IPL 2025, LSG: লখনউ সুপার জায়ান্টসে আদৌ যোগ দিচ্ছেন শার্দুল ঠাকুর? পোস্ট মুছতেই তুঙ্গে জল্পনা!

LSG's deleted social media post featuring Shardul Thakur has sparked rumors of his possible inclusion in the squad. Is he replacing an injured player? লখনউ সুপার জায়ান্টসের মুছে দেওয়া পোস্টে দেখা গিয়েছে শার্দুল ঠাকুরকে! তবে কি তিনি আদৌ দলে যোগ দিচ্ছেন? জানুন বিস্তারিত।

LSG's deleted social media post featuring Shardul Thakur has sparked rumors of his possible inclusion in the squad. Is he replacing an injured player? লখনউ সুপার জায়ান্টসের মুছে দেওয়া পোস্টে দেখা গিয়েছে শার্দুল ঠাকুরকে! তবে কি তিনি আদৌ দলে যোগ দিচ্ছেন? জানুন বিস্তারিত।

author-image
IE Bangla Sports Desk
New Update
LSG-Rahul: গতবার কেএল রাহুল ছিলেন এলএসজির অধিনায়ক

LSG-Rahul: গতবার কেএল রাহুল ছিলেন এলএসজির অধিনায়ক। (ছবি- বিসিসিআই)

Shardul Thakur to LSG? Deleted Post Sparks IPL 2025 Transfer Rumors! শার্দুল ঠাকুর কি আদৌ লখনউ সুপার জায়ান্টসে (LSG) যোগ দিচ্ছেন? এই প্রশ্ন এখন আইপিএল ভক্তদের মনে আলোড়ন তৈরি করেছে। এলএসজি (LSG)-র এক মুছে দেওয়া পোস্ট এবং ঠাকুরকে দলের অনুশীলনে দেখা যাওয়ায় লখনউ দলে এই ক্রিকেটারের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে জল্পনা তৈরি হয়েছে।  

Advertisment

কী কারণে শার্দুল ঠাকুরের নাম আলোচনায় উঠে আসল?

  • এলএসজি (LSG) তাদের পেসার মায়াঙ্ক যাদবের ফিটনেস নিয়ে উদ্বিগ্ন। মায়াঙ্ক ঘণ্টায় ৯৭ মাইল গতিতে বল করতে পারেন।
  • মায়াঙ্ক আপাতত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ/NCA)-তে চিকিৎসাধীন। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, তাঁকে প্রথম কয়েকটি ম্যাচে না-ও পেতে পারে এলএসজি।
  • আর শার্দুল ঠাকুর ২০২৪ আইপিএলে সিএসকে (CSK)-র হয়ে খেললেও ২০২৫ নিলামে অবিক্রীত ছিলেন।

কেন শার্দুল হতে পারেন এলএসজি (LSG)-র নতুন পেসার?

Advertisment

শার্দুল ঠাকুর গত মরশুমে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন:

  • সৈয়দ মুস্তাক আলি ট্রফি: ৯ ম্যাচে ২৪.৫৩ গড়ে ১৫ উইকেট নিয়েছেন।
  • রনজি ট্রফি: ৯ ম্যাচে ২২.৬২ গড়ে ৩৫ উইকেট নিয়েছেন।

যদিও তিনি মায়াঙ্কের মত অত্যন্ত দ্রুতগতির বোলার নন, তবে অভিজ্ঞতা এবং পারফরম্যান্সই শার্দুলকে এলএসজি (LSG)-র জন্য আদর্শ ব্যাকআপ ক্রিকেটার হিসেবে তুলে ধরেছে। 

কার বদলে লখনউ দলে ঢুকতে পারেন শার্দুল ঠাকুর?

এলএসজি (LSG) ভক্তদের মধ্যে আলোচনার ঝড় উঠেছে, ঠাকুরই কি মায়াঙ্কের বিকল্প হতে চলেছেন, নাকি মোহসিন খান বা অভেশ খানের জায়গা নিতে চলেছেন তিনি? যদিও এনিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে এনিয়ে গুঞ্জন ক্রমেই জোরালো হচ্ছে।

আগামী কয়েক দিনের মধ্যেই সত্যিটা জানা যাবে

যদি ঠাকুর সত্যিই এলএসজি (LSG) দলে যোগ দেন, তবে সেটা আইপিএল ২০২৫-এর দলবদলে অন্যতম আকর্ষণ হয়ে উঠবে। সে যাই হোক, এলএসজি এবার নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে। তাদের নতুন অধিনায়ক হয়েছেন ঋষভ পন্থ। তিনি আগে দিল্লির অধিনায়ক ছিলেন। পন্থের নেতৃত্বে এলএসজি আসন্ন আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে দেখাতে চায়। আর, এলএসজির গতবারের অধিনায়ক কেএল রাহুল এবার দিল্লি দলে যোগ দিয়েছেন। তবে, রাহুল নন।। এবার দিল্লি তাদের অধিনায়ক করেছে অক্ষর প্যাটেলকে। আর, তাদের সহ অধিনায়কের দায়িত্ব সামলাবেন ফাফ ডু প্লেসি। 

 

IPL Shardul Thakur Cricket News Indian Premier League (IPL) LSG