মির্জার বিবাহ বিচ্ছেদের পর থেকেই জল্পনা চরমে পৌঁছেছিল। ডিভোর্সি সানিয়ার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল বিবাহ-বিচ্ছিন্ন মহম্মদ শামির নাম। জল্পনা এতটাই চরমে পৌঁছয় যে মুখ খুলতে বাধ্য হয়েছিলেন স্বয়ং সানিয়ার পিতা ইমরান মির্জা।
এবার সেই জল্পনা থামনোর উদ্যোগ নিলেন মহম্মদ শামি। সোশ্যাল মিডিয়ায় যাঁরা দুজনের সম্পর্ক নিয়ে গুজব ছড়াচ্ছেন, তাঁদের একহাত নিয়েছেন জাতীয় দলের তারকা স্পিডস্টার।
শুভঙ্কর মিশ্রের পডকাস্টে তিনি এসেছিলেন। সেখানে এই প্রসঙ্গ উঠতেই কার্যত ফুঁসে উঠলেন তিনি। বলে দিলেন, "সোশ্যাল মিডিয়ায় সকলকে দায়িত্বশীল হওয়ার আর্জি জানাচ্ছি। এ ধরণের অযৌক্তিক খবর ছড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ করছি।"
"এটা পুরোটাই ভিত্তিহীন। এবং স্রেফ মজা করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত হয়ে একরম করা হচ্ছে। এছাড়া আর কী-ই বা করার আছে। নিজের ফোন খুললেই এই মিম গুলো চোখে পড়ে। আমি একটাই কথা বলব, এগুলো মজার উদ্দেশ্যে করা। তবে এগুলো যদি কারোর জীবন সংক্রান্ত বিষয়ে হয়, তাহলে আপনাকে বুঝতে হবে এরকম মিম বানানো কি যুক্তিযুক্ত? যে পেজগুলো ভেরিফায়েড নয়, এরা যা খুশি পোস্ট করে থাকে।"
Unplugged FT. Mohammad shami (Released)
- Shami कब करेंगे वापसी?
- INZMAM के Reverse Swing और गेंद में Spring पर
- Team India & IPL Inside stories
- Team India & IPL Captaincy
- Anderson Forced Retirement
- Family Issues
- Sania Mirza News #MohammadShami#TeamIndiapic.twitter.com/57on58C1S7— Shubhankar Mishra (@shubhankrmishra) July 19, 2024
"তবে সকলকে একটাই কথা বলব, যদি ভেরিফায়েড পেজ থেকে এরকম পোস্ট করার সাহস থাকে, তাহলে আমি জবাব দেব। অন্যকে নীচে টেনে নামানো খুব সহজ। তবে সাফল্য অর্জন করো। নিজের মান বাড়াও। তখন আমি মেনে নিতে বাধ্য হব, তোমরা সঠিক মানুষ।"
এর আগে ভিত্তিহীন এই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন সানিয়ার পিতা ইমরান মির্জাও। ইমরান মির্জা এনডিটিভিকে বলে দিয়েছিলেন, "এ সব মিথ্যা কথা। ওঁর (মহম্মদ শামি) সঙ্গে তো সানিয়ার (মির্জা) দেখাও হয়নি।"