Advertisment

Ishan Kishan-Shreyas Iyer: ঈশান-শ্রেয়স বাদ পড়তেই মুখ খুললেন শাস্ত্রী! আসল কথা জানিয়েই দিলেন সরাসরি

Ishan Kishan Shreyas Iyer removed from BCCI central contracts: কিশান এবং আইয়ার দুজনেই বিসিসিআইয়ের চুক্তি থেকে বাদ পড়েছেন। যাতে তাঁদের কেরিয়ার রীতিমতো ধাক্কা খেল। কারণ, সামনেই টি২০ বিশ্বকাপ। মাত্র কয়েক মাস আগে দুজনেই ভারতে আয়োজিত একদিনের ক্রিকেট বিশ্বকাপে জাতীয় দলে ছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Team India, india vs england, indian cricket team

KL Rahul injury in Rajkot test: পরপর চোটে বিধ্বস্ত টিম ইন্ডিয়া (টুইটার)

BCCI central contracts: ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই যেদিন চুক্তি থেকে ছেঁটে ফেলল, সেই দিনই ঈশান কিষাণ এবং শ্রেয়াস আইয়ারের পাশে দাঁড়ালেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তিনি ভারতীয় দলের এই দুই তরুণ তুর্কির মনোবল বাড়াতে চেষ্টা চালিয়েছেন। শাস্ত্রী বলেছেন, ‘চিন আপ। আরও শক্তিশালী হয়ে ফিরে আস। আমি নিশ্চিত যে তোমরা জয়ী হবে।'

Advertisment

সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় শাস্ত্রী দুই খেলোয়াড়ের উদ্দেশ্যে বলেছেন, 'আরও পরিশ্রম কর। কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা কর। আরও শক্তিশালী হয়ে ফিরে আস। তোমাদের অতীত বলছে, তোমরা পারবে। এই ব্যাপারে আমার অন্তত কোনও সন্দেহ নেই।' বিসিসিআই সচিব জয় শাহ সমস্ত খেলোয়াড়দের সতর্ক করে চিঠি দিয়েছিলেন। তারপরও সেই বার্তা উপেক্ষা করে ঈশান কিষান ও শ্রেয়স আইয়ার তাদের ঘরোয়া টিমের হয়ে খেলতে রাজি হননি। এরপরই বুধবার, দুই খেলোয়াড়কে চুক্তি থেকে বাদ দেওয়ার খবর সামনে আসে।

শ্রেয়স ও ঈশানের পাশে দাঁড়ানোর সঙ্গেই এক আলাদা পোস্টে, শাস্ত্রী ফাস্ট বোলিং চুক্তির জন্য একটি আলাদা বিভাগ তৈরি করায় বিসিসিআইয়ের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, 'ফাস্ট বোলারদের সঙ্গে আলাদা চুক্তি করায় @BCCI এবং @JayShah-কে সাধুবাদ জানাই। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। টেস্ট ক্রিকেট এবং ঘরোয়া ক্রিকেটের ওপর জোর দেওয়ার একটি শক্তিশালী বার্তা। এই বার্তা আমাদের প্রিয় খেলা ক্রিকেটের ভবিষ্যতের সুর ঠিক করে দেবে।'

কিশান এবং আইয়ার দুজনেই বিসিসিআইয়ের চুক্তি থেকে বাদ পড়েছেন। যাতে তাঁদের কেরিয়ার রীতিমতো ধাক্কা খেল। কারণ, সামনেই টি২০ বিশ্বকাপ। মাত্র কয়েক মাস আগে দুজনেই ভারতে আয়োজিত একদিনের ক্রিকেট বিশ্বকাপে জাতীয় দলে ছিলেন। আইয়ার বিশ্বকাপে ৫০০-র বেশি রানও করেছেন। একদিনের বিশ্বকাপে ভারত অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত পরাজিত হয়।

আরও পড়ুন- বোর্ডের একের পর এক সুযোগ-সুবিধা বন্ধ! কেন্দ্রীয় চুক্তিতে বাদ পড়ে ধ্বংস হল ঈশান-শ্রেয়স ভবিষ্যৎ

শুধু তাই নয়, মুম্বইয়ের ডানহাতি ব্যাটার শ্রেয়স গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে হায়দরাবাদ টেস্ট ম্যাচে জাতীয় দলেও ছিলেন। পরে, চোটের কথা বলে তিনি জাতীয় দল থেকে ছুটি নেন। এমনকী, চলতি মাসের শুরুতে পিঠে ও কুঁচকিতে চোটের জন্য মুম্বইয়ের হয়ে রঞ্জির কোয়ার্টার ফাইনালও খেলেননি শ্রেয়স। কিন্তু, শেষ পর্যন্ত বিসিসিআই মেডিকেল টিম জানিয়ে দেয়, আইয়ারের কোনও চোট নেই। সে সম্পূর্ণ ফিট। আর কিশান, দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে ভারতের স্কোয়াডের বাইরে। মানসিক ক্লান্তির কথা বলে মাঝপথেই দক্ষিণ আফ্রিকা সফর ছেড়ে ফিরে এসেছিলেন কিশান। তারপর থেকে তাঁকে আর ঘরোয়া ক্রিকেটেও দেখা যায়নি।

Shreyas Iyer Ishan Kishan BCCI
Advertisment